নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাই সৌদি আরব থেকেই ইতালিতে ফিরতে হয় এই ফুটবলারকে। কোচ হাভিয়ের কাবরেরার এমন সিদ্ধান্ত বিস্ময়ের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দেয়।
আজ জাতীয় দল কমিটির সভায় ওঠে ফাহামিদুল প্রসঙ্গ। কমিটির অনেক কর্মকর্তাই ফাহামিদুলকে দলে নেওয়ার দাবি তোলেন৷ বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালও সায় দেন তাতে।
বাফুফে সূত্রে জানা গেছে, কোচ বলেছেন ফাহামিদুল তাঁর নজরে আছে। তিনিই তাঁকে স্কাউটিং করেছেন। কিন্তু ভারতের বিপক্ষে খেলার মতো উপযুক্ত নয়।কোচের দাবি হামজা চৌধুরী-সমিত সোমের মতো ফাহামিদুল পরীক্ষিত খেলোয়াড় নয়। তাঁর গেমটাইমের প্রয়োজন। এজন্য তাঁর ক্লাবের পরিচালক ও তাঁর সঙ্গে কথা বলছেন তিনি৷ তাঁকে পরিপক্ক হতে হবে আরও। প্রস্তুতি ম্যাচ খেললে তাঁকে গেমটাইম দেওয়া যাবে। ভালো করলে অবশ্যই দলে নেওয়া হবে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ৩১ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই দলে ফাহামিদুল থাকেন কি না সেটাই দেখার বিষয়। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ এখনো ঠিক করা হয়নি।
সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আজ বলেন, ‘আমরা অনেকদেশের সঙ্গে আলাপ আলোচনা করছি। যেহেতু আমাদের ঢাকাতে খেলা আছে, তাই প্রস্তুতি ম্যাচটি ঢাকায় আয়োজন করতে চাইব। দুই একদিনের ভেতর ঠিক করা হবে।’
প্রস্তুতি ম্যাচের জন্য সুদান, ভুটান ও ইথিওপিয়ার সঙ্গে কথা বলছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে ৩ সদস্যের নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সভায়। এছাড়া বিদেশি গোলকিপিং কোচ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে বর্তমানে রয়েছেন নুরুজ্জামান নয়ন। তবে তিনি বসুন্ধরা কিংসেরও কোচ হিসেবে কাজ করছেন।

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাই সৌদি আরব থেকেই ইতালিতে ফিরতে হয় এই ফুটবলারকে। কোচ হাভিয়ের কাবরেরার এমন সিদ্ধান্ত বিস্ময়ের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দেয়।
আজ জাতীয় দল কমিটির সভায় ওঠে ফাহামিদুল প্রসঙ্গ। কমিটির অনেক কর্মকর্তাই ফাহামিদুলকে দলে নেওয়ার দাবি তোলেন৷ বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালও সায় দেন তাতে।
বাফুফে সূত্রে জানা গেছে, কোচ বলেছেন ফাহামিদুল তাঁর নজরে আছে। তিনিই তাঁকে স্কাউটিং করেছেন। কিন্তু ভারতের বিপক্ষে খেলার মতো উপযুক্ত নয়।কোচের দাবি হামজা চৌধুরী-সমিত সোমের মতো ফাহামিদুল পরীক্ষিত খেলোয়াড় নয়। তাঁর গেমটাইমের প্রয়োজন। এজন্য তাঁর ক্লাবের পরিচালক ও তাঁর সঙ্গে কথা বলছেন তিনি৷ তাঁকে পরিপক্ক হতে হবে আরও। প্রস্তুতি ম্যাচ খেললে তাঁকে গেমটাইম দেওয়া যাবে। ভালো করলে অবশ্যই দলে নেওয়া হবে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ৩১ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই দলে ফাহামিদুল থাকেন কি না সেটাই দেখার বিষয়। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ এখনো ঠিক করা হয়নি।
সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আজ বলেন, ‘আমরা অনেকদেশের সঙ্গে আলাপ আলোচনা করছি। যেহেতু আমাদের ঢাকাতে খেলা আছে, তাই প্রস্তুতি ম্যাচটি ঢাকায় আয়োজন করতে চাইব। দুই একদিনের ভেতর ঠিক করা হবে।’
প্রস্তুতি ম্যাচের জন্য সুদান, ভুটান ও ইথিওপিয়ার সঙ্গে কথা বলছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে ৩ সদস্যের নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সভায়। এছাড়া বিদেশি গোলকিপিং কোচ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে বর্তমানে রয়েছেন নুরুজ্জামান নয়ন। তবে তিনি বসুন্ধরা কিংসেরও কোচ হিসেবে কাজ করছেন।

মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩০ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩৬ মিনিট আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৩ ঘণ্টা আগে