
মাঠে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একে অপরের দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। আজ মেসির রেকর্ড তো পরদিন রোনালদোর। এভাবে দুই দশক ধরে তাঁরা খেলার মাধ্যমে দর্শক-সমর্থকদের বিমোহিত করে আসছেন।
মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার মতো মাঠের বাইরেও যেন দুজনের লড়াইটা দুর্দান্ত। ২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন মেসি। এক বছর পর চিত্রটি ভিন্ন। এবার আর্জেন্টাইন অধিনায়ককে পেছনে ফেলা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় পর্তুগিজ তারকা। গত বছরের মে থেকে এ বছরের মে পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় ১৫৩০ কোটি টাকা আয় করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। খেলা, আয়সহ সব মিলিয়ে মোট ১৭ বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন তিনি।
গত মে মাসে ফোর্বসের তালিকায়ও সবচেয়ে বেশ আয় করা অ্যাথলেটদের তালিকায় শীর্ষে ছিলেন রোনালদো। ২০১৭ সালের পর প্রথমবার আবারও ফোর্বসের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। এক বছরের হিসাবে ১ হাজার ৫৩০ কোটি টাকায় এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন। খেলোয়াড় হলেও মাঠের বাইরে থেকেই পর্তুগাল অধিনায়ক আয় করেন বেশি। ৯৭৫ কোটি টাকা আসে তাঁর মাঠের বাইরে থেকে। আর মাঠ থেকে আসে ৫৫৫ কোটি টাকা।
দুইয়ে থাকা মেসি এক বছরে আয় করেছেন ১ হাজার ৪০৫ কোটি টাকা। মাঠ ও মাঠের বাইরে সমানভাবে আয় করেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। গত বছর বিশ্বকাপজয়ের পরও আলবিসেলেস্তাদের অধিনায়ককে শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করতে পারেনি। ২০২২ সালে আয়ে সবার ওপরে ছিলেন সাবেক বার্সেলোনা তারকা। তাঁর চেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এগিয়ে গেছেন মূলত বিশাল অঙ্কে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করায়।
দুই কিংবদন্তির পরেই আছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়ক ১ হাজার ৩০০ কোটি টাকা আয় করেছেন গত ১২ মাসে, যার সিংহভাগ ১০৮৮ কোটি টাকা এসেছে মাঠ থেকে। বাকি টাকা আয় করেছেন স্পনসর প্রাইজমানি ইত্যাদি থেকে। এই তিনজনের বাইরে আর কোনো ফুটবলার শীর্ষ ১০ জনের তালিকায় জায়গা পায়নি। এঁদের বাইরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছেন বাস্কেটবলের কিংবদন্তি লেব্রন জেমস, বক্সার কানেলো আলভারেজ, দুই টেনিস কিংবদন্তি রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস।

মাঠে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো একে অপরের দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। আজ মেসির রেকর্ড তো পরদিন রোনালদোর। এভাবে দুই দশক ধরে তাঁরা খেলার মাধ্যমে দর্শক-সমর্থকদের বিমোহিত করে আসছেন।
মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতার মতো মাঠের বাইরেও যেন দুজনের লড়াইটা দুর্দান্ত। ২০২২ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে থেকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছিলেন মেসি। এক বছর পর চিত্রটি ভিন্ন। এবার আর্জেন্টাইন অধিনায়ককে পেছনে ফেলা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন রোনালদো। ২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় পর্তুগিজ তারকা। গত বছরের মে থেকে এ বছরের মে পর্যন্ত বাংলাদেশি মুদ্রায় ১৫৩০ কোটি টাকা আয় করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। খেলা, আয়সহ সব মিলিয়ে মোট ১৭ বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন তিনি।
গত মে মাসে ফোর্বসের তালিকায়ও সবচেয়ে বেশ আয় করা অ্যাথলেটদের তালিকায় শীর্ষে ছিলেন রোনালদো। ২০১৭ সালের পর প্রথমবার আবারও ফোর্বসের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। এক বছরের হিসাবে ১ হাজার ৫৩০ কোটি টাকায় এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়লেন। খেলোয়াড় হলেও মাঠের বাইরে থেকেই পর্তুগাল অধিনায়ক আয় করেন বেশি। ৯৭৫ কোটি টাকা আসে তাঁর মাঠের বাইরে থেকে। আর মাঠ থেকে আসে ৫৫৫ কোটি টাকা।
দুইয়ে থাকা মেসি এক বছরে আয় করেছেন ১ হাজার ৪০৫ কোটি টাকা। মাঠ ও মাঠের বাইরে সমানভাবে আয় করেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। গত বছর বিশ্বকাপজয়ের পরও আলবিসেলেস্তাদের অধিনায়ককে শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করতে পারেনি। ২০২২ সালে আয়ে সবার ওপরে ছিলেন সাবেক বার্সেলোনা তারকা। তাঁর চেয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো এগিয়ে গেছেন মূলত বিশাল অঙ্কে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করায়।
দুই কিংবদন্তির পরেই আছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি অধিনায়ক ১ হাজার ৩০০ কোটি টাকা আয় করেছেন গত ১২ মাসে, যার সিংহভাগ ১০৮৮ কোটি টাকা এসেছে মাঠ থেকে। বাকি টাকা আয় করেছেন স্পনসর প্রাইজমানি ইত্যাদি থেকে। এই তিনজনের বাইরে আর কোনো ফুটবলার শীর্ষ ১০ জনের তালিকায় জায়গা পায়নি। এঁদের বাইরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেয়েছেন বাস্কেটবলের কিংবদন্তি লেব্রন জেমস, বক্সার কানেলো আলভারেজ, দুই টেনিস কিংবদন্তি রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২৯ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে