
দুর্ভাগাদের দলে নামটা প্রায় তুলেই ফেলেছিল ইকুয়েডর। বাছাইপর্বের বাধা ডিঙিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেও শঙ্কায় ছিল খেলতে না পারার।
ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের (এফইএফ) বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ে এক খেলোয়াড়ের জন্মস্থান ও তারিখ জালিয়াতির অভিযোগ এনেছিল চিলি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাতে হতো ইকুয়েডরকে।
তবে তদন্তের পর চিলির অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ফলে কাতার বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা রইল না দক্ষিণ আমেরিকার দেশটির।
আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে ফের আবেদন করার সুযোগ আছে চিলির সামনে।
চিলি তাদের অভিযোগপত্রে দাবি করে, ভুয়া জন্মসনদ ও নাগরিকত্ব সনদ বানিয়ে এবারের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর দলে খেলেছেন ডিফেন্ডার বাইরন কাস্টিয়ো। আসলে তাঁর জন্ম কলম্বিয়ার তুমাকোয়। এ কারণে শাস্তি হিসেবে ইকুয়েডরকে বিশ্বকাপের অযোগ্য ঘোষণা করে নিজেদের সুযোগ দিতে বলে চিলি।
দক্ষিণ আমেরিকান (কনমেবল) অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হয়ে কাতারের টিকিট পেয়েছিল ইকুয়েডর। যদি তাদের বহিষ্কার করা হতো, তাহলে ১৪ পয়েন্ট হারিয়ে নয়ে নেমে যেত। আর চিলি আরও ৫ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করত। কারণ, তাদের বিপক্ষে দুই লেগেই খেলেছেন কাস্টিয়ো।
ফিফার সিদ্ধান্ত জানার পর ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হলো। জানতাম, আমরা সব সময়ই ঠিক ছিলাম।’

দুর্ভাগাদের দলে নামটা প্রায় তুলেই ফেলেছিল ইকুয়েডর। বাছাইপর্বের বাধা ডিঙিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেও শঙ্কায় ছিল খেলতে না পারার।
ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের (এফইএফ) বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ে এক খেলোয়াড়ের জন্মস্থান ও তারিখ জালিয়াতির অভিযোগ এনেছিল চিলি। অভিযোগ সত্যি প্রমাণিত হলে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাতে হতো ইকুয়েডরকে।
তবে তদন্তের পর চিলির অভিযোগ খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ফলে কাতার বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা রইল না দক্ষিণ আমেরিকার দেশটির।
আজ রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। অবশ্য এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে ফের আবেদন করার সুযোগ আছে চিলির সামনে।
চিলি তাদের অভিযোগপত্রে দাবি করে, ভুয়া জন্মসনদ ও নাগরিকত্ব সনদ বানিয়ে এবারের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর দলে খেলেছেন ডিফেন্ডার বাইরন কাস্টিয়ো। আসলে তাঁর জন্ম কলম্বিয়ার তুমাকোয়। এ কারণে শাস্তি হিসেবে ইকুয়েডরকে বিশ্বকাপের অযোগ্য ঘোষণা করে নিজেদের সুযোগ দিতে বলে চিলি।
দক্ষিণ আমেরিকান (কনমেবল) অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হয়ে কাতারের টিকিট পেয়েছিল ইকুয়েডর। যদি তাদের বহিষ্কার করা হতো, তাহলে ১৪ পয়েন্ট হারিয়ে নয়ে নেমে যেত। আর চিলি আরও ৫ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করত। কারণ, তাদের বিপক্ষে দুই লেগেই খেলেছেন কাস্টিয়ো।
ফিফার সিদ্ধান্ত জানার পর ইকুয়াডোরিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ফ্রান্সিসকো এগাস উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ক্রীড়াক্ষেত্রে আজ ন্যায় বিচার হলো। জানতাম, আমরা সব সময়ই ঠিক ছিলাম।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৫ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে