Ajker Patrika

হালান্ড কেন ‘রিল্যাক্স’ থাকতে বলেছেন

আপডেট : ১৫ মে ২০২৪, ১২: ৪১
হালান্ড কেন ‘রিল্যাক্স’ থাকতে বলেছেন

গোল করার নেশা যখন আর্লিং হালান্ডকে পেয়ে বসে, তখন তাঁকে আটকানো যে অনেক কঠিন। ম্যানচেস্টার সিটিতে আসার পর ‘গোলমেশিন’ তকমা তাঁর নামের পাশে স্থায়ীভাবে জুড়ে গেছে। তাঁর গোল মানেই যেন ম্যানচেস্টার সিটির জয়। 

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক শিরোপা জয় গত মৌসুমেই করে ফেলে ম্যান সিটি। পেপ গার্দিওলার দলের কাছে সংখ্যাটা চারে বাড়িয়ে নেওয়ার দারুণ সুযোগ রয়েছে। টটেনহাম হটস্পার স্টেডিয়ামে গত রাতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে সিটি। দুটি গোলই করেছেন হালান্ড। তাতে ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরল সিটি। দুইয়ে থাকা আর্সেনালের পয়েন্ট ৮৬। ১৯ মে চলতি মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিনে আর্সেনাল, সিটি দুই দলেরই ম্যাচ রয়েছে। ইতিহাদে সিটি খেলবে ওয়েস্ট হামের বিপক্ষে। এভারটনের বিপক্ষে আর্সেনাল খেলবে এমিরটেস স্টেডিয়ামে। শেষ ম্যাচে জিতলেই সিটির ঘরে উঠবে ২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা। যদি ম্যান সিটি ড্র করে, তাহলে তাদের (ম্যান সিটির ভক্ত-সমর্থক) প্রার্থনা করতে হবে আর্সেনাল যেন পয়েন্ট হারায়। 

এবারের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতা জয় এত রোমাঞ্চ ছড়ালেও হালান্ড সেসব নিয়ে ভাবছেন না। টটেনহামের বিপক্ষে ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে নরওয়েজীয় এই স্ট্রাইকার বলেন, ‘আমি সেটা নিয়ে ভাবছি না। গত মৌসুম নিয়েও এখন ভাবছি না। রিল্যাক্স। পরিবারের সঙ্গে রিল্যাক্স করব। এরপর ট্রেনিং করব। টানা ৩৭ ম্যাচ যা করেছি, সেটাই করব। চেষ্টা করব বেশি চিন্তা না করে যেন মজা করা যায়।’ 

হটস্পার স্টেডিয়ামে প্রথম গোলমুখ খোলেন হালান্ড। ৫১ মিনিটে কেভিন ডি ব্রুইনের অ্যাসিস্টে গোল করেন হালান্ড। নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে তিনি (হালান্ড) নিজের দ্বিতীয় গোল করেন। পেনাল্টি নেওয়ার সময় কেমন অনুভূতি কাজ করছিল, তা বলেছেন হালান্ড, ‘সত্যিই খুব নার্ভাস ও ভীত ছিলাম। একই সঙ্গে রোমাঞ্চও কাজ করছিল। এটা ছিল শুধুই জালে বল জড়ানোর ব্যাপার। আমি সেটাই করেছি। পরের ম্যাচের কথা এখন ভাবছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

নারীর সঙ্গে এনসিপি নেতা তুষারের কথোপকথন ফাঁস নিয়ে যা বললেন সহযোদ্ধা ইমি

ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

চোখের সামনে খামেনির অন্তরঙ্গ মহল ফাঁকা করে দিচ্ছে ইসরায়েল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত