ক্রীড়া ডেস্ক
ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বিদ্বেষমূলক অপরাধ ও হুমকি দেওয়ার কারণে ৪ জনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছেন মাদ্রিদের আদালত।
২০২৩ সালের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদের মধ্যকার কোপা দেল রের ম্যাচ শুরু হওয়ার আগে এমন কাণ্ড ঘটান ৪ দর্শক। ভিনিসিয়ুসের একটি প্রতিকৃতি বানিয়ে রিয়ালের অনুশীলন মাঠের সামনে একটি সেতুতে ঝুলিয়ে রাখেন তারা। এছাড়া একটি ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’
লা লিগার অভিযোগের পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এক বিবৃতিতে লা লিগা জানায়, স্পেনের দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী, ঘৃণাত্মক অপরাধের জন্য ১৫ মাসের কারাদণ্ড এবং হুমকি দেওয়ার জন্য অতিরিক্ত ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এক অভিযুক্তকে। কারণ তিনি সেই ঘটনার ছবি অনলাইনে ছড়িয়ে দেন। বাকি তিনজন অভিযুক্তকে ঘৃণাত্মক অপরাধের জন্য ৭ মাস এবং হুমকির জন্য আরও ৭ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া প্রথম অভিযুক্তকে ১০৮৪ ইউরো এবং বাকি তিনজনকে ৭২০ ইউরো করে জরিমানা করেন আদালত। তাঁদের সবাইকে ভিনিসিয়ুসের বাড়ি ও কর্মস্থল থেকে ১ কিলোমিটার দূরে থাকতে হবে। স্প্যানিশ ফুটবল আয়োজিত কোনো ম্যাচের ৪ ঘণ্টা আগে ও পরে এক কিলোমিটারের আশেপাশে থাকতে পারবেন না। কারাদণ্ড শেষ হওয়ার পর চার বছর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।
ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি বিদ্বেষমূলক অপরাধ ও হুমকি দেওয়ার কারণে ৪ জনকে ১৪ থেকে ২২ মাসের জেল দিয়েছেন মাদ্রিদের আদালত।
২০২৩ সালের জানুয়ারিতে রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদের মধ্যকার কোপা দেল রের ম্যাচ শুরু হওয়ার আগে এমন কাণ্ড ঘটান ৪ দর্শক। ভিনিসিয়ুসের একটি প্রতিকৃতি বানিয়ে রিয়ালের অনুশীলন মাঠের সামনে একটি সেতুতে ঝুলিয়ে রাখেন তারা। এছাড়া একটি ব্যানারে লেখা ছিল, ‘রিয়ালকে ঘৃণা করে মাদ্রিদ।’
লা লিগার অভিযোগের পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এক বিবৃতিতে লা লিগা জানায়, স্পেনের দণ্ডবিধির ৫১০ ধারা অনুযায়ী, ঘৃণাত্মক অপরাধের জন্য ১৫ মাসের কারাদণ্ড এবং হুমকি দেওয়ার জন্য অতিরিক্ত ৭ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এক অভিযুক্তকে। কারণ তিনি সেই ঘটনার ছবি অনলাইনে ছড়িয়ে দেন। বাকি তিনজন অভিযুক্তকে ঘৃণাত্মক অপরাধের জন্য ৭ মাস এবং হুমকির জন্য আরও ৭ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া প্রথম অভিযুক্তকে ১০৮৪ ইউরো এবং বাকি তিনজনকে ৭২০ ইউরো করে জরিমানা করেন আদালত। তাঁদের সবাইকে ভিনিসিয়ুসের বাড়ি ও কর্মস্থল থেকে ১ কিলোমিটার দূরে থাকতে হবে। স্প্যানিশ ফুটবল আয়োজিত কোনো ম্যাচের ৪ ঘণ্টা আগে ও পরে এক কিলোমিটারের আশেপাশে থাকতে পারবেন না। কারাদণ্ড শেষ হওয়ার পর চার বছর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
৯ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
২ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
৩ ঘণ্টা আগে