আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশ সফরে আসবেন—কয়েক দিন আগেই খবরটি জানা গিয়েছিল। গতকাল নিজেদের মাঠে ব্রাইটনকে হারিয়ে ২০২২-২৩ মৌসুমের প্রিমিয়ার লিগ শেষ করেছে তাঁর দল অ্যাস্টন ভিলা। সাতে থেকে মৌসুম শেষ করা ভিলা আগামী মৌসুমে উয়েফা কনফারেন্স লিগেও।
মৌসুম শেষ হওয়া এখন ছুটি কাটাতে ব্যস্ত হয়ে পড়বেন ফুটবলাররা। সেই ছুটিতে বাংলাদেশ ও কলকাতায় ঘুরে যাবেন মার্তিনেজ। বাংলাদেশ সফরে আসার বিষয়টি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিশ্চিত করেছেন ৩০ বছর বয়সী গোলরক্ষক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ‘দিবু’ নামে পরিচিত গোলরক্ষক লিখেছেন, ‘শুভেচ্ছা সবাইকে, আমি ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর হবে ৩ জুলাই থেকে ৫ জুলাই এবং অনেক দাতব্য কাজে অংশ নেবো। তার মধ্যে থাকবে মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়া। পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, স্পনসরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং ফুটবল বিষয়ক প্রচারণায় অংশ নেবো। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর সমর্থক আছে এবং আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করতে উন্মুখ হয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি!’
সপ্তাহ দু-এক আগে কলকাতার সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ জুলাইয়ের প্রথম সপ্তাহে আসছেন কলকাতায়। লিওনেল মেসির সতীর্থকে উপমহাদেশে আনার কাজটি করছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। গত সপ্তাহে নিজের ফেসবুকে তিনি জানান, কলকাতার পাশাপাশি মার্তিনেজ যেতে চান বাংলাদেশেও।
বাংলাদেশে যে আর্জেন্টিনার বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছেন, সেটি জানেন মার্তিনেজ। তার জন্য কলকাতা সফরের পাশাপাশি বাংলাদেশি ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে