
২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ভালো সম্ভাবনাই ছিল আর্সেনালের। তবে গানার্সদের ১৯ বছর পর প্রিমিয়ার লিগ জয়ে বাদ সেধেছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যান সিটি। ওয়েম্বলিতে গতকাল কমিউনিটি শিল্ড ফাইনালে সিটিকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে আর্সেনাল। শিরোপা জেতার পর ভীষণ উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
ওয়েম্বলির ফাইনালে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ম্যাচে প্রথম গোল হয় ৭৭ মিনিটে। কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন কোল পার্মার। আর্সেনালের পরাজয় ছিল সময়ের ব্যাপারমাত্র। একেবারে শেষ মুহূর্তে গানার্সদের সমতায় ফেরান লিয়ান্দ্রো ট্রোসার্ড। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে গোল করেন ট্রোসার্ড। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে আর্সেনালের প্রথম শট নিয়েই গোল করেন মার্টিন ওডিগার্ড। অন্যদিকে ডি ব্রুইনা সিটির প্রথম পেনাল্টিটাই মিস করেন। ডি ব্রুইনার পর বার্নার্দো সিলভা গোল করেছেন, এরপর রদ্রি গোল মিস করেছেন। আর ওডিগার্ডের পর ট্রোসার্ড, সাকা, ফ্যাবিও ভিয়েরা-এই তিন ফুটবলারের গোলে টাইব্রেকারে ৪-১ গোলের জয় পায় গানার্সরা।
ম্যান সিটিকে হারিয়ে শিরোপা জিতে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ আর্তেতা। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘একই সঙ্গে আমি খুব খুশি ও গর্বিত। ওয়েম্বলিতে সমর্থকদের সামনে এত ভালো দলের বিপক্ষে জেতার মতো ভালো আর কিছু হতে পারে না। যেভাবে আমরা জিতেছি, তাতে ভীষণ উচ্ছ্বসিত। সত্যিই অসাধারণ ছিল। ভক্ত-সমর্থকদের মুখে হাসি দেখা, তাদের সঙ্গে খেলোয়াড়দের যেভাবে কথাবার্তা হয়েছে, সত্যিই অবিশ্বাস্য ছিল।’
কমিউনিটি শিল্ড ইতিহাসে সবচেয়ে বেশি ২১ বার শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ বার শিরোপা জিতে দ্বিতীয় আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ৬টি কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে।

২০২২-২৩ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ভালো সম্ভাবনাই ছিল আর্সেনালের। তবে গানার্সদের ১৯ বছর পর প্রিমিয়ার লিগ জয়ে বাদ সেধেছিল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল ম্যান সিটি। ওয়েম্বলিতে গতকাল কমিউনিটি শিল্ড ফাইনালে সিটিকে হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে আর্সেনাল। শিরোপা জেতার পর ভীষণ উচ্ছ্বসিত আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।
ওয়েম্বলির ফাইনালে গতকাল প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ম্যাচে প্রথম গোল হয় ৭৭ মিনিটে। কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্টে গোল করেন কোল পার্মার। আর্সেনালের পরাজয় ছিল সময়ের ব্যাপারমাত্র। একেবারে শেষ মুহূর্তে গানার্সদের সমতায় ফেরান লিয়ান্দ্রো ট্রোসার্ড। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ১১ মিনিটে বুকায়ো সাকার অ্যাসিস্টে গোল করেন ট্রোসার্ড। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। টাইব্রেকারে আর্সেনালের প্রথম শট নিয়েই গোল করেন মার্টিন ওডিগার্ড। অন্যদিকে ডি ব্রুইনা সিটির প্রথম পেনাল্টিটাই মিস করেন। ডি ব্রুইনার পর বার্নার্দো সিলভা গোল করেছেন, এরপর রদ্রি গোল মিস করেছেন। আর ওডিগার্ডের পর ট্রোসার্ড, সাকা, ফ্যাবিও ভিয়েরা-এই তিন ফুটবলারের গোলে টাইব্রেকারে ৪-১ গোলের জয় পায় গানার্সরা।
ম্যান সিটিকে হারিয়ে শিরোপা জিতে উচ্ছ্বসিত আর্সেনাল কোচ আর্তেতা। ম্যাচ শেষে আর্তেতা বলেন, ‘একই সঙ্গে আমি খুব খুশি ও গর্বিত। ওয়েম্বলিতে সমর্থকদের সামনে এত ভালো দলের বিপক্ষে জেতার মতো ভালো আর কিছু হতে পারে না। যেভাবে আমরা জিতেছি, তাতে ভীষণ উচ্ছ্বসিত। সত্যিই অসাধারণ ছিল। ভক্ত-সমর্থকদের মুখে হাসি দেখা, তাদের সঙ্গে খেলোয়াড়দের যেভাবে কথাবার্তা হয়েছে, সত্যিই অবিশ্বাস্য ছিল।’
কমিউনিটি শিল্ড ইতিহাসে সবচেয়ে বেশি ২১ বার শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ বার শিরোপা জিতে দ্বিতীয় আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ৬টি কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
২৩ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে