
সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।
রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’
গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।

সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।
রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’
গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে