
মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে থাকলেও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রয়েছে আর্থিক অভিযোগ। পেপ গার্দিওলা এসব নিয়ে তেমন একটা চিন্তিত নন। অভিযোগ যতই আসুক, ক্লাবেই থেকে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।
একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে সিটিজেনদের শতাধিক অভিযোগে এ বছরের ফেব্রুয়ারীতে সিটির বিরুদ্ধে অভিযোগ এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘস্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২০ সালে উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে ৮৬ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১১৬ কোটি ৩৮ লাখ টাকা) জরিমানা দিয়ে নিষেধাজ্ঞা পেরিয়ে যায় সিটিজেনরা। আর্থিক অভিযোগের ব্যাপারে দুশ্চিন্তা করছেন না গার্দিওলা। সিটির কোচ বলেন, ‘আমাদের বিরুদ্ধে ১১০টা নিয়ম ভঙ্গের অভিযোগ এলেও আগামী মৌসুমে থাকব। দুশ্চিন্তা করবেন না। আমরা আছি।’
প্রিমিয়ার লিগের করা অভিযোগের দ্রুত সমাধানও চেয়েছেন গার্দিওলা ‘যদি আমরা কোনো ভুল করে থাকি, সেটা সবাই জানতে পারবেন। আর আমার বিশ্বাস, ক্লাব হিসেবে বছরের পর বছর ধরে সব ঠিকভাবেই হয়েছে। লোকেরা এই নিয়ে কথা বলা বন্ধ করবেন। আশা করি, বিচারকেরা উভয়পক্ষ থেকেই দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন, কোনটা বেশি ভালো হয়। দুই বছর অপেক্ষা করতে পারব না। সবার ভালোর জন্য দ্রুত সবকিছুর সমাধান করা উচিত।’

মাঠের পারফরম্যান্সে দারুণ ছন্দে থাকলেও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে রয়েছে আর্থিক অভিযোগ। পেপ গার্দিওলা এসব নিয়ে তেমন একটা চিন্তিত নন। অভিযোগ যতই আসুক, ক্লাবেই থেকে যাওয়ার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।
একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে সিটিজেনদের শতাধিক অভিযোগে এ বছরের ফেব্রুয়ারীতে সিটির বিরুদ্ধে অভিযোগ এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘস্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২০ সালে উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পরে ৮৬ কোটি ৭০ লাখ পাউন্ড (বাংলাদেশি ১১৬ কোটি ৩৮ লাখ টাকা) জরিমানা দিয়ে নিষেধাজ্ঞা পেরিয়ে যায় সিটিজেনরা। আর্থিক অভিযোগের ব্যাপারে দুশ্চিন্তা করছেন না গার্দিওলা। সিটির কোচ বলেন, ‘আমাদের বিরুদ্ধে ১১০টা নিয়ম ভঙ্গের অভিযোগ এলেও আগামী মৌসুমে থাকব। দুশ্চিন্তা করবেন না। আমরা আছি।’
প্রিমিয়ার লিগের করা অভিযোগের দ্রুত সমাধানও চেয়েছেন গার্দিওলা ‘যদি আমরা কোনো ভুল করে থাকি, সেটা সবাই জানতে পারবেন। আর আমার বিশ্বাস, ক্লাব হিসেবে বছরের পর বছর ধরে সব ঠিকভাবেই হয়েছে। লোকেরা এই নিয়ে কথা বলা বন্ধ করবেন। আশা করি, বিচারকেরা উভয়পক্ষ থেকেই দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন, কোনটা বেশি ভালো হয়। দুই বছর অপেক্ষা করতে পারব না। সবার ভালোর জন্য দ্রুত সবকিছুর সমাধান করা উচিত।’

নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
২ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৫ ঘণ্টা আগে