দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ নিয়ে দেশে ফিরছেন আর্জেন্টাইনরা। এত প্রতীক্ষার পর তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে দেশটির রাজধানী বুয়েনস এইরেস যেন এখন উৎসবের নগরী। সবার অপেক্ষা কখন শিরোপা নিয়ে ফিরবেন লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজরা।
গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকার হারিয়ে লা আলবিসেলেস্তেদের শিরোপা জয়ের পর থেকে রাস্তায় নেমে আসেন আর্জেন্টাইনরা। লাখ লাখ মানুষ মেতে ওঠে আনন্দে। এখন শিরোপাজয়ী লিওনেল স্কালোনির শিষ্যদের স্বাগত জানাতে প্রস্তুত তারা।
এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার ইংরেজি সংবাদ মাধ্যম বুয়েনস এইরেস টাইমস। ৬৩ বছর বয়সী রোসা রদ্রিগেজ নামের এক আর্জেন্টাইন নাগরিক বলেছেন, ‘অবশ্যই, খেলোয়াড়দের সবাইকে দেখার জন্য তর সইছে না। এটা খুব ভালো দল, যারা আমাদের গর্বিত করেছে। যখন তাঁরা পৌঁছাবে খুব বড়সড় এক উদ্যাপন হবে।’
আর্জেন্টিনার কোটি কোটি মানুষের নজর এখন ‘এআর ১৯১৫’ ফ্লাইটের দিকে। গড়ে ৮ থেকে ৯ হাজার মানুষ ফ্লাইট রাডারে নজর রাখছেন, কখন এই বিমান বুয়েনস এইরেসে পৌঁছায়। এই বিমান কি রাজধানীর এজিজা বিমান বন্দরেই অবতরণ করবে, নাকি এয়রোপার্ক বিমানবন্দরে—আর্জেন্টিনার উৎসুক জনতার জিজ্ঞাসা একটাই!
ফাইনালের পর গত পরশু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের দেশের বিমানে ওঠার কথা ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানায়, ভাড়া করা এআর ১৯১৫ ফ্লাইটে দেশের পথে আছেন আর্জেন্টাইন ফুটবলার ও কোচরা। একই ফ্লাইটে আছে ট্রফিও। আর্জেন্টিনার স্থানীয় সময়ে রাত ২টা ৩০ মিনিটে মেসিদের পৌঁছানোর কথা জানায় ওলে। ইতালির রোমে জ্বালানি সংগ্রহ করে আর্জেন্টিনার পথ ধরার কথা বিমানটির।
সোনালি শিরোপা জয়ের পর মাঠেই পরিবার-বন্ধু-সতীর্থদের নিয়ে দীর্ঘ উদযাপনে মাতেন মেসিরা। বাড়ি ফেরার বিমানেও চলছে স্কালোনির শিষ্যদের শিরোপা উদযাপন। সেসবের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিচ্ছেন তাঁরা।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে