
অধিনায়ক হওয়ার বাড়তি চাপ তো থাকেই। বিড়ম্বনায় কোনো অংশে কম না। আর যদি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভুল করে বসেন, তাহলে তো কথাই নেই। সামাজিক মাধ্যমে সমালোচনার বন্যা বইয়ে যায়। মাঝে মাঝে সেটা মাত্রা ছাড়িয়ে যায়।
স্পেন ফুটবল দলের অধিনায়ক আলভারো মোরাতা নেশনস লিগে হারের পর সমালোচকদের বাজে মন্তব্যের শিকার হয়েছেন। এমনকি মৃত্যুর হুমকিও পেয়েছেন। কদিন আগে শেষ হওয়া নেশনস লিগে পর্তুগালের কাছে হেরে স্পেন রানার্সআপ হওয়াতেই যে হুমকির বার্তা পেয়েছেন, সেটা না বললেও চলছে। মোরাতাকে যে বিদ্বেষপূর্ণ ও হুমকির বার্তা দেওয়া হয়েছে, সেই ছবিগুলো তাঁর স্ত্রী অ্যালিস ক্যাম্পেলো ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন। ক্যাম্পেলো লিখেছেন, ‘আমরা কি বুঝতে পারছি একটা ফুটবল ম্যাচ নিয়ে কথা বলছি? জীবনে আমরা কত ভুল করি। শিক্ষা, অভিজ্ঞতা, ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত—এসব নিয়েই জীবন। তবে আমরা তো কাউকে বিচার করার কেউ না।’
পর্তুগালের কাছে হারের পেছনে মোরাতার দায়ও রয়েছে। সেই ম্যাচ টাইব্রেকারে গড়ালে সেখানে পেনাল্টি মিস করেন স্প্যানিশ অধিনায়ক। ক্যাম্পেলোর মতে ফুটবল খেলাটা এমন বৈচিত্র্যপূর্ণ হওয়াতেই অনেকে উপভোগ করেন। মোরাতার স্ত্রী বলেন, ‘ফুটবল এমনই খেলা। আমার মতে এটার সৌন্দর্য এমনই। খুবই রোমাঞ্চকর ও অপ্রত্যাশিত। খেলাধুলা ও বিনোদনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তাই এই খেলাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত, আমাদের তা-ই করা উচিত।’
ক্যাম্পেলোর মতে জীবনে উন্নতি করতে সমালোচনা প্রয়োজন। তবে সেটা করতে গিয়ে আজেবাজে মন্তব্য করা উচিত নয়। মোরাতার স্ত্রী বলেন,‘প্রত্যেক মানুষ তার ভুলের জন্য সমালোচিত হবে। আমি এটা দেখতে পছন্দ করি। ভুল থেকে শিক্ষা নিয়ে কীভাবে তারা কাজ করে এবং জীবনে তারা কী অর্জন করেছে, সেটা দেখতে চাই। দয়া করে মানুষকে সম্মান করুন ও এমন হীন মানসিকতা থেকে বেরিয়ে আসুন।’
মানসিক স্বাস্থ্যের সঙ্গে মোরাতা কী পরিমাণ যুদ্ধ করছেন, সেটা নিয়ে অনেক দিন ধরেই সোচ্চার তিনি। ২০২৪ সালে আতলেতিকো মাদ্রিদে শেষ মুহূর্তে তিনি খুব বিষণ্ন ছিলেন। সেই বছরই আতলেতিকো মাদ্রিদ থেকে এসি মিলানে চলে যান। বর্তমানে তিনি তুরস্করে ক্লাব গ্যালাতাসারাইয়ে ধারে খেলছেন।
২০১৬ ইউরো, ২০১৮-১৯ উয়েফা নেশনস লিগ—এই দুই ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদো অবশ্য গোল করতে পারেননি। অবশেষে আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে ৬ বছর পর তাঁর শিরোপাখরা যেমন ঘুচেছে, গোলও পেয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। যেখানে ২১ ও ৪৫ মিনিটে স্পেনের গোল দুটি করেন মার্টিন জুবিমেন্দি ও মিকেল ওইরজাবাল। আর ২৬ মিনিটে গোল করেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।
পিছিয়ে থাকা পর্তুগাল দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুত সমতায় ফেরে। নুনো মেন্দেসের ক্রস রিসিভ করে সমতাসূচক গোলটি রোনালদো করেন ৬১ মিনিটে। ৯০ মিনিট পেরিয়ে ১২০ মিনিট পর্যন্ত খেলা হলেও আর কোনো দল গোল করতে পারেনি। পেনাল্টি শুটআউটে পর্তুগালের গোল পাঁচটি করেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, মেন্দেস ও নেভেস। স্পেনকে টাইব্রেকারে হারিয়ে নেশনস লিগে সর্বোচ্চ দুইবার শিরোপাজয়ী দল এখন পর্তুগাল। স্পেন, ফ্রান্স একবার করে চ্যাম্পিয়ন হয়েছে এই টুর্নামেন্টে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে