
ম্যানচেস্টার সিটিতে এসেই যেন পুরোদস্তুর ‘গোলমেশিন’ হয়ে গেছেন আর্লিং হালান্ড। গোল করে একের পর এক রেকর্ডে নিজের নাম লিখা করে নিচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার। ফুলহামের বিপক্ষে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও গড়েছেন রেকর্ড। হালান্ডের রেকর্ডের দিনে শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি।
ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে আজ খুব দ্রুতই গোলের দেখা পান হালান্ড। ম্যাচের ৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন তিনি। তাতে চলতি মৌসুমে গোলের ফিফটি পূরণ করলেন নরওয়ের এই স্ট্রাইকার। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে নরওয়ের এই স্ট্রাইকার। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৩৪ গোল করেছেন হালান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেন কোল। আর ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শিয়ারার ৩৪ গোল করেছিলেন।
হালান্ডের রেকর্ড গড়া গোলের পর সমতায় ফিরতে দেরী করেনি ফুলহাম। ১৫ মিনিটে হ্যারি উইলসনের অ্যাসিস্টে গোল করেন ফুলহামের সেন্টার ফরোয়ার্ড কার্লোস ভিনিসিউস। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যান সিটিকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ৩৬ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি। এরপর দ্বিতীয়ার্ধে গোলমুখ খুলতে পারেনি কেউই। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল ম্যান সিটি। ৩২ ম্যাচে ২৪ জয়, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। ৩৩ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
ম্যান সিটির জয়ের দিন জিতেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বীও। ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রেড ডেভিলরা।

ম্যানচেস্টার সিটিতে এসেই যেন পুরোদস্তুর ‘গোলমেশিন’ হয়ে গেছেন আর্লিং হালান্ড। গোল করে একের পর এক রেকর্ডে নিজের নাম লিখা করে নিচ্ছেন নরওয়ের এই স্ট্রাইকার। ফুলহামের বিপক্ষে আজ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচেও গড়েছেন রেকর্ড। হালান্ডের রেকর্ডের দিনে শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি।
ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে আজ খুব দ্রুতই গোলের দেখা পান হালান্ড। ম্যাচের ৩ মিনিটে পেনাল্টিতে গোল করেন তিনি। তাতে চলতি মৌসুমে গোলের ফিফটি পূরণ করলেন নরওয়ের এই স্ট্রাইকার। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে নরওয়ের এই স্ট্রাইকার। ২০২২-২৩ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩০ ম্যাচে ৩৪ গোল করেছেন হালান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকারের সঙ্গে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে যৌথভাবে শীর্ষে অ্যান্ডি কোল ও অ্যালান শিয়ারার। ১৯৯৩-৯৪ মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে ৩৪ গোল করেন কোল। আর ১৯৯৪-৯৫ মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে শিয়ারার ৩৪ গোল করেছিলেন।
হালান্ডের রেকর্ড গড়া গোলের পর সমতায় ফিরতে দেরী করেনি ফুলহাম। ১৫ মিনিটে হ্যারি উইলসনের অ্যাসিস্টে গোল করেন ফুলহামের সেন্টার ফরোয়ার্ড কার্লোস ভিনিসিউস। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যান সিটিকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। ৩৬ মিনিটে গোল করেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার। ২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি। এরপর দ্বিতীয়ার্ধে গোলমুখ খুলতে পারেনি কেউই। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল ম্যান সিটি। ৩২ ম্যাচে ২৪ জয়, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। ৩৩ ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
ম্যান সিটির জয়ের দিন জিতেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বীও। ওল্ড ট্রাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রেড ডেভিলরা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৩ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে