
যাত্রাটা অবশেষে থামল আর্জেন্টিনার। টানা ১৪ ম্যাচ পর অপরাজিত থাকার কীর্তিটা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরে। এতে করে ব্রাজিলের পর আর্জেন্টিনাকেও সমান ব্যবধানে তিক্ত স্বাদ দিল উরুগুয়ে।
দুই দলের একই বিন্দুতে মিলে যাওয়ার আগে তাদের চিত্রটা ছিল ভিন্ন। সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ের বিপরীতে ব্রাজিলের হার ছিল। সর্বশেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২–০ ব্যবধানেই হারিয়েছিল উরুগুয়ে। আর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
সেটিও আবার ঘরের মাটিতেই হার দেখল আর্জেন্টিনা। লা বোম্বনেরা স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশনে এগিয়ে আর্জেন্টিনা খেলা শুরু করলেও কাজের কাজটি করতে পারেনি তারা। ম্যাচে কোনো গোলই করতে পারেনি স্বাগতিকেরা। অবশ্য প্রথমার্ধে দুই দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতিতে যাওয়ার আগে একটি সুযোগ পেয়ে দুর্দান্ত কাজে লাগিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদো আরাউহো।
৪১ মিনিটে দলকে উদ্যাপনের মুহূর্ত এনে দেন আরাউহো। মাতিয়াস ভিনার পাস থেকে বক্সে বল পেয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন বার্সেলোনা ডিফেন্ডার। বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো আরেকটি গোল হজম করে আর্জেন্টিনা। ডারউইন নুনেজের গোলের পর ম্যাচেরও সমাপ্তি হয়। ৮৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।
এই হারে বিশ্বকাপে সৌদি আরবের পর প্রথম হার দেখল আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের তিক্ত স্বাদটি দিয়েছে ঘরেরই এক সন্তান। উরুগুয়ের ডাগ আউটে দাঁড়ানো মার্সেলো বিয়েলসা। আজকের ম্যাচে দুর্দান্ত কৌশলে মেসিকে কড়া পাহারায় রেখেছিলেন তিনি। তাঁর কৌশলের কাছেই মেসি আজ পরাজিত হয়েছেন। কেননা, গত বছরের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে গোল করতে পারলেন না অষ্টম ব্যালন ডি অর বিজয়ী।

যাত্রাটা অবশেষে থামল আর্জেন্টিনার। টানা ১৪ ম্যাচ পর অপরাজিত থাকার কীর্তিটা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরে। এতে করে ব্রাজিলের পর আর্জেন্টিনাকেও সমান ব্যবধানে তিক্ত স্বাদ দিল উরুগুয়ে।
দুই দলের একই বিন্দুতে মিলে যাওয়ার আগে তাদের চিত্রটা ছিল ভিন্ন। সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ের বিপরীতে ব্রাজিলের হার ছিল। সর্বশেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২–০ ব্যবধানেই হারিয়েছিল উরুগুয়ে। আর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
সেটিও আবার ঘরের মাটিতেই হার দেখল আর্জেন্টিনা। লা বোম্বনেরা স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশনে এগিয়ে আর্জেন্টিনা খেলা শুরু করলেও কাজের কাজটি করতে পারেনি তারা। ম্যাচে কোনো গোলই করতে পারেনি স্বাগতিকেরা। অবশ্য প্রথমার্ধে দুই দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতিতে যাওয়ার আগে একটি সুযোগ পেয়ে দুর্দান্ত কাজে লাগিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদো আরাউহো।
৪১ মিনিটে দলকে উদ্যাপনের মুহূর্ত এনে দেন আরাউহো। মাতিয়াস ভিনার পাস থেকে বক্সে বল পেয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন বার্সেলোনা ডিফেন্ডার। বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো আরেকটি গোল হজম করে আর্জেন্টিনা। ডারউইন নুনেজের গোলের পর ম্যাচেরও সমাপ্তি হয়। ৮৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।
এই হারে বিশ্বকাপে সৌদি আরবের পর প্রথম হার দেখল আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের তিক্ত স্বাদটি দিয়েছে ঘরেরই এক সন্তান। উরুগুয়ের ডাগ আউটে দাঁড়ানো মার্সেলো বিয়েলসা। আজকের ম্যাচে দুর্দান্ত কৌশলে মেসিকে কড়া পাহারায় রেখেছিলেন তিনি। তাঁর কৌশলের কাছেই মেসি আজ পরাজিত হয়েছেন। কেননা, গত বছরের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে গোল করতে পারলেন না অষ্টম ব্যালন ডি অর বিজয়ী।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে