নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগ টেবিলের দুই আর তিনের লড়াইটা ভালোই জমে উঠেছিল। প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে রক্ষণভাগে সেভাবে ভাঙন ধরাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শানায় দুই দলই। এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৮ মিনিটে বল আসে রহমতগঞ্জের বক্সের ওপর। বল বাতাসে রেখেই দারুণ শটে গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করেন ডিফেন্ডার শাকিল। অরক্ষিত ছিলেন শাকিল। তাঁকে অরক্ষিত রাখার মাশুলই গুনতে হয়েছে রহমতগঞ্জকে। ব্যবধান দ্বিগুণ করাও সুযোগ পায় আবাহনী। কিন্তু ইব্রাহিমের গড়ানো শট খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল।
এই জয়ে টেবিলের দুইয়ে থাকা আবাহনীর অর্জন ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে একে মোহামেডান। প্রথম লেগ শেষ হওয়ার আগে আর একটি করে ম্যাচ খেলবে আবাহনী ও মোহামেডান। আগামী শুক্রবার দিয়াবাতে-সানডেরা নামবে ফকিরেরপুল ইয়াংমেন্সের বিপক্ষে। একইদিন ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে খেলবে মিতুলরা।
দুই দলই চাইছে প্রথম লেগের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে। তেমনটা হলে টেবিলের এক আর দুই নম্বর পজিশনে থেকেই মিড সিজন বিরতিতে যাবে ঐতিহ্যবাহী দুই ক্লাব।
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগ টেবিলের দুই আর তিনের লড়াইটা ভালোই জমে উঠেছিল। প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে। তবে রক্ষণভাগে সেভাবে ভাঙন ধরাতে পারেনি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ শানায় দুই দলই। এবার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৬৮ মিনিটে বল আসে রহমতগঞ্জের বক্সের ওপর। বল বাতাসে রেখেই দারুণ শটে গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করেন ডিফেন্ডার শাকিল। অরক্ষিত ছিলেন শাকিল। তাঁকে অরক্ষিত রাখার মাশুলই গুনতে হয়েছে রহমতগঞ্জকে। ব্যবধান দ্বিগুণ করাও সুযোগ পায় আবাহনী। কিন্তু ইব্রাহিমের গড়ানো শট খুঁজে পায়নি প্রতিপক্ষের জাল।
এই জয়ে টেবিলের দুইয়ে থাকা আবাহনীর অর্জন ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ২৪ পয়েন্ট নিয়ে একে মোহামেডান। প্রথম লেগ শেষ হওয়ার আগে আর একটি করে ম্যাচ খেলবে আবাহনী ও মোহামেডান। আগামী শুক্রবার দিয়াবাতে-সানডেরা নামবে ফকিরেরপুল ইয়াংমেন্সের বিপক্ষে। একইদিন ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে খেলবে মিতুলরা।
দুই দলই চাইছে প্রথম লেগের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে। তেমনটা হলে টেবিলের এক আর দুই নম্বর পজিশনে থেকেই মিড সিজন বিরতিতে যাবে ঐতিহ্যবাহী দুই ক্লাব।
৯ বছরের ক্রিকেট ক্যারিয়ার; এর মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার চূড়ায় অবস্থান করছেন রশিদ খান। ছাড়িয়ে গেছেন ক্যারিবীয় কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে।
১১ মিনিট আগেশেষ ভালো যাঁর, সব ভালো তাঁর-রুদ্ধশ্বাস এক ফাইনালে গত রাতে শেষ হওয়া ২০২৫ বিপিএল দেখে এমনটা মনে হতেই পারে। তবে টুর্নামেন্ট জুড়ে পারিশ্রমিক বিতর্ক নিয়ে একের পর এক সংবাদ হয়েছে, সেটার রেশ কি চলে যাবে এত সহজে!
২০ মিনিট আগে২০২২ সালে সাফ জেতার পর অনেকটাই আড়ালে চলে যান আঁখি খাতুন। অভিমানে জাতীয় দল ছেড়ে চীনে পাড়ি জমান এই ডিফেন্ডার। তবে ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা ছিল নিয়মিতই। এবার বিয়ের পিঁড়িতে বসলেন তিনি।
১ ঘণ্টা আগেশিরোনাম দেখেই আর্জেন্টিনার ম্যাচে গোলবন্যার ব্যাপারটি অনুমান করার কথা। ৯০ মিনিটের ম্যাচে ৭ গোল হওয়া তো কম কথা নয়। উরুগুয়ের বিপক্ষে গোলবন্যার ম্যাচে শেষ হাসি হেসেছে আলবিসেলেস্তেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের রাতে জয় পেয়েছে ব্রাজিল।
১ ঘণ্টা আগে