ক্রীড়া ডেস্ক
ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিয়মিত মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ফিলিস্তিনে বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী শিবির—কোনো কিছুই আর নিরাপদ নয় ইসরায়েলের হামলায়। মৃত্যুর মিছিলে এবার নাম লেখালেন এক ফুটবলার।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে মুহান্নাদ আল–লেলে নামে এক ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজার আল–মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় আহত হয়ে মারা যান মুহান্নাদ। ফিলিস্তিনি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হেনেছে। এই আঘাতে তাঁর (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়েছিল। তিনি মারা গেছেন মঙ্গলবার সকালে।’
মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৬–১৭ মৌসুমে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কও ছিলেন। মাঘাজি ছেড়ে এরপর শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ। এই ক্লাবের হয়ে তিনি দুই মৌসুম খেলেছেন। এদিকে ইসরায়েলি হামলায় একের পর এক ক্রীড়া স্থাপনা ধ্বংস হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন ২৬৫ নম্বরে পৌঁছেছে। এর মধ্যে ১৮৪ পুরোপুরি ধ্বংস। বাকি ৮১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ক্রীড়াক্ষেত্র কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যাপারে তথ্য দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পিএফএ লিখেছে, ‘ফিলিস্তিনের খেলাধুলার ওপর ইসরায়েলি বর্বরতা চলছেই। খাদামাত আল-মাঘাজি ক্লামের খেলোয়াড় মুহান্নাদ আল লেলের মৃত্যু এর সবশেষ সংযোজন। ২০২৩-এর ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ক্রীড়া সংশ্লিষ্ট ৫৮৫ ব্যক্তি মারা গেছেন, যার মধ্যে ২৬৫ জনই ফুটবলার।’
ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিয়মিত মৃত্যুর খবর শোনা যাচ্ছে। ফিলিস্তিনে বাড়িঘর, হাসপাতাল, শরণার্থী শিবির—কোনো কিছুই আর নিরাপদ নয় ইসরায়েলের হামলায়। মৃত্যুর মিছিলে এবার নাম লেখালেন এক ফুটবলার।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে মুহান্নাদ আল–লেলে নামে এক ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজার আল–মাঘাজি শরণার্থীশিবিরে নিজের বাসায় ইসরায়েলি বোমা হামলায় আহত হয়ে মারা যান মুহান্নাদ। ফিলিস্তিনি ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সোমবার একটি ড্রোন মুহান্নাদের বাসার তৃতীয় তলায় আঘাত হেনেছে। এই আঘাতে তাঁর (মুহান্নাদ) মাথায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয়েছিল। তিনি মারা গেছেন মঙ্গলবার সকালে।’
মুহান্নাদ ফিলিস্তিনি ক্লাব খাদামাত আল–মাঘাজির হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ২০১৬–১৭ মৌসুমে ফিলিস্তিন প্রিমিয়ার লিগে দলটির অধিনায়কও ছিলেন। মাঘাজি ছেড়ে এরপর শাবাব জাবালিয়াতে যোগ দেন মুহান্নাদ। এই ক্লাবের হয়ে তিনি দুই মৌসুম খেলেছেন। এদিকে ইসরায়েলি হামলায় একের পর এক ক্রীড়া স্থাপনা ধ্বংস হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি ফেডারেশন। এক বিবৃতিতে ফেডারেশন লিখেছে, ‘ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ক্রীড়া স্থাপনার সংখ্যা এখন ২৬৫ নম্বরে পৌঁছেছে। এর মধ্যে ১৮৪ পুরোপুরি ধ্বংস। বাকি ৮১টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ক্রীড়াক্ষেত্র কী পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে ব্যাপারে তথ্য দিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পিএফএ লিখেছে, ‘ফিলিস্তিনের খেলাধুলার ওপর ইসরায়েলি বর্বরতা চলছেই। খাদামাত আল-মাঘাজি ক্লামের খেলোয়াড় মুহান্নাদ আল লেলের মৃত্যু এর সবশেষ সংযোজন। ২০২৩-এর ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে ক্রীড়া সংশ্লিষ্ট ৫৮৫ ব্যক্তি মারা গেছেন, যার মধ্যে ২৬৫ জনই ফুটবলার।’
ফুটবল বিশ্বকাপে গত দুই আসরে জায়গা করে নিতে পারেনি ইতালি। অথচ বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন তারা। এবারও বিশ্বকাপ খেলার সুযোগ পাবে কি না, তা নিয়ে রয়েছে শঙ্কা। ফুটবলের এমন দুঃসময়ে দেশটিকে সুখবর এনে দিল ক্রিকেট৷ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই কিংবদন্তি ইংলিশ ব্যাটার জ্যাক হবস ও সাবেক অধিনায়ক মাইকেল ভনের পাশে বসলেন জো রুট। জসপ্রীত বুমরাকে চার মেরে লর্ডসে টানা তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন এই তারকা ব্যাটার। হবস ও ভনের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ঐতিহ্যবাহী মাঠে অসাধারণ কাজটি করলেন রুট। তবে এই সেঞ্চুরির পরই
১১ ঘণ্টা আগেজার্সির জয় আছে এক উইকেট, জয়ের জন্য দরকারও ১ বলে ১ রান। এমন নাটকীয় ম্যাচে শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে হারিয়ে চমকে দিল ইউরোপের দল জার্সি। রোমাঞ্চকর জয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার আশা জাগিয়ে রাখল তারা।
১৩ ঘণ্টা আগেপুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেও জাপানের কাছে হেরেছে ৬-৪ গোলে। আরেক সেমিফাইনালে মালয়েশিয়াকে শুটআউটে ৩ (৪)-৩ (৩) ব্যবধানে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে পাকিস্তান।
১৪ ঘণ্টা আগে