নিজস্ব প্রতিবেদক

ঢাকা: মেয়েদের লিগের প্রথম দুই আসরে দল ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের। ২০২০ সালে তৃতীয় আসরে এসে মেয়েদের দল করার ব্যাপারে নিজেদের সরিয়ে রেখেছিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব। এবারের লিগেও নেই দুই ক্লাবের নারী দল। তবে আগামী মৌসুমের আগে এএফসির নির্দেশনা, পেশাদার লিগে খেলতে হলে পুরুষদের পাশাপাশি প্রত্যেকটি দলে থাকতে হবে নারী দল। থাকতে হবে ক্লাবের লাইসেন্স।
পুরুষদের পাশাপাশি নারী ফুটবল জনপ্রিয় করতে ২০২৩ সালের মধ্যে সব পেশাদার ক্লাবকে নারী দল গড়ার নির্দেশ দিয়েছে এএফসি। একই সঙ্গে এএফসির শর্তপূরণ করে লাইসেন্সও নিতে হবে দলগুলোকে। বর্তমান লিগে খেলা ১৩ ক্লাবের মধ্যে শুধু চার দলেরই আছে এএফসি লাইসেন্স। প্রশ্ন হচ্ছে, এত দিনে যা হয়নি, মাত্র দেড় বছরে কি লাইসেন্সের শর্তপূরণ করতে পারবে দলগুলো?
‘আইনের মধ্যে পড়লে লাইসেন্স করতে বাধ্য হবে ক্লাবগুলো’—সংবাদমাধ্যমকে আজ এটাই বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি আরও বলেছেন, ‘এটা খুব কঠিন কিছু নয়। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলো একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলোর সুবিধা ফেডারেশনের জন্যও। আর ফিফা-এএফসির সব শর্ত যদি পূরণ করা হয়, আমরাও ভবিষ্যতে অনেক সুবিধা পাব।’
আট দল নিয়ে চলছে এবারের মেয়েদের লিগ। এই আট দলের মধ্যে নারী-পুরুষ দল আছে শুধু বসুন্ধরা কিংসের। আবাহনী-মোহামেডান কিংবা প্রথম চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুই আসর অংশ নিয়ে গুটিয়ে নিয়েছে নারী লিগ থেকে। করপোরেট পেশাদারি দেখানো সাইফ স্পোর্টিংকেও আগ্রহী হতে দেখা যায়নি মেয়েদের ফুটবল নিয়ে। হাতে গোনা কটি দল ছাড়া বেশির ভাগ ক্লাবই হাবুডুবু খাচ্ছে আর্থিক সংকটে। নড়বড়ে কাঠামো নিয়ে এসব ক্লাব কীভাবে গড়বে নারী দল?
আতাউর রহমান বলছেন, ‘ভালোবাসা! অর্থের অভাবের মাঝেও বেশির ভাগ ক্লাব চলে ভালোবাসার টানে। যদি ফেডারেশন এ ক্ষেত্রে নারী দল গড়া ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করে কিংবা ম্যাচ মানি হিসেবে বেশি টাকা দেয়, হয়তো ক্লাবগুলোর কিছুটা উপকার হবে।’

ঢাকা: মেয়েদের লিগের প্রথম দুই আসরে দল ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের। ২০২০ সালে তৃতীয় আসরে এসে মেয়েদের দল করার ব্যাপারে নিজেদের সরিয়ে রেখেছিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব। এবারের লিগেও নেই দুই ক্লাবের নারী দল। তবে আগামী মৌসুমের আগে এএফসির নির্দেশনা, পেশাদার লিগে খেলতে হলে পুরুষদের পাশাপাশি প্রত্যেকটি দলে থাকতে হবে নারী দল। থাকতে হবে ক্লাবের লাইসেন্স।
পুরুষদের পাশাপাশি নারী ফুটবল জনপ্রিয় করতে ২০২৩ সালের মধ্যে সব পেশাদার ক্লাবকে নারী দল গড়ার নির্দেশ দিয়েছে এএফসি। একই সঙ্গে এএফসির শর্তপূরণ করে লাইসেন্সও নিতে হবে দলগুলোকে। বর্তমান লিগে খেলা ১৩ ক্লাবের মধ্যে শুধু চার দলেরই আছে এএফসি লাইসেন্স। প্রশ্ন হচ্ছে, এত দিনে যা হয়নি, মাত্র দেড় বছরে কি লাইসেন্সের শর্তপূরণ করতে পারবে দলগুলো?
‘আইনের মধ্যে পড়লে লাইসেন্স করতে বাধ্য হবে ক্লাবগুলো’—সংবাদমাধ্যমকে আজ এটাই বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি আরও বলেছেন, ‘এটা খুব কঠিন কিছু নয়। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলো একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলোর সুবিধা ফেডারেশনের জন্যও। আর ফিফা-এএফসির সব শর্ত যদি পূরণ করা হয়, আমরাও ভবিষ্যতে অনেক সুবিধা পাব।’
আট দল নিয়ে চলছে এবারের মেয়েদের লিগ। এই আট দলের মধ্যে নারী-পুরুষ দল আছে শুধু বসুন্ধরা কিংসের। আবাহনী-মোহামেডান কিংবা প্রথম চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুই আসর অংশ নিয়ে গুটিয়ে নিয়েছে নারী লিগ থেকে। করপোরেট পেশাদারি দেখানো সাইফ স্পোর্টিংকেও আগ্রহী হতে দেখা যায়নি মেয়েদের ফুটবল নিয়ে। হাতে গোনা কটি দল ছাড়া বেশির ভাগ ক্লাবই হাবুডুবু খাচ্ছে আর্থিক সংকটে। নড়বড়ে কাঠামো নিয়ে এসব ক্লাব কীভাবে গড়বে নারী দল?
আতাউর রহমান বলছেন, ‘ভালোবাসা! অর্থের অভাবের মাঝেও বেশির ভাগ ক্লাব চলে ভালোবাসার টানে। যদি ফেডারেশন এ ক্ষেত্রে নারী দল গড়া ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করে কিংবা ম্যাচ মানি হিসেবে বেশি টাকা দেয়, হয়তো ক্লাবগুলোর কিছুটা উপকার হবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৩ ঘণ্টা আগে