Ajker Patrika

পুরোনো সতীর্থের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ মেসি 

পুরোনো সতীর্থের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ মেসি 

সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।

রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।

এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’

গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জেএফ-১৭ যুদ্ধবিমানে ভর করে আইএমএফের ঋণ থেকে মুক্তি চায় পাকিস্তান

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ‘গায়েব’ করে দিল আইসল্যান্ড

৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

‘ভারতের বাইরে বাংলাদেশ বিশ্বকাপ খেললে সেটা ক্রিকেটের জন্য বাজে দেখাবে’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত