
কাতার, সেনেগাল-দুই দলেই ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। গ্রুপে টিকে থাকতে আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটিতে আজ জয়ের বিকল্প ছিল না দুই দলের কাছে। এমন ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টিকে গেছে সেনেগাল। আর প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সেনেগাল। ১০ মিনিটের সময় গোলের সুযোগ আসে সেনেগালের সামনে। তবে মিডফিল্ডার নাম্ফালিস মেন্দি গোলপোস্টের অনেক বাইরে শট করেন। ২৪ মিনিটের সময় আরও একটি গোলের সুযোগ নষ্ট করে সেনেগাল। বারবার কাতারের রক্ষণভাগে হানা দিয়ে ব্যর্থ হওয়া সেনেগাল অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষের দিকে। ৪১ মিনিটে ক্রেপিন দিয়াত্তার ক্রস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বুলায়ে দিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আফ্রিকা মহাদেশের এই দেশটি।
বিরতির পর নেমেই আরেক গোলের দেখা পায় সেনেগাল। ৪৮ মিনিটে ইসমাইল জ্যাকবসের ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ফামারা দিধিউ। দুই গোল হজম করার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে কাতার। ৬৩ থেকে ৬৭-এই ৪ মিনিটের ব্যবধানে দুইবার গোলের সুযোগ সৃষ্টি করে কাতার। তবে সেনেগালের গোলরক্ষক এদোয়ার্দো মেন্দি দুবারই স্বাগতিকদের হতাশ করেন। অবশেষে ৭৮ মিনিটে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কাতার। ইসমাইল মোহাম্মদের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মোহাম্মদ মুনতারি।
কাতারের গোল ব্যবধান কমানোর পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। শেষ গোলটিও পায় দ্রুত। ৮৪ মিনিটে ইলিমান এন্দিয়ার অ্যাসিস্টে সেনেগালের তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। শেষ মুহূর্তে ব্যবধান কমানোর চেষ্টা করেও স্বাগতিকেরা সফল হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। এতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিছুটা বাঁচিয়ে রাখল আফ্রিকার দেশটি।

কাতার, সেনেগাল-দুই দলেই ২০২২ ফুটবল বিশ্বকাপ শুরু করেছিল হার দিয়ে। গ্রুপে টিকে থাকতে আল থুমামা স্টেডিয়ামের ম্যাচটিতে আজ জয়ের বিকল্প ছিল না দুই দলের কাছে। এমন ম্যাচে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টিকে গেছে সেনেগাল। আর প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিকেরা।
ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে সেনেগাল। ১০ মিনিটের সময় গোলের সুযোগ আসে সেনেগালের সামনে। তবে মিডফিল্ডার নাম্ফালিস মেন্দি গোলপোস্টের অনেক বাইরে শট করেন। ২৪ মিনিটের সময় আরও একটি গোলের সুযোগ নষ্ট করে সেনেগাল। বারবার কাতারের রক্ষণভাগে হানা দিয়ে ব্যর্থ হওয়া সেনেগাল অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষের দিকে। ৪১ মিনিটে ক্রেপিন দিয়াত্তার ক্রস থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন বুলায়ে দিয়া। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আফ্রিকা মহাদেশের এই দেশটি।
বিরতির পর নেমেই আরেক গোলের দেখা পায় সেনেগাল। ৪৮ মিনিটে ইসমাইল জ্যাকবসের ক্রস থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ফামারা দিধিউ। দুই গোল হজম করার পরই আক্রমণাত্মক হয়ে ওঠে কাতার। ৬৩ থেকে ৬৭-এই ৪ মিনিটের ব্যবধানে দুইবার গোলের সুযোগ সৃষ্টি করে কাতার। তবে সেনেগালের গোলরক্ষক এদোয়ার্দো মেন্দি দুবারই স্বাগতিকদের হতাশ করেন। অবশেষে ৭৮ মিনিটে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় কাতার। ইসমাইল মোহাম্মদের ক্রস থেকে হেড দিয়ে গোল করেন মোহাম্মদ মুনতারি।
কাতারের গোল ব্যবধান কমানোর পর আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। শেষ গোলটিও পায় দ্রুত। ৮৪ মিনিটে ইলিমান এন্দিয়ার অ্যাসিস্টে সেনেগালের তৃতীয় গোলটি করেন বাম্বা দিয়েং। শেষ মুহূর্তে ব্যবধান কমানোর চেষ্টা করেও স্বাগতিকেরা সফল হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনেগাল। এতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কিছুটা বাঁচিয়ে রাখল আফ্রিকার দেশটি।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে