Ajker Patrika

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

আজকের পত্রিকা ডেস্ক­
জয়সূচক গোলের পর সতীর্থদের নিয়ে শাকিলের উদ্‌যাপন। ছবি: বাফুফে
জয়সূচক গোলের পর সতীর্থদের নিয়ে শাকিলের উদ্‌যাপন। ছবি: বাফুফে

সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগ টেবিলের দুই আর তিনের লড়াইটা ভালোই জমে উঠেছিল। প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে রক্ষণভাগে সেভাবে ভাঙন ধরাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শানায় দুই দলই। এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৮ মিনিটে বল আসে রহমতগঞ্জের বক্সের ওপর। বল বাতাসে রেখেই দারুণ শটে গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করেন ডিফেন্ডার শাকিল। অরক্ষিত ছিলেন শাকিল। তাঁকে অরক্ষিত রাখার মাশুলই গুনতে হয়েছে রহমতগঞ্জকে। ব্যবধান দ্বিগুণ করাও সুযোগ পায় আবাহনী। কিন্তু ইব্রাহিমের গড়ানো শট খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল।

এই জয়ে টেবিলের দুইয়ে থাকা আবাহনীর অর্জন ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে একে মোহামেডান। প্রথম লেগ শেষ হওয়ার আগে আর একটি করে ম্যাচ খেলবে আবাহনী ও মোহামেডান। আগামী শুক্রবার দিয়াবাতে-সানডেরা নামবে ফকিরেরপুল ইয়াংমেন্সের বিপক্ষে। একইদিন ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে খেলবে মিতুলরা।

দুই দলই চাইছে প্রথম লেগের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে। তেমনটা হলে টেবিলের এক আর দুই নম্বর পজিশনে থেকেই মিড সিজন বিরতিতে যাবে ঐতিহ্যবাহী দুই ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত