
লিগ ওয়ান যেন এ বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার এক নাম। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিততেই পারছে না পিএসজি। গতকাল লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। বড় ব্যবধানে হেরে নিজেদের দুর্বল দল মনে করছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার চোটে পড়ায় গতকাল মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি। আশরাফ হাকিমি ও সার্জিও রামোস—এই দুই ডিফেন্ডারও ছিলেন না পিএসজির মূল একাদশে। আর ম্যাচে হওয়া ৪টা গোলই হয়েছে প্রথমার্ধে। চার মিনিটে গোল করেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্ডার গোলোভিন। এরপর ১৮ মিনিটে গোল করেন মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদের। ৩৯ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। গোল করেন প্যারিসিয়ানদের মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোনাকোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বেন ইয়েদের।
দুই তারকা ফুটবলার ছাড়া বড় ব্যবধানে হেরে হতাশ গালতিয়ের। একই সঙ্গে তাঁর ভাবনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে। মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। সংবাদ সম্মেলনে প্যারিসিয়ানদের কোচ বলেন, ‘আমাদের দলটা খুবই দুর্বল এবং খুব চিন্তায় আছি। মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি বেশি চিন্তিত। যারা এই ম্যাচে খেলতে পারেনি, তাদের কেউ মঙ্গলবার খেলে কি না, সেটাই দেখার বিষয়। এমন পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’
এই ম্যাচে পিএসজি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করতে পেরেছে মাত্র দুবার। অন্যদিকে পিএসজির লক্ষ্য বরাবর মোনাকো শট নিয়েছে ৯টি। আক্রমণাত্মক ফুটবল খেলার ঘাটতি ছিল বলে মনে করছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘গতিশীল ফুটবল খেলার ঘাটতি ছিল। দলের বর্তমান অবস্থাই এমন। এটা লুকোনোর কিছু নেই।’

লিগ ওয়ান যেন এ বছর প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হতাশার এক নাম। এই টুর্নামেন্টে ধারাবাহিকভাবে জিততেই পারছে না পিএসজি। গতকাল লুইজ টু স্টেডিয়ামে মোনাকোর কাছে ৩-১ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। বড় ব্যবধানে হেরে নিজেদের দুর্বল দল মনে করছেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে—এ দুই তারকা ফুটবলার চোটে পড়ায় গতকাল মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি। আশরাফ হাকিমি ও সার্জিও রামোস—এই দুই ডিফেন্ডারও ছিলেন না পিএসজির মূল একাদশে। আর ম্যাচে হওয়া ৪টা গোলই হয়েছে প্রথমার্ধে। চার মিনিটে গোল করেন মোনাকোর মিডফিল্ডার আলেকজান্ডার গোলোভিন। এরপর ১৮ মিনিটে গোল করেন মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েদের। ৩৯ মিনিটে ব্যবধান কমায় পিএসজি। গোল করেন প্যারিসিয়ানদের মিডফিল্ডার ওয়ারেন জায়ের এমেরি। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মোনাকোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বেন ইয়েদের।
দুই তারকা ফুটবলার ছাড়া বড় ব্যবধানে হেরে হতাশ গালতিয়ের। একই সঙ্গে তাঁর ভাবনা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচ নিয়ে। মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে পিএসজি। সংবাদ সম্মেলনে প্যারিসিয়ানদের কোচ বলেন, ‘আমাদের দলটা খুবই দুর্বল এবং খুব চিন্তায় আছি। মঙ্গলবারের ম্যাচ নিয়ে আমি বেশি চিন্তিত। যারা এই ম্যাচে খেলতে পারেনি, তাদের কেউ মঙ্গলবার খেলে কি না, সেটাই দেখার বিষয়। এমন পরিস্থিতিতে আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে।’
এই ম্যাচে পিএসজি বল দখলে রেখেছিল ৫৯ শতাংশ। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট করতে পেরেছে মাত্র দুবার। অন্যদিকে পিএসজির লক্ষ্য বরাবর মোনাকো শট নিয়েছে ৯টি। আক্রমণাত্মক ফুটবল খেলার ঘাটতি ছিল বলে মনে করছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘গতিশীল ফুটবল খেলার ঘাটতি ছিল। দলের বর্তমান অবস্থাই এমন। এটা লুকোনোর কিছু নেই।’

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩০ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে