ক্রীড়া ডেস্ক

লিওনেল মেসির ম্যাচ আগে আর্জেন্টিনায় হলে দেখা যেত খুশির আবহ। কিন্তু আজ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের চিত্রটা ছিল ভিন্ন। মেসি কেঁদেছেন বারবার। ভক্ত-সমর্থকেরাও আবেগপ্রবণ হয়ে উঠেছেন।
আর্জেন্টিনার মাঠে আজ মেসি শেষ ম্যাচ খেলেছেন বলে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটা হয়ে উঠেছে মেসিময়। মেসির পায়ে বল যেতেই গ্যালারি থেকে শোনা গেছে হর্ষধ্বনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিবারের সদস্যরাও ছিলেন এই ম্যাচে। ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার কথা ভেনেজুয়েলা ম্যাচ শেষে নিশ্চিতও করেছেন মেসি। এ ম্যাচ শেষ হতে না হতেই ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘লিওর (স্কালোনি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চোট থেকে মাত্র সেরে উঠেছি। এখন ভালো আছি। কিন্তু সামনের ম্যাচগুলোর জন্য যেন প্রস্তুত হতে পারি, সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার।’
১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ম্যাচটি হবে ইকুয়েডরের স্টেডিয়ামে। ইকুয়েডরের বিপক্ষে যে মেসি খেলবেন না, সেটা নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার কোচ বলেন, ‘ইকুয়েডরে সে (মেসি) যাবে না। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শেষমুহূর্তে সে ক্লান্ত হয়ে পড়েছিল। মাঠ থেকে উঠে এলে ভালো হতো। কিন্তু ম্যাচের আবহ ছিল অন্য রকম। তাই সে পুরো ৯০ মিনিট খেলেছে। পরিবারের সঙ্গে এখন তার সময় কাটানো উচিত।’
আর্জেন্টিনার মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ হলেও ঘরের মাঠে এটা এখনো শেষ কি না, বলার উপায় নেই। কারণ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপের আগে আগামী বছরের জুনে দেশের মাঠে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘লা নাসিওন’। এ ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘রোজারিওতে একটি ম্যাচ মেসি খেলতে পারলে ভালো লাগত। তবে এ ব্যাপারে তেমন কিছুই জানি না আমি। প্রতিপক্ষ কারা, সেটা নিয়ে না ভেবে দল হয়ে খেলাটাকেই বেশি গুরুত্ব দিই।’
যদি এএফএ ২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ আয়োজন করতে না পারে, তাহলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার মাঠে মেসির শেষ ম্যাচ। ভেনেজুয়েলাকে আজ ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩৯ ও ৮০ মিনিটে মেসি তাঁর জোড়া গোল করেছেন। মাঝে ৭৬ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। হ্যাটট্রিক করার সম্ভাবনাও তৈরি হয়েছিল মেসির। কিন্তু ৮৯ মিনিটে রদ্রিগো দি পলের অ্যাসিস্টে মেসি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে গোল বাতিল করে দিয়েছে। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা।
আরও পড়ুন:

লিওনেল মেসির ম্যাচ আগে আর্জেন্টিনায় হলে দেখা যেত খুশির আবহ। কিন্তু আজ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের চিত্রটা ছিল ভিন্ন। মেসি কেঁদেছেন বারবার। ভক্ত-সমর্থকেরাও আবেগপ্রবণ হয়ে উঠেছেন।
আর্জেন্টিনার মাঠে আজ মেসি শেষ ম্যাচ খেলেছেন বলে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটা হয়ে উঠেছে মেসিময়। মেসির পায়ে বল যেতেই গ্যালারি থেকে শোনা গেছে হর্ষধ্বনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিবারের সদস্যরাও ছিলেন এই ম্যাচে। ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার কথা ভেনেজুয়েলা ম্যাচ শেষে নিশ্চিতও করেছেন মেসি। এ ম্যাচ শেষ হতে না হতেই ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘লিওর (স্কালোনি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চোট থেকে মাত্র সেরে উঠেছি। এখন ভালো আছি। কিন্তু সামনের ম্যাচগুলোর জন্য যেন প্রস্তুত হতে পারি, সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার।’
১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ম্যাচটি হবে ইকুয়েডরের স্টেডিয়ামে। ইকুয়েডরের বিপক্ষে যে মেসি খেলবেন না, সেটা নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার কোচ বলেন, ‘ইকুয়েডরে সে (মেসি) যাবে না। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শেষমুহূর্তে সে ক্লান্ত হয়ে পড়েছিল। মাঠ থেকে উঠে এলে ভালো হতো। কিন্তু ম্যাচের আবহ ছিল অন্য রকম। তাই সে পুরো ৯০ মিনিট খেলেছে। পরিবারের সঙ্গে এখন তার সময় কাটানো উচিত।’
আর্জেন্টিনার মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ হলেও ঘরের মাঠে এটা এখনো শেষ কি না, বলার উপায় নেই। কারণ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপের আগে আগামী বছরের জুনে দেশের মাঠে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘লা নাসিওন’। এ ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘রোজারিওতে একটি ম্যাচ মেসি খেলতে পারলে ভালো লাগত। তবে এ ব্যাপারে তেমন কিছুই জানি না আমি। প্রতিপক্ষ কারা, সেটা নিয়ে না ভেবে দল হয়ে খেলাটাকেই বেশি গুরুত্ব দিই।’
যদি এএফএ ২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ আয়োজন করতে না পারে, তাহলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার মাঠে মেসির শেষ ম্যাচ। ভেনেজুয়েলাকে আজ ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩৯ ও ৮০ মিনিটে মেসি তাঁর জোড়া গোল করেছেন। মাঝে ৭৬ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। হ্যাটট্রিক করার সম্ভাবনাও তৈরি হয়েছিল মেসির। কিন্তু ৮৯ মিনিটে রদ্রিগো দি পলের অ্যাসিস্টে মেসি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে গোল বাতিল করে দিয়েছে। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা।
আরও পড়ুন:

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
৮ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৯ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৯ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১০ ঘণ্টা আগে