
গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন মার্কাস রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন জোড়া গোল। রাশফোর্ডের জোড়া গোলে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় জয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো রেড ডেভিলদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লেস্টার সিটি ও ম্যান ইউ। ডেভিড দি গিয়া ইউনাইটেডের গোলপোস্ট বেশ দারুণ সামলেছেন। ম্যাচের ৮ মিনিটে লেস্টার সিটির মিডফিল্ডার হার্ভে বার্নস সরাসরি গোল করার সুযোগ পেলেও হতাশ করেছেন দি গিয়া। এরপর বেশ কয়েকবার ইউনাইটেডের রক্ষণদুর্গে হানা দিয়েও গোলমুখ খুলতে পারেনি ফক্সরা। ২০ মিনিটে ইউনাইটেডকে আরও একবার বাঁচিয়েছেন ডি গিয়া। কেলেসি ইহিয়ানাচোর গোল দুর্দান্তভাবে সেইভ করেছেন ম্যান ইউ গোলরক্ষক। এর ঠিক ৫ মিনিট পরই গোলের দেখা পায় রেড ডেভিলরা। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন রাশফোর্ড। এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দিয়েগো দালোত। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ম্যান ইউ। ৫১ মিনিটে রাশফোর্ড গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি। তবে গোল করতে খুব বেশি সময় নেননি ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ৫৬ মিনিটে ফ্রেডের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন রাশফোর্ড। যদিও এই গোলের সিদ্ধান্ত দিতে রেফারিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিতে হয়েছে। ৬১ মিনিটে ব্যবধান তিনগুণ করে রেড ডেভিলরা। ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন জাদোন সানচো। ৮৮ মিনিটে ইউনাইটেডের চতুর্থ গোল হওয়ার সুযোগ ছিল। তবে বাউট ওয়েগহোর্স্ট গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় পায় রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচ খেলে সিটিজেনদের পয়েন্ট ৫২। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে গানার্সদের পয়েন্ট এখন ৫৪।

গোল করা দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন মার্কাস রাশফোর্ড। ওল্ড ট্রাফোর্ডে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন জোড়া গোল। রাশফোর্ডের জোড়া গোলে লেস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় জয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো রেড ডেভিলদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে লেস্টার সিটি ও ম্যান ইউ। ডেভিড দি গিয়া ইউনাইটেডের গোলপোস্ট বেশ দারুণ সামলেছেন। ম্যাচের ৮ মিনিটে লেস্টার সিটির মিডফিল্ডার হার্ভে বার্নস সরাসরি গোল করার সুযোগ পেলেও হতাশ করেছেন দি গিয়া। এরপর বেশ কয়েকবার ইউনাইটেডের রক্ষণদুর্গে হানা দিয়েও গোলমুখ খুলতে পারেনি ফক্সরা। ২০ মিনিটে ইউনাইটেডকে আরও একবার বাঁচিয়েছেন ডি গিয়া। কেলেসি ইহিয়ানাচোর গোল দুর্দান্তভাবে সেইভ করেছেন ম্যান ইউ গোলরক্ষক। এর ঠিক ৫ মিনিট পরই গোলের দেখা পায় রেড ডেভিলরা। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন রাশফোর্ড। এরপর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দিয়েগো দালোত। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে রেড ডেভিলরা।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ম্যান ইউ। ৫১ মিনিটে রাশফোর্ড গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেননি। তবে গোল করতে খুব বেশি সময় নেননি ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ৫৬ মিনিটে ফ্রেডের পাস থেকে আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন রাশফোর্ড। যদিও এই গোলের সিদ্ধান্ত দিতে রেফারিকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নিতে হয়েছে। ৬১ মিনিটে ব্যবধান তিনগুণ করে রেড ডেভিলরা। ফার্নান্দেজের অ্যাসিস্টে গোল করেন জাদোন সানচো। ৮৮ মিনিটে ইউনাইটেডের চতুর্থ গোল হওয়ার সুযোগ ছিল। তবে বাউট ওয়েগহোর্স্ট গোল করার সহজ সুযোগ হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় পায় রেড ডেভিলরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যান ইউ আছে তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। ২৪ ম্যাচ খেলে সিটিজেনদের পয়েন্ট ৫২। চলতি মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল। ২৩ ম্যাচে ১৭ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে গানার্সদের পয়েন্ট এখন ৫৪।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১৮ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
৩৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে