নিজেদের শেষ ফুটবল বিশ্বকাপে খেলছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। সবুজ গালিচায় পা পড়লেই বিভিন্ন রেকর্ড ঘিরে ধরে তাঁদের। চলতি বিশ্বকাপেও ভিন্ন দুটি রেকর্ড গড়েছেন দুই কিংবদন্তি, যে রেকর্ড আর কোনো ফুটবলারের নেই।
বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মেসি একটি গোল করেছেন এবং আরেকটি গোল তাঁর পাস থেকে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ করেছেন। ওই ম্যাচে এলএম-টেন স্পর্শ করেছেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করা ডিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে দুই কিংবদন্তিরই সমান ৮ গোল করে।
তবে গোল করে নয়, বিশ্বকাপে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ফিফা জানিয়েছে, একমাত্র ফুটবলার মেসি, যিনি টানা পাঁচ বিশ্বকাপ প্রতিযোগিতায় গোলের অ্যাসিস্ট করেছেন।
পর্তুগিজ সুপারস্টার রোনালদোও বিশ্বকাপে ৮টি গোল করেছেন। এ জন্য মেসি খেলেছেন ২১ ম্যাচ আর সিআর-সেভেনের লেগেছে ১৯ ম্যাচ। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করেন রোনালদো। এতে টানা পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন পর্তুগাল ফরোয়ার্ড।
ফিফা জানিয়েছে, পাঁচ বিশ্বকাপে টানা গোল করা একমাত্র ফুটবলার রোনালদো। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফেসবুক পেজে লিখেছে, ‘আমরা এই ঐতিহাসিক সময়ের মধ্য দিয়ে বসবাস করছি!’

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে