Ajker Patrika

নিষেধাজ্ঞার পর রোনালদোর পোস্ট—‘থামব না’

নিষেধাজ্ঞার পর রোনালদোর পোস্ট—‘থামব না’

ম্যাচের সময় দর্শকদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোয় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু নিষিদ্ধই হননি, বড় অঙ্কের অর্থ জরিমানাও গুনতে হয়েছে আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ডকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা। গতকাল সৌদি আরবের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এই রায় দেয়।

তবে এই শাস্তির পরও হাসিমুখ রোনালদোর। জানিয়ে দিয়েছেন তিনি থামবেন না। আজ নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে জিমনেশিয়ামে ব্যায়ামের এক ছবি পোস্ট করে ৩৯ বছর বয়সী তারকা ক্যাপশন দিয়েছেন, ‘থামব না’।

রোনালদো যে নিষিদ্ধ হবেন, সেটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। গত রোববার সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচে অশ্লীল অঙ্গভঙ্গি করার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। শাস্তি হিসেবে আল নাসরের হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। আপিলের কোনো সুযোগ নেই বলেই আজ আল হাজমের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে দুর্দান্ত ছন্দে থাকা রোনালদোকে।

শাবাবের বিপক্ষে ম্যাচে দর্শকেরা ‘মেসি মেসি’ চিৎকার করলে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। শুরুতে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কানের পেছনে হাত নিয়ে শোনার ভঙ্গি করেন। এরপর হাত দিয়ে করেন বাজে অঙ্গভঙ্গি।

এমন অঙ্গভঙ্গির ব্যাখ্যায় সৌদি ফুটবল ফেডারেশনের কমিটিকে অবশ্য রোনালদো জানান, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। ইউরোপীয় ফুটবলে এটা সাধারণ ব্যাপার। সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

রোনালদোর জরিমানার প্রায় ৬ লাখ টাকা পাবে শাবাব। অভিযোগ প্রস্তুতকরণের খরচ বাবদ এই টাকা পাবে তারা। আর বাকি ৩ লাখ টাকা পাবে সৌদি ফুটবল ফেডারেশন পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত