হারলেই বিদায়—মেক্সিকো ম্যাচের পর আজ আরেকটি বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা। ৯৭৪ স্টেডিয়ামে আজ পোল্যান্ডের বিপক্ষে তাই জয়ের বিকল্প নেই লিওনেল মেসিদের। ড্র করলে অবশ্য একটা সুযোগ থাকবে। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে একই সময়ে হওয়া সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে। এই ম্যাচ ড্র হলেও শেষ ষোলোতে উঠবে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
তবে নিশ্চয়ই অন্যের ঘাড়ে চাপতে চাইবে না আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কিছু পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কালোনি। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে রক্ষণ সামলেছেন লেফটব্যাকে মার্কাস আকুনিয়া, রাইটব্যাকে গঞ্জালো মন্তিয়েল ও দুই সেন্টারব্যাকে লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজ শুরুর একাদশে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। তাঁকে জায়গা দিতে বসতে পারেন লিসান্দ্রো মার্তিনেজ।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে মাঝমাঠের প্রথম একাদশে ছিলেন রদ্রিগো দি পল-গুইদো রদ্রিগেজ-আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে ওই ম্যাচেই গুইদো রদ্রিগেজের বদলি হিসেবে নেমে গোল করেন তরুণ মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। আজ পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে জায়গা করে নিতে পারেন এনজো ফার্নান্দেজ। তাঁকে জায়গা ছেড়ে দিয়ে বেঞ্চে বসতে হতে পারে গুইদো রদ্রিগেজকে।
আক্রমণভাগে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। আনহেল দি মারিয়া-লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজের কাঁধেই থাকছে গোল বের করার দায়িত্ব। তবে হালকা চোটের সমস্যা আছে মার্তিনেজের। সে ক্ষেত্রে তাঁর বদলি হিসেবে হুলিয়ান আলভারেজ নামতে পারেন ম্যাচের যেকোনো পরিস্থিতিতে। গোলবারের নিচে যথারীতি এমিলিয়ানো মার্তিনেজ থাকছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৩২ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে