
ইতিহাস গড়ার হাতছানি ছিল হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ দুজনের সামনেই। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল জয়ী হয়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়েছেন অনন্য এক ইতিহাস। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ, যা ছিল আকাশি-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ।
দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়লেন আলভারেজ, যার মধ্যে ১৯৭৪ সালেই এই কীর্তি গড়েন জার্মানির ৬ ফুটবলার। ১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ১৯৯৮, ২০০২, ২০১৮, ২০২২—প্রতিবার একজন করে ফুটবলার নাম লিখিয়েছেন এই এলিট ক্লাবে।
এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার:
১৯৭৪: সেপ মায়ার, পল ব্রেইটনার, হ্যান্স জর্জ সোয়ার্জেনবার্গ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোনেস (পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ)
১৯৯৮: ক্রিস্টিয়ান কারেম্বু (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০০২: রবার্তো কার্লোস (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)
২০১৮: রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০২২: হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটি)

ইতিহাস গড়ার হাতছানি ছিল হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ দুজনের সামনেই। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে গতকাল জয়ী হয়েছেন আলভারেজ। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল শেষে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজের নাম লেখালেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার।
ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপিয়ান ফুটবলে অষ্টম দল হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছে সিটি। সব মিলিয়ে এটা (ট্রেবল জয়) ঘটল দশমবারের মতো। ম্যান সিটির এই ট্রেবল জয়ের সদস্য আলভারেজ গড়েছেন অনন্য এক ইতিহাস। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতলেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। আর্জেন্টিনার জার্সিতে গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপ জেতেন আলভারেজ, যা ছিল আকাশি-নীলদের ৩৬ বছর পর বিশ্বকাপ জয়। চলতি মৌসুমে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেট থেকে ম্যান সিটিতে আসেন আলভারেজ।
দশম ফুটবলার হিসেবে এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের রেকর্ড গড়লেন আলভারেজ, যার মধ্যে ১৯৭৪ সালেই এই কীর্তি গড়েন জার্মানির ৬ ফুটবলার। ১৯৭৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। একই মৌসুমে বায়ার্ন মিউনিখের জার্সিতে তাঁরা জেতেন চ্যাম্পিয়নস লিগ। এরপর ১৯৯৮, ২০০২, ২০১৮, ২০২২—প্রতিবার একজন করে ফুটবলার নাম লিখিয়েছেন এই এলিট ক্লাবে।
এক মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার:
১৯৭৪: সেপ মায়ার, পল ব্রেইটনার, হ্যান্স জর্জ সোয়ার্জেনবার্গ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্ড মুলার, উলি হোনেস (পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখ)
১৯৯৮: ক্রিস্টিয়ান কারেম্বু (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০০২: রবার্তো কার্লোস (ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ)
২০১৮: রাফায়েল ভারানে (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
২০২২: হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটি)

নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে