
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেইমার। এবারের বিদায়কে সবচেয়ে বড় আঘাত বলে মনে করছেন তিনি। এতটাই হতাশ হয়েছেন যে, সামাজিক মাধ্যমে মনস্তাত্ত্বিকভাবে বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
নেইমার বলেছেন, ‘মনস্তাত্ত্বিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি। এই পরাজয়টি অবশ্যই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। যা আমাকে ১০ মিনিটের জন্য পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিল। আমি অবিরাম কান্না করেছি। দুর্ভাগ্যবশত, এটি একটি দীর্ঘ সময়ের জন্য আঘাত করছে।’
সতীর্থদের পারফরম্যান্স নিয়ে গর্বিত বলে জানিয়েছেন নেইমার। দলের জয় প্রাপ্য ছিল কিন্তু ভাগ্যের ছোঁয়া পাননি বলে জানিয়েছেন তিনি। পিএসজির এই তারকা বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। সতীর্থদের জন্য গর্বিত কারণ ম্যাচে প্রতিশ্রুতি এবং উৎসর্গের অভাব ছিল না। দলটির জয় প্রাপ্য ছিল, আমাদের এটি প্রাপ্য ছিল, ব্রাজিলের এটি প্রাপ্য ছিল কিন্তু ঈশ্বরের ইচ্ছা হয়তো ছিল না।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নেইমার বলেছেন, ‘মাঠের ভেতর থেকে প্রত্যেকের স্নেহ অনুভব করা প্রতিটি ত্যাগের মূল্য ছিল। জাতীয় দলকে সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত এটি কাজ করেনি...এটি দীর্ঘ, দীর্ঘ সময়ের জন্য আঘাত করতে চলেছে।’
সৃষ্টিকর্তার প্রতি তাঁর কোনো অনুযোগ নেই বলেও জানিয়েছেন নেইমার। ঈশ্বরের প্রতি ধন্যবাদজ্ঞাপন করে ৩০ বছর বয়সী তারকা বলেছেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ ঈশ্বর। আমাকে সবকিছু দিয়েছেন তাই কোনো অভিযোগ করতে পারি না। আমার ওপর নজর রাখার জন্য ধন্যবাদ। পরিস্থিতি নির্বিশেষে সমস্ত সম্মান এবং গৌরব সব সময় আপনার জন্য।’

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেইমার। এবারের বিদায়কে সবচেয়ে বড় আঘাত বলে মনে করছেন তিনি। এতটাই হতাশ হয়েছেন যে, সামাজিক মাধ্যমে মনস্তাত্ত্বিকভাবে বিধ্বস্ত হওয়ার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
নেইমার বলেছেন, ‘মনস্তাত্ত্বিকভাবে বিধ্বস্ত হয়ে গেছি। এই পরাজয়টি অবশ্যই আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। যা আমাকে ১০ মিনিটের জন্য পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছিল। আমি অবিরাম কান্না করেছি। দুর্ভাগ্যবশত, এটি একটি দীর্ঘ সময়ের জন্য আঘাত করছে।’
সতীর্থদের পারফরম্যান্স নিয়ে গর্বিত বলে জানিয়েছেন নেইমার। দলের জয় প্রাপ্য ছিল কিন্তু ভাগ্যের ছোঁয়া পাননি বলে জানিয়েছেন তিনি। পিএসজির এই তারকা বলেছেন, ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। সতীর্থদের জন্য গর্বিত কারণ ম্যাচে প্রতিশ্রুতি এবং উৎসর্গের অভাব ছিল না। দলটির জয় প্রাপ্য ছিল, আমাদের এটি প্রাপ্য ছিল, ব্রাজিলের এটি প্রাপ্য ছিল কিন্তু ঈশ্বরের ইচ্ছা হয়তো ছিল না।’
সমর্থকদের ধন্যবাদ জানিয়ে নেইমার বলেছেন, ‘মাঠের ভেতর থেকে প্রত্যেকের স্নেহ অনুভব করা প্রতিটি ত্যাগের মূল্য ছিল। জাতীয় দলকে সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত এটি কাজ করেনি...এটি দীর্ঘ, দীর্ঘ সময়ের জন্য আঘাত করতে চলেছে।’
সৃষ্টিকর্তার প্রতি তাঁর কোনো অনুযোগ নেই বলেও জানিয়েছেন নেইমার। ঈশ্বরের প্রতি ধন্যবাদজ্ঞাপন করে ৩০ বছর বয়সী তারকা বলেছেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ ঈশ্বর। আমাকে সবকিছু দিয়েছেন তাই কোনো অভিযোগ করতে পারি না। আমার ওপর নজর রাখার জন্য ধন্যবাদ। পরিস্থিতি নির্বিশেষে সমস্ত সম্মান এবং গৌরব সব সময় আপনার জন্য।’

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২৫ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে