
মারা গেলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। আজ সোমবার নিজের শহর মিলানে ৮৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছে এসি মিলান। ইতালিয়ান ক্লাবটির সাবেক মালিক ছিলেন বেরলুসকোনি। মিলানের আজকের অবস্থানে আসার নেপথ্য নায়কও তিনি।
১৯৮৬ সালে এসি মিলান কিনে নেন বেরলুসকোনি। তাঁর সময়ে কয়েক বছরের ব্যর্থতা ঝেড়ে সাফল্য পেতে শুরু করে রোজেনেরিরা। এ সময় মিলান ৫টি ইউরোপিয়ান কাপ ও ৮টি ইতালিয়ান লিগও জিতে। মিলানে তাঁর প্রায় তিন দশকের অধ্যায় শেষ হয় ২০১৭ সালে। ৭৪০ মিলিয়ন ইউরোতে এক চায়নিজ প্রতিষ্ঠানকে মিলান বিক্রি করে দেন বেরলুসকোনি।
সাবেক মালিকের চিরবিদায়ে শ্রদ্ধা জানিয়ে মিলান তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, ‘গভীরভাবে মর্মাহত, অবিস্মরণীয় সিলভিও বেরলুসকোনির বিদায়ে এসি মিলান শোকাহত এবং তাঁর পরিবার, কাছের বন্ধুদের পাশে আছে এবং সমবেদনা জানাচ্ছে।’
চার মেয়াদে ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেরলুসকোনি। কেবল রাজনীতি নয়, ‘কামব্যাক কিং’ নামে পরিচিত বেরলুসকোনি ব্যবসায়ী ও ক্রীড়াজগতের প্রতিও অনুরাগী ছিলেন। মিলানের মালিকানা ছাড়ার ১৮ মাসেরও কম সময়ের মধ্যে মোনজার মালিক হন তিনি। ২০১৮ সালে ইতালির তৃতীয় বিভাগের ক্লাবটির শতভাগ অংশীদার হয় বেরলুসকোনির হোল্ডিং কোম্পানি ফিনিনভেস্ট। তাঁর এবং মিলানের সাবেক প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির সময়ে অনন্য এক কীর্তিও গড়ে মোনজা। নিজেদের ১১০ বছরের ইতিহাসে প্রথমবার ইতালির শীর্ষ লিগ সিরি আ’য় সুযোগ পায় তারা।
বেরলুসকোনির মৃত্যুতে মোনজা এক বিবৃতিতে লিখেছে, ‘আপনি সব সময় আমাদের সঙ্গে আছেন। আদ্রিয়ানো গালিয়ানি এবং এসি মোনজা সিলভিও বেরলুসকোনিকে হারিয়ে গভীরভাবে শোকাহত। তাঁর অভাব কখনো পূরণ হবে না। সবকিছুর জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট।’
রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড় হিসেবে মিলানের হয়ে প্রথম লিগ জেতেন বেরলুসকোনির সময়ে, ১৯৮৮ সালে। এরপর সান সিরোতে কোচ হয়ে ফিরে ২০০১ ও ২০০৯ সালেও জেতেন লিগ শিরোপা।
তবে ইতালিয়ান কোচ প্রথম মৌসুমে রক্ষণাত্মক কৌশলের জন্য বেরলুসকোনির বেশ সমালোচনা সয়েছেন। পরে এই কৌশল দিয়েই মিলানকে দুটি চ্যাম্পিয়নস লিগ, কোপা ইতালিয়া এনে দেন। আনচেলত্তির অধীনে ৩৪ ম্যাচে রেকর্ড ৮২ পয়েন্ট নিয়ে লিগও জেতে রোজোনেরিরা। বেরলুসকোনির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ৬৪ বছর বয়সী কোচের টুইট, ‘আজকের দুঃখ একসঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলোকে মুছে দিতে পারবে না।’
বেরলুসকোনির মৃত্যুতে শোক জানিয়েছে মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও। ফুটবলে তাঁর কৃতিত্বকে স্মরণ করেছে নেরাজ্জুরিরা। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অবশ্য বিতর্কিত ছিলেন বেরলুসকোনি। তাঁর বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি, হিসেবে গরমিল, বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে।

মারা গেলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। আজ সোমবার নিজের শহর মিলানে ৮৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছে এসি মিলান। ইতালিয়ান ক্লাবটির সাবেক মালিক ছিলেন বেরলুসকোনি। মিলানের আজকের অবস্থানে আসার নেপথ্য নায়কও তিনি।
১৯৮৬ সালে এসি মিলান কিনে নেন বেরলুসকোনি। তাঁর সময়ে কয়েক বছরের ব্যর্থতা ঝেড়ে সাফল্য পেতে শুরু করে রোজেনেরিরা। এ সময় মিলান ৫টি ইউরোপিয়ান কাপ ও ৮টি ইতালিয়ান লিগও জিতে। মিলানে তাঁর প্রায় তিন দশকের অধ্যায় শেষ হয় ২০১৭ সালে। ৭৪০ মিলিয়ন ইউরোতে এক চায়নিজ প্রতিষ্ঠানকে মিলান বিক্রি করে দেন বেরলুসকোনি।
সাবেক মালিকের চিরবিদায়ে শ্রদ্ধা জানিয়ে মিলান তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, ‘গভীরভাবে মর্মাহত, অবিস্মরণীয় সিলভিও বেরলুসকোনির বিদায়ে এসি মিলান শোকাহত এবং তাঁর পরিবার, কাছের বন্ধুদের পাশে আছে এবং সমবেদনা জানাচ্ছে।’
চার মেয়াদে ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেরলুসকোনি। কেবল রাজনীতি নয়, ‘কামব্যাক কিং’ নামে পরিচিত বেরলুসকোনি ব্যবসায়ী ও ক্রীড়াজগতের প্রতিও অনুরাগী ছিলেন। মিলানের মালিকানা ছাড়ার ১৮ মাসেরও কম সময়ের মধ্যে মোনজার মালিক হন তিনি। ২০১৮ সালে ইতালির তৃতীয় বিভাগের ক্লাবটির শতভাগ অংশীদার হয় বেরলুসকোনির হোল্ডিং কোম্পানি ফিনিনভেস্ট। তাঁর এবং মিলানের সাবেক প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির সময়ে অনন্য এক কীর্তিও গড়ে মোনজা। নিজেদের ১১০ বছরের ইতিহাসে প্রথমবার ইতালির শীর্ষ লিগ সিরি আ’য় সুযোগ পায় তারা।
বেরলুসকোনির মৃত্যুতে মোনজা এক বিবৃতিতে লিখেছে, ‘আপনি সব সময় আমাদের সঙ্গে আছেন। আদ্রিয়ানো গালিয়ানি এবং এসি মোনজা সিলভিও বেরলুসকোনিকে হারিয়ে গভীরভাবে শোকাহত। তাঁর অভাব কখনো পূরণ হবে না। সবকিছুর জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট।’
রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড় হিসেবে মিলানের হয়ে প্রথম লিগ জেতেন বেরলুসকোনির সময়ে, ১৯৮৮ সালে। এরপর সান সিরোতে কোচ হয়ে ফিরে ২০০১ ও ২০০৯ সালেও জেতেন লিগ শিরোপা।
তবে ইতালিয়ান কোচ প্রথম মৌসুমে রক্ষণাত্মক কৌশলের জন্য বেরলুসকোনির বেশ সমালোচনা সয়েছেন। পরে এই কৌশল দিয়েই মিলানকে দুটি চ্যাম্পিয়নস লিগ, কোপা ইতালিয়া এনে দেন। আনচেলত্তির অধীনে ৩৪ ম্যাচে রেকর্ড ৮২ পয়েন্ট নিয়ে লিগও জেতে রোজোনেরিরা। বেরলুসকোনির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ৬৪ বছর বয়সী কোচের টুইট, ‘আজকের দুঃখ একসঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলোকে মুছে দিতে পারবে না।’
বেরলুসকোনির মৃত্যুতে শোক জানিয়েছে মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও। ফুটবলে তাঁর কৃতিত্বকে স্মরণ করেছে নেরাজ্জুরিরা। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অবশ্য বিতর্কিত ছিলেন বেরলুসকোনি। তাঁর বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি, হিসেবে গরমিল, বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে