
সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।
রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’
গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।

সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।
রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’
গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ক্রিকেটের সমর্থকেরা। সেই আলোচনা গড়িয়েছে সরকারের টেবিলেও। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে আইসিসি। যদিও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আজ রোববার ছুটির দিন হওয়ায় কোনো সভায় বসেনি। তবে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিসির মনোভাব ইতি
৩ ঘণ্টা আগে
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। আজ দুপুরে জরুরি সভার পর এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠিও পাঠিয়েছে তারা। এর পরিপ্রেক্ষিতে দ্রুত আইসিসির জবাব ও সহমর্মিতা প্রত্যাশা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে
নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের কেনার ২০ দিনও হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে গতকাল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসারের নাম ছেঁটে ফেলে কেকেআর। ভারতের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদসহ বাংলাদেশের বিসিসিআইয়ের ওপর তোপ দেগেছে
৪ ঘণ্টা আগে