ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক বেশ ভালোই। সেই সুসম্পর্কের বাস্তব প্রমাণ দেখা গেল এবার। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা খুলেছে অফিস।
নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের লবিতে পরশু সন্ধ্যায় ফিফার নতুন অফিস খোলার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। ফিফা সভাপতি ঘোষণা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। এরিক ট্রাম্প অর্গানাইজেশনের সভাপতি। ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস খোলা নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ফিফা বৈশ্বিক সংস্থা। বৈশ্বিক হওয়ার আগে স্থানীয় হতে হবে। সব জায়গায় থাকতে হবে। সেটা আমাদের নিউইয়র্কেও।’
যুক্তরাষ্ট্রে এ বছর চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ শেষের পথে। আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো মিলে হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। ইনফান্তিনোর মতে, শুধু ক্লাব বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপের জন্যই নতুন অফিস নয়। ফিফা সভাপতি বলেন, ‘এটা (নতুন অফিস) শুধু এ বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর ফিফা বিশ্বকাপের জন্য নয়। এরিক আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রপতি ট্রাম্পকেও ধন্যবাদ।’
ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন অফিস খোলার যে ঘোষণা অনুষ্ঠানে ইনফান্তিনো এসেছেন, সেই অনুষ্ঠানের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এরিক। ট্রাম্পের ছেলে বলেন, ‘নিউইয়র্ক, ট্রাম্প অর্গানাইজেশন, এই ভবনে যাঁরা কাজ করেন—তাঁদের সবার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের আমরা ভালোবাসি। আমরা বেশ সম্মানিত বোধ করছি। ফিফা যা করছে, সেটা নিয়ে বেশ রোমাঞ্চিত।’
নিউইয়র্কে ফিফা কোন বিভাগ খুলবে, সেটা এখনো জানা যায়নি। ২০২৪ সালে ফ্লোরিডার মায়ামিতেও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা একটি অফিস খুলেছিল। ফিফার আইনি বিভাগ কাজ করছে মায়ামিতে। ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনে সেখানে জনবল নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে। দ্য ট্রাম্প অর্গানেইজেশন নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। এই ছবিতে রোনালদো, ইনফান্তিনো, ট্রাম্পসহ আরও অনেকেই আছেন।
ট্রাম্পের সঙ্গে গত বছর থেকেই ইনফান্তিনোকে নিয়মিত দেখা যাচ্ছে। এ বছর ট্রাম্পকে নিয়ে মধ্যপ্রাচ্য সফরেও ফিফা সভাপতি গিয়েছিলেন। এ কারণে মে মাসে প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে ইনফান্তিনো যথাসময়ে উপস্থিত হতে না পারায় সমালোচনার শিকার হয়েছিলেন। তবে ফিফা সভাপতি মনে করেন, যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপের সফল আয়োজন করতে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক থাকা দরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলসি) লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকারা খেলছেন। একারণে ইন্টার মায়ামির ম্যাচ থাকলে গ্যালারিতে দর্শকদের ভিড় দেখা যায়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক বেশ ভালোই। সেই সুসম্পর্কের বাস্তব প্রমাণ দেখা গেল এবার। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা খুলেছে অফিস।
নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের লবিতে পরশু সন্ধ্যায় ফিফার নতুন অফিস খোলার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। ফিফা সভাপতি ঘোষণা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। এরিক ট্রাম্প অর্গানাইজেশনের সভাপতি। ট্রাম্প টাওয়ারে ফিফার অফিস খোলা নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ফিফা বৈশ্বিক সংস্থা। বৈশ্বিক হওয়ার আগে স্থানীয় হতে হবে। সব জায়গায় থাকতে হবে। সেটা আমাদের নিউইয়র্কেও।’
যুক্তরাষ্ট্রে এ বছর চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ শেষের পথে। আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো মিলে হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। ইনফান্তিনোর মতে, শুধু ক্লাব বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপের জন্যই নতুন অফিস নয়। ফিফা সভাপতি বলেন, ‘এটা (নতুন অফিস) শুধু এ বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর ফিফা বিশ্বকাপের জন্য নয়। এরিক আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রপতি ট্রাম্পকেও ধন্যবাদ।’
ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন অফিস খোলার যে ঘোষণা অনুষ্ঠানে ইনফান্তিনো এসেছেন, সেই অনুষ্ঠানের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এরিক। ট্রাম্পের ছেলে বলেন, ‘নিউইয়র্ক, ট্রাম্প অর্গানাইজেশন, এই ভবনে যাঁরা কাজ করেন—তাঁদের সবার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের আমরা ভালোবাসি। আমরা বেশ সম্মানিত বোধ করছি। ফিফা যা করছে, সেটা নিয়ে বেশ রোমাঞ্চিত।’
নিউইয়র্কে ফিফা কোন বিভাগ খুলবে, সেটা এখনো জানা যায়নি। ২০২৪ সালে ফ্লোরিডার মায়ামিতেও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা একটি অফিস খুলেছিল। ফিফার আইনি বিভাগ কাজ করছে মায়ামিতে। ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপ আয়োজনে সেখানে জনবল নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে। দ্য ট্রাম্প অর্গানেইজেশন নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। এই ছবিতে রোনালদো, ইনফান্তিনো, ট্রাম্পসহ আরও অনেকেই আছেন।
ট্রাম্পের সঙ্গে গত বছর থেকেই ইনফান্তিনোকে নিয়মিত দেখা যাচ্ছে। এ বছর ট্রাম্পকে নিয়ে মধ্যপ্রাচ্য সফরেও ফিফা সভাপতি গিয়েছিলেন। এ কারণে মে মাসে প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে ইনফান্তিনো যথাসময়ে উপস্থিত হতে না পারায় সমালোচনার শিকার হয়েছিলেন। তবে ফিফা সভাপতি মনে করেন, যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপের সফল আয়োজন করতে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক থাকা দরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলসি) লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকারা খেলছেন। একারণে ইন্টার মায়ামির ম্যাচ থাকলে গ্যালারিতে দর্শকদের ভিড় দেখা যায়।

উড়তে থাকা বার্সেলোনা অবশেষে থামল। সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ জয়ের পর হারল বার্সা। সান সেবাস্তিয়ান মাঠে গত রাতে রিয়াল সোসিয়াদাদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। হারের পর রেফারিকে দায়ী করছেন বার্সা কোচ হ্যানসি ফ্লিক ও মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।
১৪ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার দিনে তিন টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে পাকিস্তান সিরিজে বিশ্বকাপ দলে থাকা একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা থাকলেও জিততে পারেনি। ১৬ জানুয়ারি হারারে স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের দেওয়া ২১১ রানের লক্ষ্যে নেমে ১৭৩ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। সেদিন ৩৭ রানে হেরে যাওয়া পাকিস্তান আজ টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে নামবে।
২ ঘণ্টা আগে
ফিক্সিং ইস্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কলঙ্কিত হওয়া নতুন কিছু নয়। এবার বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকু) পাশাপাশি সিআইডি ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট তৎপর হওয়ায় ফিক্সিং কাণ্ডে ২০২৬ বিপিএল খবরের শিরোনাম হয়নি বললেই চলে। তবে সাইফ হাসান গত রাতে যা বলেছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে