
আরেকটা গোল পাওনা হয়ে গিয়েছিল লিওনেল মেসির কাছ থেকে। এত রেকর্ডের এক রাত, সেই রাত আরও আলো ছড়াত যদি আরেকটি গোল পেতেন আর্জেন্টাইন অধিনায়ক। ভবিষ্যতের জন্য সেই রেকর্ডকে তুলে রেখে আজ রাতটা উদযাপনেই পার করে দেবে মেসি ও তাঁর দল আর্জেন্টিনা।
আহমেদ বিন আলী স্টেডিয়ামে গতকাল রাতে শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছে অস্ট্রেলিয়া। সেই পরীক্ষায় ২-১ গোলে জিতে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠে গেছে লিওনেল স্কালোনির দল। ৯ ডিসেম্বর রাত ১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
অস্ট্রেলিয়া ম্যাচটি ছিল দেশের হয়ে মেসির ১৬৯তম ম্যাচ। বার্সেলোনা ও পিএসজির হয়ে মেসির ম্যাচের সংখ্যা ৮৩১। মাইলফলকের ম্যাচেই কিনা মেসি পাননি প্রিয় সতীর্থ আনহেল ডি মারিয়াকে।
আগের দিন সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে নাও খেলতে পারেন ডি মারিয়া। ম্যাচের একাদশ আসতেই দেখা গেল ডি মারিয়ার পরিবর্তে একাদশে সেভিয়া মিডফিল্ডার আলেহান্দ্রো পাপু গোমেজের নাম। চোট ছিল ছিল পিএসজি তারকার। ছিল একটি হলুদ কার্ডও।
সেই শঙ্কাটা বড় হচ্ছিল অস্ট্রেলিয়ান ক্রমাগত আক্রমণ আর আগ্রাসী মেজাজে। আক্রমণাত্মক মেজাজেই মেসির সঙ্গে লেগে গেলেন অজি ডিফেন্ডার আজিজ বেহিচ। আর সেটাই যেন কাল হলো অস্ট্রেলিয়ার। তেতেই ছিলেন মেসি। ম্যাচের প্রথম সুযোগের দারুণ সদ্ব্যবহার করে নিজের সহস্র ম্যাচের রাতে গড়লেন আরেক কীর্তি।
৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রিকিক নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রেলিয়ান ডিফেন্ডাররা প্রথম সুযোগে বিপদমুক্ত করতে না পারায় বল ঘোরাফেরা করছিল আর্জেন্টাইন ফুটবলারদের পায়েই। সেখান থেকেই নিকোলাস ওতামেন্দির পায়ে বল বাড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। বলটা পেয়েই মেসিকে পাস বাড়ান ওতামেন্দি। বল পায়ে নিয়েই কোনাকুনি শটে জালে পাঠিয়ে দেন মেসি। নিজের পঞ্চম বিশ্বকাপে এসে প্রথমবারের মতো নকআউটে গোল পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর! একই সঙ্গে বিশ্বকাপ গোলে ছাড়িয়ে গেলেন ডিয়েগো ম্যারাডোনাকেও। বিশ্বকাপে সব মিলিয়ে এটি মেসির নবম গোল ও চলতি বিশ্বকাপে চতুর্থ। ১০ গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের কীর্তিটা এখন পর্যন্ত গ্যাব্রিয়েল বাতিস্তুতার।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে যখন সমতায় ফেরার চেষ্টা, তখনই আর্জেন্টিনাকে রীতিমতো গোল উপহার দিয়ে বসলেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাথু রায়ান। ৫৭ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে গোলরক্ষকের কাছে পাস বাড়িয়েছিলেন ডিফেন্ডার কাই রোলেস। দুই পাশ থেকে রদ্রিগো ডি পল ও হুলিয়ান আলভারেজকে এগিয়ে আসতে দেখে চাপে পড়ে যান রায়ান। ভুলে পাস দিয়ে বসেন আলভারেজকে। গোল সন্ধানী আলভারেজ সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন জয়ের পথে। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল পেলেন ম্যানসিটি তারকা।
এই গোলে যখন জয়ের অপেক্ষায় আর্জেন্টিনা, তখনই অপ্রত্যাশিতভাবে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ৭৭ মিনিটে ক্রেইগ গুডউইনের শট এনজো ফার্নান্দেজের মাথায় লেগে দিক পাল্টে জড়ায় জালে।
পাঁচ মিনিট পর আজিজ বেহিচ প্রায় সমতায় ফিরিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। দারুণ গতিতে একাই বক্সে ঢুকে শট নেওয়ার মুখে তার শট ঠেকান লিসান্দ্রো মার্তিনেজ। মেসির বদ্যানতায় তিনবার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজ, মেসি এ যাত্রায় হার মানাতে পারেননি ম্যাথু রায়ানকে। শেষ মিনিটে দারুণ এক সেভে অস্ট্রেলিয়াকে সমতায় ফিরতে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

আরেকটা গোল পাওনা হয়ে গিয়েছিল লিওনেল মেসির কাছ থেকে। এত রেকর্ডের এক রাত, সেই রাত আরও আলো ছড়াত যদি আরেকটি গোল পেতেন আর্জেন্টাইন অধিনায়ক। ভবিষ্যতের জন্য সেই রেকর্ডকে তুলে রেখে আজ রাতটা উদযাপনেই পার করে দেবে মেসি ও তাঁর দল আর্জেন্টিনা।
আহমেদ বিন আলী স্টেডিয়ামে গতকাল রাতে শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনার পরীক্ষা নিয়েছে অস্ট্রেলিয়া। সেই পরীক্ষায় ২-১ গোলে জিতে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে উঠে গেছে লিওনেল স্কালোনির দল। ৯ ডিসেম্বর রাত ১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
অস্ট্রেলিয়া ম্যাচটি ছিল দেশের হয়ে মেসির ১৬৯তম ম্যাচ। বার্সেলোনা ও পিএসজির হয়ে মেসির ম্যাচের সংখ্যা ৮৩১। মাইলফলকের ম্যাচেই কিনা মেসি পাননি প্রিয় সতীর্থ আনহেল ডি মারিয়াকে।
আগের দিন সংবাদ সম্মেলনে লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে নাও খেলতে পারেন ডি মারিয়া। ম্যাচের একাদশ আসতেই দেখা গেল ডি মারিয়ার পরিবর্তে একাদশে সেভিয়া মিডফিল্ডার আলেহান্দ্রো পাপু গোমেজের নাম। চোট ছিল ছিল পিএসজি তারকার। ছিল একটি হলুদ কার্ডও।
সেই শঙ্কাটা বড় হচ্ছিল অস্ট্রেলিয়ান ক্রমাগত আক্রমণ আর আগ্রাসী মেজাজে। আক্রমণাত্মক মেজাজেই মেসির সঙ্গে লেগে গেলেন অজি ডিফেন্ডার আজিজ বেহিচ। আর সেটাই যেন কাল হলো অস্ট্রেলিয়ার। তেতেই ছিলেন মেসি। ম্যাচের প্রথম সুযোগের দারুণ সদ্ব্যবহার করে নিজের সহস্র ম্যাচের রাতে গড়লেন আরেক কীর্তি।
৩৫ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রিকিক নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রেলিয়ান ডিফেন্ডাররা প্রথম সুযোগে বিপদমুক্ত করতে না পারায় বল ঘোরাফেরা করছিল আর্জেন্টাইন ফুটবলারদের পায়েই। সেখান থেকেই নিকোলাস ওতামেন্দির পায়ে বল বাড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। বলটা পেয়েই মেসিকে পাস বাড়ান ওতামেন্দি। বল পায়ে নিয়েই কোনাকুনি শটে জালে পাঠিয়ে দেন মেসি। নিজের পঞ্চম বিশ্বকাপে এসে প্রথমবারের মতো নকআউটে গোল পেলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর! একই সঙ্গে বিশ্বকাপ গোলে ছাড়িয়ে গেলেন ডিয়েগো ম্যারাডোনাকেও। বিশ্বকাপে সব মিলিয়ে এটি মেসির নবম গোল ও চলতি বিশ্বকাপে চতুর্থ। ১০ গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের কীর্তিটা এখন পর্যন্ত গ্যাব্রিয়েল বাতিস্তুতার।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে যখন সমতায় ফেরার চেষ্টা, তখনই আর্জেন্টিনাকে রীতিমতো গোল উপহার দিয়ে বসলেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাথু রায়ান। ৫৭ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে গোলরক্ষকের কাছে পাস বাড়িয়েছিলেন ডিফেন্ডার কাই রোলেস। দুই পাশ থেকে রদ্রিগো ডি পল ও হুলিয়ান আলভারেজকে এগিয়ে আসতে দেখে চাপে পড়ে যান রায়ান। ভুলে পাস দিয়ে বসেন আলভারেজকে। গোল সন্ধানী আলভারেজ সুযোগটা কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন জয়ের পথে। এ নিয়ে টানা দুই ম্যাচে গোল পেলেন ম্যানসিটি তারকা।
এই গোলে যখন জয়ের অপেক্ষায় আর্জেন্টিনা, তখনই অপ্রত্যাশিতভাবে ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। ৭৭ মিনিটে ক্রেইগ গুডউইনের শট এনজো ফার্নান্দেজের মাথায় লেগে দিক পাল্টে জড়ায় জালে।
পাঁচ মিনিট পর আজিজ বেহিচ প্রায় সমতায় ফিরিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। দারুণ গতিতে একাই বক্সে ঢুকে শট নেওয়ার মুখে তার শট ঠেকান লিসান্দ্রো মার্তিনেজ। মেসির বদ্যানতায় তিনবার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজ, মেসি এ যাত্রায় হার মানাতে পারেননি ম্যাথু রায়ানকে। শেষ মিনিটে দারুণ এক সেভে অস্ট্রেলিয়াকে সমতায় ফিরতে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে