
জার্মান কাপে ব্রেমার এসভির বিপক্ষে গত রাতে গোল উৎসবে মেতে উঠেছিল বায়ার্ন মিউনিখ। গড়ে সাড়ে ৭ মিনিট পর পর প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বায়ার্ন মিউনিখ। গোল করে সেই গোল হজমেরও যেন সময় দেননি এরিক ম্যাক্সিম চুপো-মোটিং-মাইকেল কুইসেন্সরা! নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন দেখলে যে কারওর চোখ কপালে ওঠার দশা। বায়ার্ন মিউনিখ ১২-০ ব্রেমার এসভি।
প্রথম রাউন্ডে পঞ্চম স্তরের দল ব্রেমার এসভির বিপক্ষে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। ৪-২-৩-১ ফরমেশনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাভারিয়ানরা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয় বায়ার্নের আক্রমণভাগ। গোলমুখ খুলতেও সময় লাগেনি।
আট মিনিটে বায়ার্নের গোল উৎসব উদ্বোধন করেন চুপো-মোটিং। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসালিয়া। বায়ার্নের আক্রমণের চাপে ব্রেমার এসভি নিজেরাই নিজেদের জালে বল জড়ায়। পরের মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন চুপো-মোটিং। ৩৫ মিনিটে দৃশ্যপটে আরও একবার চুপু মোটিং। দুর্দান্ত এক হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। ৫-০ ব্যবধানে এগিয়ে একরকম জয় নিশ্চিত করে বিরতিতে যায় বায়ার্ন।
প্রথমার্ধ বায়ার্ন যেখান থেকে শেষ করেছিলেন, দ্বিতীয়ার্ধের শুরুটা যেন সেখান থেকেই। ৪৭ ও ৪৮ মিনিটে থিলম্যান-জামাল মুসিয়ালার গোলে স্কোর লাইন দাঁড়ায় ৭-০। ৬৫ মিনিটে ব্রেমার গোলকিপারকে বোকা বানিয়ে ব্যবধান ৮-০ করেন লিরয় সানে। মিনিট দশেক পরে ব্রেমারের ডিফেন্ডার নোবিল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও চাপে পড়ে যায়।
নির্দয় বায়ার্ন তখন আরও চেপে ধরে ব্রেমারকে। শেষ ১০ মিনিটে গুনে গুনে আরও চার বল প্রতিপক্ষের জালে জড়ায় বায়ার্ন। এই চার গোলের একটি করেছেন আগেই হ্যাটট্রিক করা চুপো-মোটিং। শেষ পর্যন্ত ব্রেমার এসভিকে হতাশায় ডুবিয়ে ১২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

জার্মান কাপে ব্রেমার এসভির বিপক্ষে গত রাতে গোল উৎসবে মেতে উঠেছিল বায়ার্ন মিউনিখ। গড়ে সাড়ে ৭ মিনিট পর পর প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে বায়ার্ন মিউনিখ। গোল করে সেই গোল হজমেরও যেন সময় দেননি এরিক ম্যাক্সিম চুপো-মোটিং-মাইকেল কুইসেন্সরা! নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন দেখলে যে কারওর চোখ কপালে ওঠার দশা। বায়ার্ন মিউনিখ ১২-০ ব্রেমার এসভি।
প্রথম রাউন্ডে পঞ্চম স্তরের দল ব্রেমার এসভির বিপক্ষে রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে একাদশ সাজিয়েছিলেন হুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। ৪-২-৩-১ ফরমেশনে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাভারিয়ানরা। মুহুর্মুহু আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয় বায়ার্নের আক্রমণভাগ। গোলমুখ খুলতেও সময় লাগেনি।
আট মিনিটে বায়ার্নের গোল উৎসব উদ্বোধন করেন চুপো-মোটিং। ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসালিয়া। বায়ার্নের আক্রমণের চাপে ব্রেমার এসভি নিজেরাই নিজেদের জালে বল জড়ায়। পরের মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করেন চুপো-মোটিং। ৩৫ মিনিটে দৃশ্যপটে আরও একবার চুপু মোটিং। দুর্দান্ত এক হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। ৫-০ ব্যবধানে এগিয়ে একরকম জয় নিশ্চিত করে বিরতিতে যায় বায়ার্ন।
প্রথমার্ধ বায়ার্ন যেখান থেকে শেষ করেছিলেন, দ্বিতীয়ার্ধের শুরুটা যেন সেখান থেকেই। ৪৭ ও ৪৮ মিনিটে থিলম্যান-জামাল মুসিয়ালার গোলে স্কোর লাইন দাঁড়ায় ৭-০। ৬৫ মিনিটে ব্রেমার গোলকিপারকে বোকা বানিয়ে ব্যবধান ৮-০ করেন লিরয় সানে। মিনিট দশেক পরে ব্রেমারের ডিফেন্ডার নোবিল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আরও চাপে পড়ে যায়।
নির্দয় বায়ার্ন তখন আরও চেপে ধরে ব্রেমারকে। শেষ ১০ মিনিটে গুনে গুনে আরও চার বল প্রতিপক্ষের জালে জড়ায় বায়ার্ন। এই চার গোলের একটি করেছেন আগেই হ্যাটট্রিক করা চুপো-মোটিং। শেষ পর্যন্ত ব্রেমার এসভিকে হতাশায় ডুবিয়ে ১২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাভারিয়ানরা।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১১ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে