Ajker Patrika

বার্সেলোনায় আবারও ‘মেসি মেসি’ 

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১১: ৪০
বার্সেলোনায় আবারও ‘মেসি মেসি’ 

বার্সেলোনা ছাড়লেও লিওনেল মেসি যেন আছেন ভক্ত-সমর্থকদের হৃদয়জুড়ে। ক্যাম্প ন্যুতে ম্যাচ হলেই বার্সা সমর্থকেরা ‘মেসি মেসি’ স্লোগানে মুখরিত করে তোলেন গ্যালারি।

গতকাল ক্যাম্প ন্যুতে লা-লিগার ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-জিরোনা। এই ম্যাচেও ক্যাম্প ন্যুয়ের গ্যালারি মুখরিত হয়েছে ‘মেসি, মেসি’ স্লোগানে। পরপর দুই ম্যাচে মেসির নাম গ্যালারিতে উচ্চারিত হওয়ায় রোমাঞ্চিত বোধ করছেন জাভি হার্নান্দেজ। বার্সা কোচ বলেন, ‘লিও ভালোই রোমাঞ্চ তৈরি করে। তারা দুই ম্যাচে তাঁর নাম উচ্চারণ করেছে। দেখা যাক কী হয়।’ 

ক্যাম্প ন্যুতে গতকাল জিরোনার বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। বার্সা বলের দখল রেখেছিল ৬০ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তিনটি শটও করেছিল। তবে জিরোনার গোলরক্ষক পাওলো গাজ্জাজিনা যেন ছিলেন ‘চীনের মহাপ্রাচীর।’ বার্সাকে গোলমুখ খুলতে দেননি আর্জেন্টাইন এই গোলরক্ষক। ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। ম্যাচ না জেতার হতাশা থাকলেও পয়েন্ট তালিকা থেকে ইতিবাচক দিক খুঁজছেন জাভি। চলতি মৌসুমে লা-লিগায় ২৮ ম্যাচ খেলে ৭২ পয়েন্ট পেয়ে শীর্ষে বার্সা। সমান ২৮ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৯। বার্সা কোচ বলেন, ‘আমরা এখনো ভালো অবস্থায় আছি। ঘরের মাঠে ড্র করে আমাদের সন্তুষ্ট হওয়ার কিছু নেই। তবে আমরা ১৩ পয়েন্টে এগিয়ে আছি। এখনো ১০ ম্যাচ আছে আমাদের হাতে। এটাকে আমরা ইতিবাচকভাবে দেখেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

ফ্রিল্যান্সারদের জন্য আইডি কার্ড চালু করল সরকার, আবেদন ফ্রি

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত