
ইন্টার মায়ামির জার্সিতে সময়টা দারুণ কাটাচ্ছেন লিওনেল মেসি। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হাতেনাতে। মায়ামিতে প্রথমবার জিতলেন মাসসেরার পুরস্কার।
মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি নিজেদের ওয়েবসাইটে গত রাতে এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে। এপ্রিলে এমএলএসে চার ম্যাচে মায়ামি করে ১২ গোল। ১২ গোলের ১০টিতেই অবদান রাখেন মেসি। ৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। প্রতি ম্যাচে গড়ে ১টি করে গোল ও অ্যাসিস্ট তাঁর থাকছেই। এমএলএসে গত মাসে ৩১৫ মিনিট খেলেছেন। প্রতি ৩১ মিনিট ৩০ সেকেন্ড ব্যবধানে একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। জাতীয় মিডিয়া সদস্যের একটি প্যানেল ভোট দিয়ে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত করেন। এমএলএস কমিউনিকেশন বিভাগ এই প্রক্রিয়া পরিচালনা করে।
শুধু এপ্রিল মাসেই নয়, ইন্টার মায়ামির জার্সিতে এবার দুর্দান্ত খেলছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে মায়ামিতে এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন তিনি। ১১ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬ গোলে, যার মধ্যে ৯ গোল করে এমএলএসের চলতি মৌসুমে এখনো তিনি সর্বোচ্চ গোলদাতা। মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন ক্রিস্টিয়ান বেন্টেকে ও ক্রিস্টিয়ান আরাঙ্গো। বেন্টেকে ও আরাঙ্গো খেলেন ডিসি ইউনাইটেড ও রিয়াল সল্টলেকের হয়ে।
চলতি মৌসুমে মায়ামির দ্বিতীয় ফুটবলার হিসেবে মাসসেরার পুরস্কার জিতলেন মেসি। মেসির আগে এ বছরের মার্চে এই পুরস্কার জেতেন লুইস সুয়ারেজ। ক্যারিয়ারে ১০ বার মাসসেরার পুরস্কার পেয়েছেন মেসি। সবচেয়ে বেশি আটবার মাসসেরা হয়েছেন বার্সেলোনার জার্সিতে। ১টি করে মাসসেরার পুরস্কার জেতেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মায়ামির হয়ে।

ইন্টার মায়ামির জার্সিতে সময়টা দারুণ কাটাচ্ছেন লিওনেল মেসি। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হাতেনাতে। মায়ামিতে প্রথমবার জিতলেন মাসসেরার পুরস্কার।
মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি নিজেদের ওয়েবসাইটে গত রাতে এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে। এপ্রিলে এমএলএসে চার ম্যাচে মায়ামি করে ১২ গোল। ১২ গোলের ১০টিতেই অবদান রাখেন মেসি। ৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। প্রতি ম্যাচে গড়ে ১টি করে গোল ও অ্যাসিস্ট তাঁর থাকছেই। এমএলএসে গত মাসে ৩১৫ মিনিট খেলেছেন। প্রতি ৩১ মিনিট ৩০ সেকেন্ড ব্যবধানে একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। জাতীয় মিডিয়া সদস্যের একটি প্যানেল ভোট দিয়ে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত করেন। এমএলএস কমিউনিকেশন বিভাগ এই প্রক্রিয়া পরিচালনা করে।
শুধু এপ্রিল মাসেই নয়, ইন্টার মায়ামির জার্সিতে এবার দুর্দান্ত খেলছেন মেসি। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে মায়ামিতে এখনো পর্যন্ত ১০ ম্যাচ খেলেছেন তিনি। ১১ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৬ গোলে, যার মধ্যে ৯ গোল করে এমএলএসের চলতি মৌসুমে এখনো তিনি সর্বোচ্চ গোলদাতা। মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন ক্রিস্টিয়ান বেন্টেকে ও ক্রিস্টিয়ান আরাঙ্গো। বেন্টেকে ও আরাঙ্গো খেলেন ডিসি ইউনাইটেড ও রিয়াল সল্টলেকের হয়ে।
চলতি মৌসুমে মায়ামির দ্বিতীয় ফুটবলার হিসেবে মাসসেরার পুরস্কার জিতলেন মেসি। মেসির আগে এ বছরের মার্চে এই পুরস্কার জেতেন লুইস সুয়ারেজ। ক্যারিয়ারে ১০ বার মাসসেরার পুরস্কার পেয়েছেন মেসি। সবচেয়ে বেশি আটবার মাসসেরা হয়েছেন বার্সেলোনার জার্সিতে। ১টি করে মাসসেরার পুরস্কার জেতেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও মায়ামির হয়ে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১১ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে