
ম্যানচেস্টার সিটিতে এসেই যেন পুরোদস্তুর ‘গোলমেশিন’ হয়ে গেছেন আর্লিং হালান্ড। গোল করে একের পর এক রেকর্ডে নিজের নাম লিখা করে নিচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার। ফুলহামের বিপক্ষে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও গড়েছেন রেকর্ড। হালান্ডের রেকর্ডের দিনে শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি।
ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে আজ খুব দ্রুতই গোলের দেখা পান হালান্ড। ম্যাচের ৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন তিনি। তাতে চলতি মৌসুমে গোলের ফিফটি পূরণ করলেন নরওয়ের এই স্ট্রাইকার। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে নরওয়ের এই স্ট্রাইকার। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৩৪ গোল করেছেন হালান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেন কোল। আর ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শিয়ারার ৩৪ গোল করেছিলেন।
হালান্ডের রেকর্ড গড়া গোলের পর সমতায় ফিরতে দেরী করেনি ফুলহাম। ১৫ মিনিটে হ্যারি উইলসনের অ্যাসিস্টে গোল করেন ফুলহামের সেন্টার ফরোয়ার্ড কার্লোস ভিনিসিউস। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যান সিটিকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ৩৬ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি। এরপর দ্বিতীয়ার্ধে গোলমুখ খুলতে পারেনি কেউই। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল ম্যান সিটি। ৩২ ম্যাচে ২৪ জয়, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। ৩৩ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
ম্যান সিটির জয়ের দিন জিতেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বীও। ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রেড ডেভিলরা।

ম্যানচেস্টার সিটিতে এসেই যেন পুরোদস্তুর ‘গোলমেশিন’ হয়ে গেছেন আর্লিং হালান্ড। গোল করে একের পর এক রেকর্ডে নিজের নাম লিখা করে নিচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার। ফুলহামের বিপক্ষে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও গড়েছেন রেকর্ড। হালান্ডের রেকর্ডের দিনে শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি।
ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে আজ খুব দ্রুতই গোলের দেখা পান হালান্ড। ম্যাচের ৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন তিনি। তাতে চলতি মৌসুমে গোলের ফিফটি পূরণ করলেন নরওয়ের এই স্ট্রাইকার। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে নরওয়ের এই স্ট্রাইকার। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৩৪ গোল করেছেন হালান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেন কোল। আর ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শিয়ারার ৩৪ গোল করেছিলেন।
হালান্ডের রেকর্ড গড়া গোলের পর সমতায় ফিরতে দেরী করেনি ফুলহাম। ১৫ মিনিটে হ্যারি উইলসনের অ্যাসিস্টে গোল করেন ফুলহামের সেন্টার ফরোয়ার্ড কার্লোস ভিনিসিউস। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যান সিটিকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ৩৬ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি। এরপর দ্বিতীয়ার্ধে গোলমুখ খুলতে পারেনি কেউই। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল ম্যান সিটি। ৩২ ম্যাচে ২৪ জয়, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। ৩৩ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
ম্যান সিটির জয়ের দিন জিতেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বীও। ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রেড ডেভিলরা।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩ ঘণ্টা আগে