মাঠে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একে অপরের দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। আজ মেসির রেকর্ড তো পরদিন রোনালদোর। এভাবে দুই দশক ধরে তাঁরা খেলার মাধ্যমে দর্শক-সমর্থকদের বিমোহিত করে আসছেন।
মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার মতো মাঠের বাইরেও যেন দুজনের লড়াইটা দুর্দান্ত। ২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন মেসি। এক বছর পর চিত্রটি ভিন্ন। এবার আর্জেন্টাইন অধিনায়ককে পেছনে ফেলা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় পর্তুগিজ তারকা। গত বছরের মে থেকে এ বছরের মে পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় ১৫৩০ কোটি টাকা আয় করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। খেলা, আয়সহ সব মিলিয়ে মোট ১৭ বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন তিনি।
গত মে মাসে ফোর্বসের তালিকায়ও সবচেয়ে বেশ আয় করা অ্যাথলেটদের তালিকায় শীর্ষে ছিলেন রোনালদো। ২০১৭ সালের পর প্রথমবার আবারও ফোর্বসের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। এক বছরের হিসাবে ১ হাজার ৫৩০ কোটি টাকায় এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন। খেলোয়াড় হলেও মাঠের বাইরে থেকেই পর্তুগাল অধিনায়ক আয় করেন বেশি। ৯৭৫ কোটি টাকা আসে তাঁর মাঠের বাইরে থেকে। আর মাঠ থেকে আসে ৫৫৫ কোটি টাকা।
দুইয়ে থাকা মেসি এক বছরে আয় করেছেন ১ হাজার ৪০৫ কোটি টাকা। মাঠ ও মাঠের বাইরে সমানভাবে আয় করেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। গত বছর বিশ্বকাপজয়ের পরও আলবিসেলেস্তাদের অধিনায়ককে শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করতে পারেনি। ২০২২ সালে আয়ে সবার ওপরে ছিলেন সাবেক বার্সেলোনা তারকা। তাঁর চেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এগিয়ে গেছেন মূলত বিশাল অঙ্কে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করায়।
দুই কিংবদন্তির পরেই আছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়ক ১ হাজার ৩০০ কোটি টাকা আয় করেছেন গত ১২ মাসে, যার সিংহভাগ ১০৮৮ কোটি টাকা এসেছে মাঠ থেকে। বাকি টাকা আয় করেছেন স্পনসর প্রাইজমানি ইত্যাদি থেকে। এই তিনজনের বাইরে আর কোনো ফুটবলার শীর্ষ ১০ জনের তালিকায় জায়গা পায়নি। এঁদের বাইরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছেন বাস্কেটবলের কিংবদন্তি লেব্রন জেমস, বক্সার কানেলো আলভারেজ, দুই টেনিস কিংবদন্তি রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে