ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা উঠলেও খেলার সুযোগ পাননি দানি অলমো ও পাউ ভিক্টর। কারণ, বার্সার জয়ে খেলার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র তাঁরা পাননি। অবশেষে গত রাতে এল সেই সুখবর। অলমো, ভিক্টরকে নিয়েই শুধু নয়, মাঠের খেলাতেও সুসংবাদ দিল কাতালানারা।
অলমো ও ভিক্টরকে অস্থায়ীভাবে খেলার ছাড়পত্র গত রাতে দিয়েছেন স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র দে দেপোর্তেস (সিএসডি)। এক বিবৃতিতে সিএসডি জানিয়েছে বার্সেলোনা, অলমো ও ভিক্টরের অনুরোধে আদালত এই পদক্ষেপ নিয়েছেন। চূড়ান্ত কোনো রায় আসার আগপর্যন্ত বার্সার হয়ে তাঁরা খেলতে পারবেন বলে মনে করেন আদালত। অলমো, ভিক্টরকে নিয়ে সুখবরের রাতে বার্সা উঠেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা খেলেছে আতলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে। সিএসডির রায় আসতে যেহেতু দেরি হয়েছে, তাই মাঠে নামতে পারেননি অলমো ও ভিক্টরের। দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে বার্সেলোনা জিতেছে হেসেখেলে। বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।
অলমোর জায়গায় গত খেলতে নেমেছেন গাভি। বার্সেলোনার দুটি গোলেই অবদান রেখেছেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। ১৭ মিনিটে আলহান্দ্রো বালদের ক্রস থেকে গাভি বার্সাকে এনে দেন প্রথম গোল। প্রথমার্ধ বার্সা শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায় বার্সা। ৫২ মিনিটে বিলবাওয়ের রক্ষণ ভেদ করে গাভি পাস দেন লামিনে ইয়ামালকে। বাকি কাজটুকু এরপর সারেন ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে বার্সা ২৭ বারের মতো উঠল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর লা লিগায় অলমো ও ভিক্টরের নিবন্ধন বাতিল হয়ে যায়। কারণ, লা লিগার আর্থিক সংগতি নীতির (এফএফপি) সঙ্গে মিল রেখে তাঁদের দলে রাখার ব্যাপারটি বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রমাণ করতে বার্সেলোনা ব্যর্থ হয়েছে। সিএসডির নতুন রায়ের পক্ষেও সায় দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। এখন আপিল করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগা।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা কাকে পাবে, সেটা জানা যাবে আজ। জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১টায টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মায়োর্কা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। স্প্যানিশ সুপার কাপে সর্বোচ্চ ১২ বার রানার্সআপ হওয়ার রেকর্ডও বার্সার।

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা উঠলেও খেলার সুযোগ পাননি দানি অলমো ও পাউ ভিক্টর। কারণ, বার্সার জয়ে খেলার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র তাঁরা পাননি। অবশেষে গত রাতে এল সেই সুখবর। অলমো, ভিক্টরকে নিয়েই শুধু নয়, মাঠের খেলাতেও সুসংবাদ দিল কাতালানারা।
অলমো ও ভিক্টরকে অস্থায়ীভাবে খেলার ছাড়পত্র গত রাতে দিয়েছেন স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র দে দেপোর্তেস (সিএসডি)। এক বিবৃতিতে সিএসডি জানিয়েছে বার্সেলোনা, অলমো ও ভিক্টরের অনুরোধে আদালত এই পদক্ষেপ নিয়েছেন। চূড়ান্ত কোনো রায় আসার আগপর্যন্ত বার্সার হয়ে তাঁরা খেলতে পারবেন বলে মনে করেন আদালত। অলমো, ভিক্টরকে নিয়ে সুখবরের রাতে বার্সা উঠেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা খেলেছে আতলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে। সিএসডির রায় আসতে যেহেতু দেরি হয়েছে, তাই মাঠে নামতে পারেননি অলমো ও ভিক্টরের। দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে বার্সেলোনা জিতেছে হেসেখেলে। বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।
অলমোর জায়গায় গত খেলতে নেমেছেন গাভি। বার্সেলোনার দুটি গোলেই অবদান রেখেছেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। ১৭ মিনিটে আলহান্দ্রো বালদের ক্রস থেকে গাভি বার্সাকে এনে দেন প্রথম গোল। প্রথমার্ধ বার্সা শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায় বার্সা। ৫২ মিনিটে বিলবাওয়ের রক্ষণ ভেদ করে গাভি পাস দেন লামিনে ইয়ামালকে। বাকি কাজটুকু এরপর সারেন ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে বার্সা ২৭ বারের মতো উঠল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর লা লিগায় অলমো ও ভিক্টরের নিবন্ধন বাতিল হয়ে যায়। কারণ, লা লিগার আর্থিক সংগতি নীতির (এফএফপি) সঙ্গে মিল রেখে তাঁদের দলে রাখার ব্যাপারটি বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রমাণ করতে বার্সেলোনা ব্যর্থ হয়েছে। সিএসডির নতুন রায়ের পক্ষেও সায় দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। এখন আপিল করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগা।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা কাকে পাবে, সেটা জানা যাবে আজ। জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১টায টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মায়োর্কা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। স্প্যানিশ সুপার কাপে সর্বোচ্চ ১২ বার রানার্সআপ হওয়ার রেকর্ডও বার্সার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৫ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে