
২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ভালো সম্ভাবনাই ছিল আর্সেনালের। তবে গানার্সদের ১৯ বছর পর প্রিমিয়ার লিগ জয়ে বাদ সেধেছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যান সিটি। ওয়েম্বলিতে গতকাল কমিউনিটি শিল্ড ফাইনালে সিটিকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে আর্সেনাল। শিরোপা জেতার পর ভীষণ উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
ওয়েম্বলির ফাইনালে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ম্যাচে প্রথম গোল হয় ৭৭ মিনিটে। কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন কোল পার্মার। আর্সেনালের পরাজয় ছিল সময়ের ব্যাপারমাত্র। একেবারে শেষ মুহূর্তে গানার্সদের সমতায় ফেরান লিয়ান্দ্রো ট্রোসার্ড। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে গোল করেন ট্রোসার্ড। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে আর্সেনালের প্রথম শট নিয়েই গোল করেন মার্টিন ওডিগার্ড। অন্যদিকে ডি ব্রুইনা সিটির প্রথম পেনাল্টিটাই মিস করেন। ডি ব্রুইনার পর বার্নার্দো সিলভা গোল করেছেন, এরপর রদ্রি গোল মিস করেছেন। আর ওডিগার্ডের পর ট্রোসার্ড, সাকা, ফ্যাবিও ভিয়েরা-এই তিন ফুটবলারের গোলে টাইব্রেকারে ৪-১ গোলের জয় পায় গানার্সরা।
ম্যান সিটিকে হারিয়ে শিরোপা জিতে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ আর্তেতা। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘একই সঙ্গে আমি খুব খুশি ও গর্বিত। ওয়েম্বলিতে সমর্থকদের সামনে এত ভালো দলের বিপক্ষে জেতার মতো ভালো আর কিছু হতে পারে না। যেভাবে আমরা জিতেছি, তাতে ভীষণ উচ্ছ্বসিত। সত্যিই অসাধারণ ছিল। ভক্ত-সমর্থকদের মুখে হাসি দেখা, তাদের সঙ্গে খেলোয়াড়দের যেভাবে কথাবার্তা হয়েছে, সত্যিই অবিশ্বাস্য ছিল।’
কমিউনিটি শিল্ড ইতিহাসে সবচেয়ে বেশি ২১ বার শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ বার শিরোপা জিতে দ্বিতীয় আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ৬টি কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে।

২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ভালো সম্ভাবনাই ছিল আর্সেনালের। তবে গানার্সদের ১৯ বছর পর প্রিমিয়ার লিগ জয়ে বাদ সেধেছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যান সিটি। ওয়েম্বলিতে গতকাল কমিউনিটি শিল্ড ফাইনালে সিটিকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে আর্সেনাল। শিরোপা জেতার পর ভীষণ উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
ওয়েম্বলির ফাইনালে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ম্যাচে প্রথম গোল হয় ৭৭ মিনিটে। কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন কোল পার্মার। আর্সেনালের পরাজয় ছিল সময়ের ব্যাপারমাত্র। একেবারে শেষ মুহূর্তে গানার্সদের সমতায় ফেরান লিয়ান্দ্রো ট্রোসার্ড। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে গোল করেন ট্রোসার্ড। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে আর্সেনালের প্রথম শট নিয়েই গোল করেন মার্টিন ওডিগার্ড। অন্যদিকে ডি ব্রুইনা সিটির প্রথম পেনাল্টিটাই মিস করেন। ডি ব্রুইনার পর বার্নার্দো সিলভা গোল করেছেন, এরপর রদ্রি গোল মিস করেছেন। আর ওডিগার্ডের পর ট্রোসার্ড, সাকা, ফ্যাবিও ভিয়েরা-এই তিন ফুটবলারের গোলে টাইব্রেকারে ৪-১ গোলের জয় পায় গানার্সরা।
ম্যান সিটিকে হারিয়ে শিরোপা জিতে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ আর্তেতা। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘একই সঙ্গে আমি খুব খুশি ও গর্বিত। ওয়েম্বলিতে সমর্থকদের সামনে এত ভালো দলের বিপক্ষে জেতার মতো ভালো আর কিছু হতে পারে না। যেভাবে আমরা জিতেছি, তাতে ভীষণ উচ্ছ্বসিত। সত্যিই অসাধারণ ছিল। ভক্ত-সমর্থকদের মুখে হাসি দেখা, তাদের সঙ্গে খেলোয়াড়দের যেভাবে কথাবার্তা হয়েছে, সত্যিই অবিশ্বাস্য ছিল।’
কমিউনিটি শিল্ড ইতিহাসে সবচেয়ে বেশি ২১ বার শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ বার শিরোপা জিতে দ্বিতীয় আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ৬টি কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে