ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পেজ থেকে (এএফএ)। এবার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশকে যেন আরেকটু বেশি চমকে দিল তারা।
নিজেদের জার্সির বিজ্ঞাপনে আর্জেন্টিনা রেখেছে বাংলাদেশকেও। জাতীয় দলের নতুন জার্সি পরে প্রকাশ্যে এলেন মহাতারকা লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজরা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করা হয়েছে।
এএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছে। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওতে আছেন মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, ম্যাক আলিস্টারসহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা। দেওয়ালে ঝোলানো টিভিতে ভিডিওর ৪৮-৪৯ সেকেন্ডে দেখানো হয় বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার সেই ভিডিও। বড় স্ক্রিন বসিয়ে যেখানে আর্জেন্টিনার গোল উদ্যাপন করছেন বাংলাদেশি হাজার হাজার সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালীন সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। স্পষ্টই, বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের জন্য দারুণ সম্মানের ব্যাপারও এটি।
জানা গেছে, আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই খেলবেন মেসিরা। অবশ্য জার্সিটি সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পরার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় সেটি আর হয়ে ওঠেনি। নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বাংলাদেশের সমর্থকদের ছবি ও ভিডিও পোস্ট করতেও দেখা গেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পেজ থেকে (এএফএ)। এবার শুভাকাঙ্ক্ষী বাংলাদেশকে যেন আরেকটু বেশি চমকে দিল তারা।
নিজেদের জার্সির বিজ্ঞাপনে আর্জেন্টিনা রেখেছে বাংলাদেশকেও। জাতীয় দলের নতুন জার্সি পরে প্রকাশ্যে এলেন মহাতারকা লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজরা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ জার্সি তৈরি করা হয়েছে।
এএফএ সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সি নিয়ে দলের খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করেছে। ১ মিনিট ১৭ সেকেন্ডের এই ভিডিওতে আছেন মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, রদ্রিগো ডি পল, ম্যাক আলিস্টারসহ আর্জেন্টিনার তারকা ফুটবলাররা। দেওয়ালে ঝোলানো টিভিতে ভিডিওর ৪৮-৪৯ সেকেন্ডে দেখানো হয় বিশ্বকাপের সময় বাংলাদেশের সমর্থকদের উন্মাদনার সেই ভিডিও। বড় স্ক্রিন বসিয়ে যেখানে আর্জেন্টিনার গোল উদ্যাপন করছেন বাংলাদেশি হাজার হাজার সমর্থক। কাতার বিশ্বকাপ চলাকালীন সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল পুরো বিশ্বে। স্পষ্টই, বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের জন্য দারুণ সম্মানের ব্যাপারও এটি।
জানা গেছে, আগামী মঙ্গলবার পেরুর বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেই খেলবেন মেসিরা। অবশ্য জার্সিটি সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে পরার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় সেটি আর হয়ে ওঠেনি। নতুন জার্সিতে আকাশি নীল রং অনেকটাই হালকা হয়ে এসেছে। কাঁধের নীল রঙের স্ট্র্যাপ নেই। উজ্জ্বল হয়েছে সোনালি রঙে এএফএ ও অ্যাডিডাসের লোগো।
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২৩ মিনিট আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
৪৪ মিনিট আগেইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
২ ঘণ্টা আগে