
কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বারবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় ফ্রান্স। কিন্তু স্নায়ুযুদ্ধে পেরে ওঠেনি ফরাসিরা। দিদিয়ের দেশমের দল সুযোগ হারায় একুশ শতকে প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের।
কিন্তু পরাজয় মেনে নিতে পারছেন না ফরাসি সমর্থকেরা। ম্যাচে দুর্দান্ত খেললেও কেবল টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন দেশমের দুই শিষ্য কিংসলে কোমান ও অরেলিয়েঁ চুয়ামেনি। অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছেন তাঁরা।
তবে দুঃসময়ে কোমান পাশে পাচ্ছেন তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখকে। ২৬ বছর বয়সী উইঙ্গারের সমর্থনে জার্মান ক্লাবটি বর্ণবাদীদের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে কোমানের পরিবারের পাশে আছে জানিয়েছেন বাভারিয়ানরা। বায়ার্ন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কোমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘কিংসলে কোমানের প্রতি বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানাচ্ছে বায়ার্ন। বায়ার্ন পরিবার আপনার পাশে আছে, কিং। আমাদের সমাজে বা স্পোর্টসে বর্ণবাদের কোনো জায়গা নেই।’
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে ফ্রান্স। এর আগে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল ম্যাচ। পরে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসি হাসেন লিওনেল মেসিরা।
এর আগেও পেনাল্টি মিসের কারণে অনলাইনে বর্ণবাদের মুখে পড়তে হয়েছে অনেক ফুটবলারকে। গত বছর ২০২২ ইউরোতে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে হারে স্বাগতিক ইংল্যান্ড। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জাদোন সানচো ও বুকায়ো সাকা। এই তিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বর্ণবাদের শিকার হোন। বর্ণবাদের শিকার হওয়া ফ্রান্সের দুই ফুটবলারও কৃষ্ণাঙ্গ।

কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বারবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় ফ্রান্স। কিন্তু স্নায়ুযুদ্ধে পেরে ওঠেনি ফরাসিরা। দিদিয়ের দেশমের দল সুযোগ হারায় একুশ শতকে প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের।
কিন্তু পরাজয় মেনে নিতে পারছেন না ফরাসি সমর্থকেরা। ম্যাচে দুর্দান্ত খেললেও কেবল টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছেন দেশমের দুই শিষ্য কিংসলে কোমান ও অরেলিয়েঁ চুয়ামেনি। অনলাইনে বর্ণবাদের শিকার হয়েছেন তাঁরা।
তবে দুঃসময়ে কোমান পাশে পাচ্ছেন তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখকে। ২৬ বছর বয়সী উইঙ্গারের সমর্থনে জার্মান ক্লাবটি বর্ণবাদীদের নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে কোমানের পরিবারের পাশে আছে জানিয়েছেন বাভারিয়ানরা। বায়ার্ন নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে কোমানের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘কিংসলে কোমানের প্রতি বর্ণবাদী মন্তব্যের নিন্দা জানাচ্ছে বায়ার্ন। বায়ার্ন পরিবার আপনার পাশে আছে, কিং। আমাদের সমাজে বা স্পোর্টসে বর্ণবাদের কোনো জায়গা নেই।’
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে ফ্রান্স। এর আগে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল ম্যাচ। পরে ৩০ মিনিটের অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে শেষ হাসি হাসেন লিওনেল মেসিরা।
এর আগেও পেনাল্টি মিসের কারণে অনলাইনে বর্ণবাদের মুখে পড়তে হয়েছে অনেক ফুটবলারকে। গত বছর ২০২২ ইউরোতে পেনাল্টি শ্যুটআউটে ৩-২ ব্যবধানে হারে স্বাগতিক ইংল্যান্ড। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জাদোন সানচো ও বুকায়ো সাকা। এই তিন কৃষ্ণাঙ্গ খেলোয়াড় বর্ণবাদের শিকার হোন। বর্ণবাদের শিকার হওয়া ফ্রান্সের দুই ফুটবলারও কৃষ্ণাঙ্গ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৮ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৯ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৯ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
১০ ঘণ্টা আগে