
কাতার, সেনেগাল-দুই দলেই ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। গ্রুপে টিকে থাকতে আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটিতে আজ জয়ের বিকল্প ছিল না দুই দলের কাছে। এমন ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টিকে গেছে সেনেগাল। আর প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সেনেগাল। ১০ মিনিটের সময় গোলের সুযোগ আসে সেনেগালের সামনে। তবে মিডফিল্ডার নাম্ফালিস মেন্দি গোলপোস্টের অনেক বাইরে শট করেন। ২৪ মিনিটের সময় আরও একটি গোলের সুযোগ নষ্ট করে সেনেগাল। বারবার কাতারের রক্ষণভাগে হানা দিয়ে ব্যর্থ হওয়া সেনেগাল অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষের দিকে। ৪১ মিনিটে ক্রেপিন দিয়াত্তার ক্রস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বুলায়ে দিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আফ্রিকা মহাদেশের এই দেশটি।
বিরতির পর নেমেই আরেক গোলের দেখা পায় সেনেগাল। ৪৮ মিনিটে ইসমাইল জ্যাকবসের ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ফামারা দিধিউ। দুই গোল হজম করার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে কাতার। ৬৩ থেকে ৬৭-এই ৪ মিনিটের ব্যবধানে দুইবার গোলের সুযোগ সৃষ্টি করে কাতার। তবে সেনেগালের গোলরক্ষক এদোয়ার্দো মেন্দি দুবারই স্বাগতিকদের হতাশ করেন। অবশেষে ৭৮ মিনিটে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কাতার। ইসমাইল মোহাম্মদের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মোহাম্মদ মুনতারি।
কাতারের গোল ব্যবধান কমানোর পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। শেষ গোলটিও পায় দ্রুত। ৮৪ মিনিটে ইলিমান এন্দিয়ার অ্যাসিস্টে সেনেগালের তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। শেষ মুহূর্তে ব্যবধান কমানোর চেষ্টা করেও স্বাগতিকেরা সফল হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। এতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিছুটা বাঁচিয়ে রাখল আফ্রিকার দেশটি।

কাতার, সেনেগাল-দুই দলেই ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। গ্রুপে টিকে থাকতে আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটিতে আজ জয়ের বিকল্প ছিল না দুই দলের কাছে। এমন ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টিকে গেছে সেনেগাল। আর প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সেনেগাল। ১০ মিনিটের সময় গোলের সুযোগ আসে সেনেগালের সামনে। তবে মিডফিল্ডার নাম্ফালিস মেন্দি গোলপোস্টের অনেক বাইরে শট করেন। ২৪ মিনিটের সময় আরও একটি গোলের সুযোগ নষ্ট করে সেনেগাল। বারবার কাতারের রক্ষণভাগে হানা দিয়ে ব্যর্থ হওয়া সেনেগাল অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষের দিকে। ৪১ মিনিটে ক্রেপিন দিয়াত্তার ক্রস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বুলায়ে দিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আফ্রিকা মহাদেশের এই দেশটি।
বিরতির পর নেমেই আরেক গোলের দেখা পায় সেনেগাল। ৪৮ মিনিটে ইসমাইল জ্যাকবসের ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ফামারা দিধিউ। দুই গোল হজম করার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে কাতার। ৬৩ থেকে ৬৭-এই ৪ মিনিটের ব্যবধানে দুইবার গোলের সুযোগ সৃষ্টি করে কাতার। তবে সেনেগালের গোলরক্ষক এদোয়ার্দো মেন্দি দুবারই স্বাগতিকদের হতাশ করেন। অবশেষে ৭৮ মিনিটে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কাতার। ইসমাইল মোহাম্মদের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মোহাম্মদ মুনতারি।
কাতারের গোল ব্যবধান কমানোর পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। শেষ গোলটিও পায় দ্রুত। ৮৪ মিনিটে ইলিমান এন্দিয়ার অ্যাসিস্টে সেনেগালের তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। শেষ মুহূর্তে ব্যবধান কমানোর চেষ্টা করেও স্বাগতিকেরা সফল হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। এতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিছুটা বাঁচিয়ে রাখল আফ্রিকার দেশটি।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে