Ajker Patrika

ম্যাচ শেষেই চ্যাম্পিয়ন পিএসজিকে হুমকি দিয়ে রাখলেন মেসিরা

ক্রীড়া ডেস্ক    
সময়টা দারুণ যাচ্ছে ইন্টার মায়ামির। হারের সংজ্ঞা কী, সেটা একরকম ভুলে গিয়েছে দলটি। নিজেদের সবশেষ ৬ ম্যাচের ছয়টিতেই অপরাজিত লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। ছন্দে থাকা মায়ামি এখন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় খেলবে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে।
সময়টা দারুণ যাচ্ছে ইন্টার মায়ামির। হারের সংজ্ঞা কী, সেটা একরকম ভুলে গিয়েছে দলটি। নিজেদের সবশেষ ৬ ম্যাচের ছয়টিতেই অপরাজিত লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। ছন্দে থাকা মায়ামি এখন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় খেলবে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে।

সময়টা দারুণ যাচ্ছে ইন্টার মায়ামির। হারের সংজ্ঞা কী, সেটা একরকম ভুলে গিয়েছে দলটি। নিজেদের সবশেষ ৬ ম্যাচের ছয়টিতেই অপরাজিত লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। ছন্দে থাকা মায়ামি এখন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় খেলবে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে।

বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে পালমেইরাসকে হারালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হতো বোতাফোগো। কিন্তু মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মায়ামি-পালমেইরাস ম্যাচ ২-২ গোলে ড্র হয়। তাতে গ্রুপ রানার্সআপ হিসেবে ওঠা মায়ামি দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে পেল পিএসজিকে। এই পিএসজি কদিন আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেছে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে।

ছন্দে থাকা পিএসজি এবার ক্লাব বিশ্বকাপ শুরু করেছে আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে। বোতাফোগোর কাছে এরপর পিএসজি হেরেছে ঠিকই। তবে গত রাতে সিয়াটল সাউন্ডার্সকে ২-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ওঠে প্যারিসিয়ানরা। প্রতিপক্ষ পিএসজি দারুণ ছন্দে থাকলেও কোনো ভয় পাচ্ছেন না মাশচেরানো। পালমেইরাসের বিপক্ষে আজ ড্রয়ের পর ইন্টার মায়ামি কোচ বলেন, ‘এখানে যে পর্যায়ের প্রতিযোগিতা হয়, সেটার সঙ্গে আমাদের ঘরোয়া লিগের ম্যাচের কোনো মিল নেই। আমাদের যে কোনো ঝামেলা নেই, সেটা তো দেখিয়েছি। এখান থেকে শিখে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা সত্যিকার অর্থেই ইউরোপীয় চ্যাম্পিয়নদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। আমরা তাদের চোখে চোখ রেখে লড়াই করব। দিন শেষে লড়াইটা তো ১১ জনের সঙ্গে ১১ জনের।’

পালমেইরাসের বিপক্ষে মায়ামি আজ ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু মায়ামির হার্ডরক স্টেডিয়ামে চমক যে তখনো বাকি। শেষ মুহূর্তের ঝলকে ইন্টার মায়ামি-পালমেইরাস ২-২ গোলে ড্র হয়েছে। ৮০ ও ৮৭ মিনিটে পালমেইরাসের গোল দুটি করেন পলিনিও ও মরিসিও। হাতের নাগালে থাকা ম্যাচ ফস্কে যাওয়ার আফসোস থাকলেও টুর্নামেন্টে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট মাশচেরানো। ইন্টার মায়ামি কোচ বলেন,

‘আমাদের হাতে ম্যাচটা ছিল। দুর্ভাগ্যবশত আমাদের হাত থেকে ম্যাচটা ফস্কে গেছে। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সমান তালে আমরা খেলতে পারিনি। সব মিলিয়ে দল দেখিয়েছে, আমরা কোথায় আছি। টুর্নামেন্টের আগে আমরা আন্ডারডগ ছিলাম। তবে দল হিসেবে বাধা-বিপত্তি পেরিয়েছি।’

নকআউট পর্বে মেসি নিজের সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হবেন রোববার। বাংলাদেশ সময় সেদিন রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর পিএসজি-মায়ামি ম্যাচ শুরু হবে। এই পিএসজিতে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত খেলেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। শেষভাগে এসে পিএসজির পরিবেশ বিষাক্ত হয়ে ওঠায় ২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে পাড়ি জমান।

প্যারিসিয়ানদের বিপক্ষে মেসি ‘প্রতিশোধ’ নেওয়ার মানসিকতা নিয়ে নামলে মায়ামির জয় ঠেকানো কঠিন হবে। কারণ, ছন্দে থাকা মেসিকে থামাতে প্রতিপক্ষ দলকে বেগ পেতে হয়। পিএসজির বিপক্ষে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ পাচ্ছে ইন্টার মায়ামি। রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-আটলান্টা ইউনাইটেড ম্যাচ। এমএলএসের এই ম্যাচটির ভেন্যু চেজ স্টেডিয়াম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত