আজকের পত্রিকা ডেস্ক

জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করার জন্য বাড়তি সময় চাওয়াটা নতুন কিছু নয়। ৬ বছরেরও বেশি সময় হতে চলল, কিন্তু সংস্কার চলছে কচ্ছপের গতিতেই। আজ জাতীয় অ্যাথলেটিকস চলার সময় দেখা গেল গ্যালারির কিছু অংশের কাজ এখনো বাকি, বসেনি চেয়ারও।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বাড়তি সময় চাওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। কিন্তু তা নাকচ করে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বরং সংস্কার কাজে অনিয়মের গন্ধ পাচ্ছেন তিনি। জানালেন, ৬ বছরে দুই তিনটা নতুন স্টেডিয়াম বানানো যায়।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শেষ করা। ৬ বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যায়। আমি আসার পর সময় বৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল, তবে আমি নাকচ করে দিয়েছি। আমি বলেছি সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাঠ খেলার জন্য প্রস্তুত, সেটা বাফুফেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি। আশা করি মার্চের মধ্যেই শেষ হবে।
সংস্কার কাজের অনিয়ম নিয়ে আসিফ বলেন, ‘একটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ৫-৬ বছর লাগার কথা না। এ থেকেই অনিয়ম বোঝা যায়। সংস্কার কাজের যে উদ্যোগ নিয়ে সেটা বহন করার মতো সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু টা অনেক পুরোনো স্টেডিয়াম। কাজ বন্ধ না করে শেষ করাটাই অগ্রাধিকার ছিল আমাদের।’
বিভিন্ন ফেডারেশনের ওপর আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে বেশ কয়েকবার। তাই সব ফেডারেশনকেই গত দুই বছরের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। না হলে বাজেটের অর্থ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেন, ‘ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। ইতিমধ্যেই বিপিএলের কিছু রিপোর্ট এসেছে বিপিএল সংক্রান্ত। এ ছাড়া সব ফেডারেশনকে আমরা বলেছি আগের দুই বছরের অডিট রিপোর্ট জমা না দিলে বাজেটের অর্থ ছাড় দেব না। কোনো প্রকার দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। আগে যারা দুর্নীতি করেছে, তাদের ব্যাপারে ফেডারেশনকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। অডিটের কাজ শেষ হলে আমরা তদন্ত করব।’

জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করার জন্য বাড়তি সময় চাওয়াটা নতুন কিছু নয়। ৬ বছরেরও বেশি সময় হতে চলল, কিন্তু সংস্কার চলছে কচ্ছপের গতিতেই। আজ জাতীয় অ্যাথলেটিকস চলার সময় দেখা গেল গ্যালারির কিছু অংশের কাজ এখনো বাকি, বসেনি চেয়ারও।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বাড়তি সময় চাওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। কিন্তু তা নাকচ করে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বরং সংস্কার কাজে অনিয়মের গন্ধ পাচ্ছেন তিনি। জানালেন, ৬ বছরে দুই তিনটা নতুন স্টেডিয়াম বানানো যায়।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শেষ করা। ৬ বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যায়। আমি আসার পর সময় বৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল, তবে আমি নাকচ করে দিয়েছি। আমি বলেছি সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাঠ খেলার জন্য প্রস্তুত, সেটা বাফুফেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি। আশা করি মার্চের মধ্যেই শেষ হবে।
সংস্কার কাজের অনিয়ম নিয়ে আসিফ বলেন, ‘একটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ৫-৬ বছর লাগার কথা না। এ থেকেই অনিয়ম বোঝা যায়। সংস্কার কাজের যে উদ্যোগ নিয়ে সেটা বহন করার মতো সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু টা অনেক পুরোনো স্টেডিয়াম। কাজ বন্ধ না করে শেষ করাটাই অগ্রাধিকার ছিল আমাদের।’
বিভিন্ন ফেডারেশনের ওপর আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে বেশ কয়েকবার। তাই সব ফেডারেশনকেই গত দুই বছরের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। না হলে বাজেটের অর্থ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেন, ‘ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। ইতিমধ্যেই বিপিএলের কিছু রিপোর্ট এসেছে বিপিএল সংক্রান্ত। এ ছাড়া সব ফেডারেশনকে আমরা বলেছি আগের দুই বছরের অডিট রিপোর্ট জমা না দিলে বাজেটের অর্থ ছাড় দেব না। কোনো প্রকার দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। আগে যারা দুর্নীতি করেছে, তাদের ব্যাপারে ফেডারেশনকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। অডিটের কাজ শেষ হলে আমরা তদন্ত করব।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে