Ajker Patrika

মরিনিওর চোখে ইতালিই এগিয়ে

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১০: ২৬
মরিনিওর চোখে ইতালিই এগিয়ে

ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে স্পেনের মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা ইতালি। অনেক ফুটবল বিশ্লেষক এ ম্যাচে স্পেনের চেয়ে ইতালিকেই এগিয়ে রাখছেন। সেই দলে আছেন এএস রোমার কোচ জোসে মরিনিও। এই পর্তুগিজ কোচ মনে করেন, সেমিফাইনালের লড়াইয়ে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ইতালি।

মরিনিও তাঁর কোচিং ক্যারিয়ারে স্পেন ও ইতালিতে বেশির ভাগ সময় কাটিয়েছেন। এ দুটো দলকে তিনি খুব ভালো করেই চেনেন। সেই অভিজ্ঞতার নিরিখে ইতালিকে এগিয়ে রেখে মরিনিও বলেছেন, ‘স্পিনাৎসোলাকে হারানো ইতালির জন্য একটু চিন্তার বটে। তারপরও এই ইতালি অনেক আত্মবিশ্বাসী। স্পিনাৎসোলার সঙ্গে কথা বলে বুঝলাম, তারা কতটা আত্মবিশ্বাসী। ইতালি যে এই ইউরোতেই ভালো করছে তা নয়। তারা আরও আগে থেকেই ভালো খেলছে। স্পেন দলটা ইতালির মতো অত শক্তিশালী নয়।’

তারপরও ইতালি-স্পেন সেমিফাইনাল ম্যাচ জমজমাট হবে বলে আশা করছেন মরিনিও। তিনি আরও বলেছেন, ‘স্পেনে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সেমিফাইনালটা অনেক জমজমাট হবে।’

রবার্তো মানচিনির অধীনে ইতালি দল রীতিমতো উড়ছে। এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা। সর্বশেষ ২০১৮ উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিলেন মানচিনির শিষ্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত