নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাই সৌদি আরব থেকেই ইতালিতে ফিরতে হয় এই ফুটবলারকে। কোচ হাভিয়ের কাবরেরার এমন সিদ্ধান্ত বিস্ময়ের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দেয়।
আজ জাতীয় দল কমিটির সভায় ওঠে ফাহামিদুল প্রসঙ্গ। কমিটির অনেক কর্মকর্তাই ফাহামিদুলকে দলে নেওয়ার দাবি তোলেন৷ বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালও সায় দেন তাতে।
বাফুফে সূত্রে জানা গেছে, কোচ বলেছেন ফাহামিদুল তাঁর নজরে আছে। তিনিই তাঁকে স্কাউটিং করেছেন। কিন্তু ভারতের বিপক্ষে খেলার মতো উপযুক্ত নয়।কোচের দাবি হামজা চৌধুরী-সমিত সোমের মতো ফাহামিদুল পরীক্ষিত খেলোয়াড় নয়। তাঁর গেমটাইমের প্রয়োজন। এজন্য তাঁর ক্লাবের পরিচালক ও তাঁর সঙ্গে কথা বলছেন তিনি৷ তাঁকে পরিপক্ক হতে হবে আরও। প্রস্তুতি ম্যাচ খেললে তাঁকে গেমটাইম দেওয়া যাবে। ভালো করলে অবশ্যই দলে নেওয়া হবে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ৩১ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই দলে ফাহামিদুল থাকেন কি না সেটাই দেখার বিষয়। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ এখনো ঠিক করা হয়নি।
সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আজ বলেন, ‘আমরা অনেকদেশের সঙ্গে আলাপ আলোচনা করছি। যেহেতু আমাদের ঢাকাতে খেলা আছে, তাই প্রস্তুতি ম্যাচটি ঢাকায় আয়োজন করতে চাইব। দুই একদিনের ভেতর ঠিক করা হবে।’
প্রস্তুতি ম্যাচের জন্য সুদান, ভুটান ও ইথিওপিয়ার সঙ্গে কথা বলছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে ৩ সদস্যের নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সভায়। এছাড়া বিদেশি গোলকিপিং কোচ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে বর্তমানে রয়েছেন নুরুজ্জামান নয়ন। তবে তিনি বসুন্ধরা কিংসেরও কোচ হিসেবে কাজ করছেন।

মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল ইসলাম। তাই সৌদি আরব থেকেই ইতালিতে ফিরতে হয় এই ফুটবলারকে। কোচ হাভিয়ের কাবরেরার এমন সিদ্ধান্ত বিস্ময়ের পাশাপাশি ক্ষোভেরও জন্ম দেয়।
আজ জাতীয় দল কমিটির সভায় ওঠে ফাহামিদুল প্রসঙ্গ। কমিটির অনেক কর্মকর্তাই ফাহামিদুলকে দলে নেওয়ার দাবি তোলেন৷ বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালও সায় দেন তাতে।
বাফুফে সূত্রে জানা গেছে, কোচ বলেছেন ফাহামিদুল তাঁর নজরে আছে। তিনিই তাঁকে স্কাউটিং করেছেন। কিন্তু ভারতের বিপক্ষে খেলার মতো উপযুক্ত নয়।কোচের দাবি হামজা চৌধুরী-সমিত সোমের মতো ফাহামিদুল পরীক্ষিত খেলোয়াড় নয়। তাঁর গেমটাইমের প্রয়োজন। এজন্য তাঁর ক্লাবের পরিচালক ও তাঁর সঙ্গে কথা বলছেন তিনি৷ তাঁকে পরিপক্ক হতে হবে আরও। প্রস্তুতি ম্যাচ খেললে তাঁকে গেমটাইম দেওয়া যাবে। ভালো করলে অবশ্যই দলে নেওয়া হবে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এর আগে ৩১ মে থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেই দলে ফাহামিদুল থাকেন কি না সেটাই দেখার বিষয়। ৫ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ এখনো ঠিক করা হয়নি।
সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু আজ বলেন, ‘আমরা অনেকদেশের সঙ্গে আলাপ আলোচনা করছি। যেহেতু আমাদের ঢাকাতে খেলা আছে, তাই প্রস্তুতি ম্যাচটি ঢাকায় আয়োজন করতে চাইব। দুই একদিনের ভেতর ঠিক করা হবে।’
প্রস্তুতি ম্যাচের জন্য সুদান, ভুটান ও ইথিওপিয়ার সঙ্গে কথা বলছে বাফুফে। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচকে সহায়তা করার জন্য সাবেক খেলোয়াড়দের নিয়ে ৩ সদস্যের নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সভায়। এছাড়া বিদেশি গোলকিপিং কোচ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। জাতীয় দলের গোলকিপিং কোচ হিসেবে বর্তমানে রয়েছেন নুরুজ্জামান নয়ন। তবে তিনি বসুন্ধরা কিংসেরও কোচ হিসেবে কাজ করছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১১ ঘণ্টা আগে