নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাফুফের সংবাদ সম্মেলন কক্ষে আজ গিজগিজ করছিল সাংবাদিকদের উপস্থিতিতে। অনেককে জায়গা না পেয়ে মাটিতেই বসতে হয়েছে। এমন দৃশ্য আগে কখনো দেখেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফুটবল উন্মাদনার এই সময়ে ভালো লাগার পাশাপাশি খারাপ লাগার অনুভূতিও ছিল তাঁর। খানিক পরে জামাল আর কোচ কাবরেরাকেও একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। সংবাদ সম্মেলন শেষে একটু দেরিতে অনুশীলনে যোগ দিতে গিয়ে আটকে থাকতে হলে স্টেডিয়ামের ফটকে।
৯ মাস আগে ভুটানের বিপক্ষে শেষ দেখায় বাংলাদেশের খাতায় যোগ হয়েছিল এক বিষাদময় স্মৃতি। র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে থাকা দলটির (১৮২) বিপক্ষে আজ আবারও মুখোমুখি হচ্ছেন জামালরা। জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। মূলত ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে ম্যাচটি। যেখানে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাজিয়ে দেখবেন কোচ হাভিয়ের কাবরেরা। একই সঙ্গে নিশ্চয়তা দিলেন ফাহামিদুল ইসলামের অভিষেকের। তবে হামজা খেলবেন কি?
পরশু সকালে ঢাকায় এসেই বিকালে অনুশীলনে নেমে পড়েন হামজা। গতকাল ভালোভাবেই নিজেকে ঝালিয়ে নেন তিনি। এমনটা দেখার পর কাবরেরা তাই দিলেন ঘরের মাঠে হামজার অভিষেকের ইঙ্গিত। সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘হামজা গতকাল এবং সে নিজ থেকেই চেয়েছে অনুশীলন করতে। তার খেলার ইচ্ছা আছে এবং যা খুব ভালো। কালকের ম্যাচের জন্য সে অ্যাভেইলেবল। বাকিরাও মানসিকভাবে ভালো অবস্থায় আছে।’
গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। একই ম্যাচে ফাহামিদুলেরও অভিষেক হবে এমন স্বপ্ন দেখেছিল সমর্থকেরা। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর তাঁকে বাদ দিয়ে বিস্ময়ের জন্ম দেন কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ঠিকই ফিরিয়েছেন দলে। কোচ বলেন, ‘ফাহামিদুলকে আপনারা কিছু সময় খেলতে দেখার সুযোগ পাবেন। অনুশীলনে সে খুব ভালো করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজকের (গতকাল) অনুশীলনের পর।’
আগের মতো এবারও অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন জামাল। কিন্তু ভারতের বিপক্ষে তিনি ১ মিনিটের জন্যও খেলার সুযোগ পাননি। সেটা নিয়ে অবশ্য হতাশা আছে তাঁর। তবে ভুটানের বিপক্ষেও খেলার ব্যাপারে পাননি কোনো নিশ্চয়তা। তিনি বলেন, ‘এটা আমার হাতে নেই।’ ভুটানের বিপক্ষে আগের হারের ব্যাখ্যায় জামাল বলেন, ‘সবশেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই প্রায় ৩-৪ মাস ধরে খেলার মধ্যে ছিল না। প্রিমিয়ার লিগ মাত্র শেষ হয়েছে, সবাই খেলার মধ্যে আছে, মানে চিত্রটা ভিন্ন।’
ভুটান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দেশের ফুটবল-উৎসব। ঈদের আগে সমর্থকদের হতাশ করতে চান না কোচ কাবরেরা, ‘আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলেছি। অনেক দিন পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে। স্বাভাবিকভাবেই আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকবে এবং আমরা সত্যি সত্যিই তাদের সবাইকে প্রতিদান দিতে চাই। আমাদের মূল লক্ষ্য অবশ্যই সিঙ্গাপুর ম্যাচ।’

বাফুফের সংবাদ সম্মেলন কক্ষে আজ গিজগিজ করছিল সাংবাদিকদের উপস্থিতিতে। অনেককে জায়গা না পেয়ে মাটিতেই বসতে হয়েছে। এমন দৃশ্য আগে কখনো দেখেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফুটবল উন্মাদনার এই সময়ে ভালো লাগার পাশাপাশি খারাপ লাগার অনুভূতিও ছিল তাঁর। খানিক পরে জামাল আর কোচ কাবরেরাকেও একটু অন্যরকম অভিজ্ঞতা হলো। সংবাদ সম্মেলন শেষে একটু দেরিতে অনুশীলনে যোগ দিতে গিয়ে আটকে থাকতে হলে স্টেডিয়ামের ফটকে।
৯ মাস আগে ভুটানের বিপক্ষে শেষ দেখায় বাংলাদেশের খাতায় যোগ হয়েছিল এক বিষাদময় স্মৃতি। র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে থাকা দলটির (১৮২) বিপক্ষে আজ আবারও মুখোমুখি হচ্ছেন জামালরা। জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। মূলত ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে ম্যাচটি। যেখানে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাজিয়ে দেখবেন কোচ হাভিয়ের কাবরেরা। একই সঙ্গে নিশ্চয়তা দিলেন ফাহামিদুল ইসলামের অভিষেকের। তবে হামজা খেলবেন কি?
পরশু সকালে ঢাকায় এসেই বিকালে অনুশীলনে নেমে পড়েন হামজা। গতকাল ভালোভাবেই নিজেকে ঝালিয়ে নেন তিনি। এমনটা দেখার পর কাবরেরা তাই দিলেন ঘরের মাঠে হামজার অভিষেকের ইঙ্গিত। সংবাদ সম্মেলনে কোচ বলেন, ‘হামজা গতকাল এবং সে নিজ থেকেই চেয়েছে অনুশীলন করতে। তার খেলার ইচ্ছা আছে এবং যা খুব ভালো। কালকের ম্যাচের জন্য সে অ্যাভেইলেবল। বাকিরাও মানসিকভাবে ভালো অবস্থায় আছে।’
গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। একই ম্যাচে ফাহামিদুলেরও অভিষেক হবে এমন স্বপ্ন দেখেছিল সমর্থকেরা। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর তাঁকে বাদ দিয়ে বিস্ময়ের জন্ম দেন কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে ঠিকই ফিরিয়েছেন দলে। কোচ বলেন, ‘ফাহামিদুলকে আপনারা কিছু সময় খেলতে দেখার সুযোগ পাবেন। অনুশীলনে সে খুব ভালো করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজকের (গতকাল) অনুশীলনের পর।’
আগের মতো এবারও অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছেন জামাল। কিন্তু ভারতের বিপক্ষে তিনি ১ মিনিটের জন্যও খেলার সুযোগ পাননি। সেটা নিয়ে অবশ্য হতাশা আছে তাঁর। তবে ভুটানের বিপক্ষেও খেলার ব্যাপারে পাননি কোনো নিশ্চয়তা। তিনি বলেন, ‘এটা আমার হাতে নেই।’ ভুটানের বিপক্ষে আগের হারের ব্যাখ্যায় জামাল বলেন, ‘সবশেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই প্রায় ৩-৪ মাস ধরে খেলার মধ্যে ছিল না। প্রিমিয়ার লিগ মাত্র শেষ হয়েছে, সবাই খেলার মধ্যে আছে, মানে চিত্রটা ভিন্ন।’
ভুটান ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দেশের ফুটবল-উৎসব। ঈদের আগে সমর্থকদের হতাশ করতে চান না কোচ কাবরেরা, ‘আমরা নিজেদের মধ্যে অনেক কথা বলেছি। অনেক দিন পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে। স্বাভাবিকভাবেই আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকবে এবং আমরা সত্যি সত্যিই তাদের সবাইকে প্রতিদান দিতে চাই। আমাদের মূল লক্ষ্য অবশ্যই সিঙ্গাপুর ম্যাচ।’

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩৬ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে