
নতুন মৌসুম শিরোপা দিয়ে শুরু করল বায়ার্ন মিউনিখ। জার্মান সুপার কাপে রোমাঞ্চকর লড়াইয়ে লাইপজিগকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। বায়ার্নের হয়ে ১ গোল করে নিজের অভিষেকটাও দারুণভাবে রাঙিয়েছেন সাদিও মানে।
লাইপজিগের রেড বুল অ্যারেনায় শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখিয়েছে বার্য়ান। তারা প্রথমার্ধে ৩ গোল করেছে, যার শুরুটা করেছেন জামাল মুসিয়ালা। ১৪ মিনিটে প্রথম লিড এনে দেন লিগ চ্যাম্পিয়নদের। বায়ার্নের নেওয়া কর্নার কিক লাইপজিগের ডিফেন্ডাররা ঠিকমতো ক্লিয়ার করতে না পারার সুযোগ কাজে লাগান আক্রমণাত্মক মিডফিল্ডার। পরে দলের হয়ে ২ গোলে সহায়তাও করেছেন তরুণ এই ফুটবলার। দলের দ্বিতীয় গোলটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া সাদিও মানে। বায়ার্নের হয়ে অভিষেকেই গোল পেয়েছেন সেনেগালিজ তারকা। আর বিরতিতে যাওয়ার আগে তৃতীয় গোলটি করেছেন বেনজামিন পাভার্দ। ৪৫ মিনিটে গোলটি করেন দলটির ডিফেন্ডার।
বিরতির পর ম্যাচে ফিরে আসার চেষ্টা করেন লাইপজিগ। আন্দ্রে সিলভার হেড লক্ষ্যভ্রষ্ট না হলে ৫৬ মিনিটেই গোল পেত স্বাগতিকেরা। সুযোগটি হাতছাড়া হওয়ার পর অবশ্য গোল পেতে খুব বেশি সময় নেননি লাইপজিগের ফুটবলাররা। তিন মিনিট পরেই দলের হয়ে প্রথম গোল করেন মার্সেল হলস্টেনবার্গ। গোলটি করে লাইপজিগ ফুটবলাররা ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে সের্গে নাব্রি দলের চতুর্থ গোলটি করাতে স্বাগতিকেরা ম্যাচ থেকে আবার ছিটকে পড়ে। তবে ৭৭ ও ৮৯ মিনিটে ক্রিস্টোফার এনকঙ্কু ও দানি ওলমোরের ২ গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় ৪-৩। লাইপজিগের ফুটবলাররা রোমাঞ্চকর ম্যাচের শেষ দিকে অতিরিক্তি সময় ৭ মিনিট পেলেও গোল শোধ করতে পারেননি। উল্টো বায়ার্নের বদলি ফুটবলার লেরয় সানে তাদের জালে দলের পঞ্চম গোল করেন। ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচটি বায়ার্ন জয় নিয়ে মাঠ ছাড়ে।
জার্মান সুপার কাপের ইতিহাসে ৮ গোলের ম্যাচ আগে কখনো হয়নি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোল ছিল সাতটি। ১৯৮৯ সালের ম্যাচটিতে বায়ার্ন খেলেছিল বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ফলে গতকালের ম্যাচটি ৮ গোলের নতুন রেকর্ড গড়েছে। বায়ার্ন দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক শিরোপা জিতেছে। এর আগে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত হ্যাটট্রিক শিরোপা জিতেছিল ক্লাবটি। আর সব মিলিয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের এটি দশম শিরোপা।

নতুন মৌসুম শিরোপা দিয়ে শুরু করল বায়ার্ন মিউনিখ। জার্মান সুপার কাপে রোমাঞ্চকর লড়াইয়ে লাইপজিগকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন। বায়ার্নের হয়ে ১ গোল করে নিজের অভিষেকটাও দারুণভাবে রাঙিয়েছেন সাদিও মানে।
লাইপজিগের রেড বুল অ্যারেনায় শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখিয়েছে বার্য়ান। তারা প্রথমার্ধে ৩ গোল করেছে, যার শুরুটা করেছেন জামাল মুসিয়ালা। ১৪ মিনিটে প্রথম লিড এনে দেন লিগ চ্যাম্পিয়নদের। বায়ার্নের নেওয়া কর্নার কিক লাইপজিগের ডিফেন্ডাররা ঠিকমতো ক্লিয়ার করতে না পারার সুযোগ কাজে লাগান আক্রমণাত্মক মিডফিল্ডার। পরে দলের হয়ে ২ গোলে সহায়তাও করেছেন তরুণ এই ফুটবলার। দলের দ্বিতীয় গোলটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া সাদিও মানে। বায়ার্নের হয়ে অভিষেকেই গোল পেয়েছেন সেনেগালিজ তারকা। আর বিরতিতে যাওয়ার আগে তৃতীয় গোলটি করেছেন বেনজামিন পাভার্দ। ৪৫ মিনিটে গোলটি করেন দলটির ডিফেন্ডার।
বিরতির পর ম্যাচে ফিরে আসার চেষ্টা করেন লাইপজিগ। আন্দ্রে সিলভার হেড লক্ষ্যভ্রষ্ট না হলে ৫৬ মিনিটেই গোল পেত স্বাগতিকেরা। সুযোগটি হাতছাড়া হওয়ার পর অবশ্য গোল পেতে খুব বেশি সময় নেননি লাইপজিগের ফুটবলাররা। তিন মিনিট পরেই দলের হয়ে প্রথম গোল করেন মার্সেল হলস্টেনবার্গ। গোলটি করে লাইপজিগ ফুটবলাররা ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে সের্গে নাব্রি দলের চতুর্থ গোলটি করাতে স্বাগতিকেরা ম্যাচ থেকে আবার ছিটকে পড়ে। তবে ৭৭ ও ৮৯ মিনিটে ক্রিস্টোফার এনকঙ্কু ও দানি ওলমোরের ২ গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় ৪-৩। লাইপজিগের ফুটবলাররা রোমাঞ্চকর ম্যাচের শেষ দিকে অতিরিক্তি সময় ৭ মিনিট পেলেও গোল শোধ করতে পারেননি। উল্টো বায়ার্নের বদলি ফুটবলার লেরয় সানে তাদের জালে দলের পঞ্চম গোল করেন। ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচটি বায়ার্ন জয় নিয়ে মাঠ ছাড়ে।
জার্মান সুপার কাপের ইতিহাসে ৮ গোলের ম্যাচ আগে কখনো হয়নি। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোল ছিল সাতটি। ১৯৮৯ সালের ম্যাচটিতে বায়ার্ন খেলেছিল বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ফলে গতকালের ম্যাচটি ৮ গোলের নতুন রেকর্ড গড়েছে। বায়ার্ন দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিক শিরোপা জিতেছে। এর আগে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত হ্যাটট্রিক শিরোপা জিতেছিল ক্লাবটি। আর সব মিলিয়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের এটি দশম শিরোপা।

দারুণ ছুটছিলেন কিলিয়ান এমবাপ্পে। একের পর এক গোল করে রেকর্ড গড়ে যাচ্ছিলেন ফরাসি ফরোয়ার্ড। তাঁর এই সুসময়ে বাদ সাধল হাঁটুর চোট। এমবাপ্পের চোটে বড় দুশিন্তায় পড়ল রিয়াল মাদ্রিদ।
২ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৩ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে