ম্যাচের সময় দর্শকদের অশ্লীল অঙ্গভঙ্গি দেখানোয় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু নিষিদ্ধই হননি, বড় অঙ্কের অর্থ জরিমানাও গুনতে হয়েছে আল নাসরের পর্তুগিজ ফরোয়ার্ডকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ টাকা। গতকাল সৌদি আরবের ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি এই রায় দেয়।
তবে এই শাস্তির পরও হাসিমুখ রোনালদোর। জানিয়ে দিয়েছেন তিনি থামবেন না। আজ নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে জিমনেশিয়ামে ব্যায়ামের এক ছবি পোস্ট করে ৩৯ বছর বয়সী তারকা ক্যাপশন দিয়েছেন, ‘থামব না’।
রোনালদো যে নিষিদ্ধ হবেন, সেটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। গত রোববার সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচে অশ্লীল অঙ্গভঙ্গি করার পর থেকেই তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। শাস্তি হিসেবে আল নাসরের হয়ে পরের ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। আপিলের কোনো সুযোগ নেই বলেই আজ আল হাজমের বিপক্ষে দর্শক হয়ে থাকতে হবে দুর্দান্ত ছন্দে থাকা রোনালদোকে।
শাবাবের বিপক্ষে ম্যাচে দর্শকেরা ‘মেসি মেসি’ চিৎকার করলে বাজে অঙ্গভঙ্গি করেন রোনালদো। শুরুতে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কানের পেছনে হাত নিয়ে শোনার ভঙ্গি করেন। এরপর হাত দিয়ে করেন বাজে অঙ্গভঙ্গি।
এমন অঙ্গভঙ্গির ব্যাখ্যায় সৌদি ফুটবল ফেডারেশনের কমিটিকে অবশ্য রোনালদো জানান, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। ইউরোপীয় ফুটবলে এটা সাধারণ ব্যাপার। সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে।
রোনালদোর জরিমানার প্রায় ৬ লাখ টাকা পাবে শাবাব। অভিযোগ প্রস্তুতকরণের খরচ বাবদ এই টাকা পাবে তারা। আর বাকি ৩ লাখ টাকা পাবে সৌদি ফুটবল ফেডারেশন পাবে।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে