
চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে।
ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে।
প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।

চ্যাম্পিয়নস লিগের সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডই তো এবার নেই নতুন সংস্করণের টুর্নামেন্টে। সংস্করণ বদলে ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ যখন গত রাতে শুরু হলো, স্বাভাবিকভাবেই সেদিকে পাখির চোখ ছিল অনেকের। এই সময়ে ভিন্ন এক টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে গত রাতে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ৭-০ গোলে হারিয়েছে বার্নসলিকে। ইউনাইটেডের গোলবন্যার রাতে রুদ্ধশ্বাস লড়াই হয়েছে প্রেস্টন-ফুলহাম ম্যাচে। প্রেস্টনের ঘরের মাঠ ডিপডেল স্টেডিয়ামে গত রাতে এই টুর্নামেন্টের ৩৪ শটের রেকর্ড পেনাল্টি শুটআউট হয়েছে। শেষ পর্যন্ত ফুলহামকে ১৬-১৫ গোলে হারিয়েছে প্রেস্টন। কারাবাও কাপ ইতিহাসে এই রেকর্ডটি আগে ছিল ৩২ শটের। ২০১৬ সালে ডার্বি-কার্লাইল ম্যাচে টাইব্রেকারে ডার্বি জিতেছিল ১৪-১৩ গোলে।
ডিপডেলে গত রাতে ৩৫ মিনিটে গোলমুখ খোলেন প্রেস্টন মিডফিল্ডার রায়ান লেডসন। প্রথমার্ধ ফুলহামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে প্রেস্টন। ৬১ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান দলটির ফরোয়ার্ড রিস নেলসন। ৯০ মিনিটের ম্যাচ শেষে ১২০ মিনিটের খেলায়ও যখন ম্যাচ ১-১ গোলে শেষ, তখন ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে প্রথম ৩২ শট শেষে ১৫-১৫ সমতায় ছিল প্রেস্টন-ফুলহাম ম্যাচ। ফুলহামের তিমোথি কাস্তানিয়ে ৩৩তম শটটা বারের ওপর দিয়ে মারেন। প্রেস্টনের লেডসন গোল করে দলকে জয় এনে দেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম শেষ পর্যন্ত হার মানল দ্বিতীয় স্তরের প্রেস্টনের কাছে।
প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম যেখানে গত রাতে ব্যর্থ, অন্য মাঠে তৃতীয় স্তরের দল বার্নসলিকে রীতিমতো নাচিয়ে ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউনাইটেডের ৭ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মার্কাস রাশফোর্ড, আলেহান্দ্রো গারনাচো ও ক্রিস্টিয়ান এরিকসেন। বাকি গোলটি অ্যান্টনি। ৩৫ মিনিটে তাঁর গোলটি এসেছে পেনাল্টি থেকে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২১ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে