ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের যে স্টেডিয়ামে তিনি খেলবেন, সেখানে গ্যালারিতে মেসির জার্সি পরিহিত দর্শকদের দেখা যায়। এমনকি মেসির সঙ্গে ছবি তুলতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
মাঠ ও মাঠের বাইরে জনপ্রিয় মেসির নাম যেকোনো তালিকায় স্বাভাবিকভাবেই প্রথম সারিতে থাকে। এবার মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন ফুটবলার। এমএলএসের ওয়েবসাইটে গত রাতে এই তথ্য জানানো হয়েছে। সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় সেরা ২০-এর মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত কাভান এখানে আছেন ১৮ নম্বরে। ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। মায়ের সূত্রে জার্মানি ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হলেন কাভান।
২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত লিগে খেলা ফুটবলারদের মধ্যে এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে র্যাঙ্কিংটা হয়েছে। এই র্যাঙ্কিংটা করেছে ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিকস। মেসির জার্সি সবচেয়ে বেশি বিক্রি হওয়াতেই বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে তিনি কতটা জনপ্রিয়।এমএলএসে সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের পরই আছেন তাঁর বন্ধু লুইস সুয়ারেজ। মেসি-সুয়ারেজ দুজনই খেলছেন ইন্টার মায়ামিতে।
সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় প্রথম ২০ নম্বরে আছেন ইন্টার মায়ামির তিন ফুটবলার। মেসি-সুয়ারেজদের পাশাপাশি এই দলের অপর ফুটবলার হলেন সার্জিও বুসকেতস। ১৬ নম্বরে আছেন বুসকেতস। তবে কোন জার্সি কী পরিমাণে বিক্রি হয়েছে, সেটা অবশ্য জানায়নি এমএলএস।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচ ড্র হওয়ায় ইন্টার মায়ামি, আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল হচ্ছে পোর্তো ও পালমেইরাস। মায়ামির পরের ম্যাচ আজ রাতে পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মায়ামি-পোর্তো ম্যাচ। সেদিনই বাংলাদেশ সময় রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে পালমেইরাস-আল আহলি ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের যে স্টেডিয়ামে তিনি খেলবেন, সেখানে গ্যালারিতে মেসির জার্সি পরিহিত দর্শকদের দেখা যায়। এমনকি মেসির সঙ্গে ছবি তুলতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।
মাঠ ও মাঠের বাইরে জনপ্রিয় মেসির নাম যেকোনো তালিকায় স্বাভাবিকভাবেই প্রথম সারিতে থাকে। এবার মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন ফুটবলার। এমএলএসের ওয়েবসাইটে গত রাতে এই তথ্য জানানো হয়েছে। সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় সেরা ২০-এর মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত কাভান এখানে আছেন ১৮ নম্বরে। ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। মায়ের সূত্রে জার্মানি ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হলেন কাভান।
২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত লিগে খেলা ফুটবলারদের মধ্যে এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির ওপর ভিত্তি করে র্যাঙ্কিংটা হয়েছে। এই র্যাঙ্কিংটা করেছে ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিকস। মেসির জার্সি সবচেয়ে বেশি বিক্রি হওয়াতেই বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে তিনি কতটা জনপ্রিয়।এমএলএসে সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের পরই আছেন তাঁর বন্ধু লুইস সুয়ারেজ। মেসি-সুয়ারেজ দুজনই খেলছেন ইন্টার মায়ামিতে।
সর্বোচ্চ জার্সি বিক্রির তালিকায় প্রথম ২০ নম্বরে আছেন ইন্টার মায়ামির তিন ফুটবলার। মেসি-সুয়ারেজদের পাশাপাশি এই দলের অপর ফুটবলার হলেন সার্জিও বুসকেতস। ১৬ নম্বরে আছেন বুসকেতস। তবে কোন জার্সি কী পরিমাণে বিক্রি হয়েছে, সেটা অবশ্য জানায়নি এমএলএস।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। ‘এ’ গ্রুপের ম্যাচ ড্র হওয়ায় ইন্টার মায়ামি, আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠা এখন অনেক কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল হচ্ছে পোর্তো ও পালমেইরাস। মায়ামির পরের ম্যাচ আজ রাতে পোর্তোর বিপক্ষে। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মায়ামি-পোর্তো ম্যাচ। সেদিনই বাংলাদেশ সময় রাত ১০টায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে পালমেইরাস-আল আহলি ম্যাচ।
লর্ডসে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের প্রথম তিন দিনের খেলা এগোচ্ছিল প্রথাগত টেস্ট মেজাজেই। দুই দলই খেলতে থাকে সমান তালে। কিন্তু আজ চতুর্থ দিনে এসে হঠাৎ ঘুরে যায় ম্যাচের গতিপথ। ভারতের আগুনে বোলিংয়ে ২০০ রানও করতে পারল না ইংলিশরা।
২৩ মিনিট আগে২০১৭ সালে ডাম্বুলাতেই তামিম ইকবালের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ৯০ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেটি ছিল ওয়ানডেতে। সংস্করণ ভিন্ন হলেও সেই ডাম্বুলাতে আজ শ্রীলঙ্কাকে আবার হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে ফিরল বাংলাদেশ।
৩২ মিনিট আগেএক ম্যাচ রান করলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকে লিটন দাসের ব্যাট। বোঝাই যাচ্ছে, তাঁর পারফরম্যান্সে ধারাবাহিকতার কী পরিমাণ অভাব। এমনকি কোচ ফিল সিমন্সও গতকাল বলেছিলেন, ‘লিটনের আত্মবিশ্বাস কমে গেছে।’ কোচের এমন কথা বলার ঠিক পরদিনই জেগে উঠলেন লিটন।
২ ঘণ্টা আগেপ্রথমার্ধে বাংলাদেশের কাছ থেকে মিলল দাপুটে ফুটবলের প্রতিচ্ছবি। ২ গোলে এগিয়ে থেকে অনেকটাই নির্ভার ছিল পিটার বাটলারের দল। সেই বাংলাদেশ দ্বিতীয়ার্ধে একেবারেই অচেনা। সেটার সুযোগ নিয়ে নেপাল ম্যাচে ফিরে আসে দারুণভাবে। তবে নাটক এখানেই শেষ নয়। ম্যাচের শেষ মিনিটে তৃষ্ণা রানির গোলে বাংলাদেশ আজ মাঠ ছাড়ে ৩-২ গো
২ ঘণ্টা আগে