আজকের পত্রিকা ডেস্ক

জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করার জন্য বাড়তি সময় চাওয়াটা নতুন কিছু নয়। ৬ বছরেরও বেশি সময় হতে চলল, কিন্তু সংস্কার চলছে কচ্ছপের গতিতেই। আজ জাতীয় অ্যাথলেটিকস চলার সময় দেখা গেল গ্যালারির কিছু অংশের কাজ এখনো বাকি, বসেনি চেয়ারও।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বাড়তি সময় চাওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। কিন্তু তা নাকচ করে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বরং সংস্কার কাজে অনিয়মের গন্ধ পাচ্ছেন তিনি। জানালেন, ৬ বছরে দুই তিনটা নতুন স্টেডিয়াম বানানো যায়।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শেষ করা। ৬ বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যায়। আমি আসার পর সময় বৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল, তবে আমি নাকচ করে দিয়েছি। আমি বলেছি সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাঠ খেলার জন্য প্রস্তুত, সেটা বাফুফেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি। আশা করি মার্চের মধ্যেই শেষ হবে।
সংস্কার কাজের অনিয়ম নিয়ে আসিফ বলেন, ‘একটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ৫-৬ বছর লাগার কথা না। এ থেকেই অনিয়ম বোঝা যায়। সংস্কার কাজের যে উদ্যোগ নিয়ে সেটা বহন করার মতো সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু টা অনেক পুরোনো স্টেডিয়াম। কাজ বন্ধ না করে শেষ করাটাই অগ্রাধিকার ছিল আমাদের।’
বিভিন্ন ফেডারেশনের ওপর আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে বেশ কয়েকবার। তাই সব ফেডারেশনকেই গত দুই বছরের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। না হলে বাজেটের অর্থ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেন, ‘ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। ইতিমধ্যেই বিপিএলের কিছু রিপোর্ট এসেছে বিপিএল সংক্রান্ত। এ ছাড়া সব ফেডারেশনকে আমরা বলেছি আগের দুই বছরের অডিট রিপোর্ট জমা না দিলে বাজেটের অর্থ ছাড় দেব না। কোনো প্রকার দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। আগে যারা দুর্নীতি করেছে, তাদের ব্যাপারে ফেডারেশনকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। অডিটের কাজ শেষ হলে আমরা তদন্ত করব।’

জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ শেষ করার জন্য বাড়তি সময় চাওয়াটা নতুন কিছু নয়। ৬ বছরেরও বেশি সময় হতে চলল, কিন্তু সংস্কার চলছে কচ্ছপের গতিতেই। আজ জাতীয় অ্যাথলেটিকস চলার সময় দেখা গেল গ্যালারির কিছু অংশের কাজ এখনো বাকি, বসেনি চেয়ারও।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও বাড়তি সময় চাওয়া হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে। কিন্তু তা নাকচ করে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বরং সংস্কার কাজে অনিয়মের গন্ধ পাচ্ছেন তিনি। জানালেন, ৬ বছরে দুই তিনটা নতুন স্টেডিয়াম বানানো যায়।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার ছিল স্টেডিয়ামের কাজ খুব দ্রুত শেষ করা। ৬ বছর ধরে স্টেডিয়ামের কাজ চলছে। ৬ বছরে ২-৩টা স্টেডিয়াম বানানো যায়। আমি আসার পর সময় বৃদ্ধির আবেদন পাঠানো হয়েছিল, তবে আমি নাকচ করে দিয়েছি। আমি বলেছি সময়ের মধ্যেই শেষ করতে হবে। মাঠ খেলার জন্য প্রস্তুত, সেটা বাফুফেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ফ্লাডলাইটসহ কিছু কাজ বাকি। আশা করি মার্চের মধ্যেই শেষ হবে।
সংস্কার কাজের অনিয়ম নিয়ে আসিফ বলেন, ‘একটি স্টেডিয়ামের সংস্কারের জন্য ৫-৬ বছর লাগার কথা না। এ থেকেই অনিয়ম বোঝা যায়। সংস্কার কাজের যে উদ্যোগ নিয়ে সেটা বহন করার মতো সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু টা অনেক পুরোনো স্টেডিয়াম। কাজ বন্ধ না করে শেষ করাটাই অগ্রাধিকার ছিল আমাদের।’
বিভিন্ন ফেডারেশনের ওপর আর্থিক অনিয়মের অভিযোগ এসেছে বেশ কয়েকবার। তাই সব ফেডারেশনকেই গত দুই বছরের অডিট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। না হলে বাজেটের অর্থ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
আসিফ বলেন, ‘ফেডারেশনগুলো তাদের মতো করে অডিট করছে। ইতিমধ্যেই বিপিএলের কিছু রিপোর্ট এসেছে বিপিএল সংক্রান্ত। এ ছাড়া সব ফেডারেশনকে আমরা বলেছি আগের দুই বছরের অডিট রিপোর্ট জমা না দিলে বাজেটের অর্থ ছাড় দেব না। কোনো প্রকার দুর্নীতি আছে কি না খতিয়ে দেখব। আগে যারা দুর্নীতি করেছে, তাদের ব্যাপারে ফেডারেশনকে বলা হয়েছে ব্যবস্থা নিতে। অডিটের কাজ শেষ হলে আমরা তদন্ত করব।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৯ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে