ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা উঠলেও খেলার সুযোগ পাননি দানি অলমো ও পাউ ভিক্টর। কারণ, বার্সার জয়ে খেলার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র তাঁরা পাননি। অবশেষে গত রাতে এল সেই সুখবর। অলমো, ভিক্টরকে নিয়েই শুধু নয়, মাঠের খেলাতেও সুসংবাদ দিল কাতালানারা।
অলমো ও ভিক্টরকে অস্থায়ীভাবে খেলার ছাড়পত্র গত রাতে দিয়েছেন স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র দে দেপোর্তেস (সিএসডি)। এক বিবৃতিতে সিএসডি জানিয়েছে বার্সেলোনা, অলমো ও ভিক্টরের অনুরোধে আদালত এই পদক্ষেপ নিয়েছেন। চূড়ান্ত কোনো রায় আসার আগপর্যন্ত বার্সার হয়ে তাঁরা খেলতে পারবেন বলে মনে করেন আদালত। অলমো, ভিক্টরকে নিয়ে সুখবরের রাতে বার্সা উঠেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা খেলেছে আতলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে। সিএসডির রায় আসতে যেহেতু দেরি হয়েছে, তাই মাঠে নামতে পারেননি অলমো ও ভিক্টরের। দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে বার্সেলোনা জিতেছে হেসেখেলে। বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।
অলমোর জায়গায় গত খেলতে নেমেছেন গাভি। বার্সেলোনার দুটি গোলেই অবদান রেখেছেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। ১৭ মিনিটে আলহান্দ্রো বালদের ক্রস থেকে গাভি বার্সাকে এনে দেন প্রথম গোল। প্রথমার্ধ বার্সা শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায় বার্সা। ৫২ মিনিটে বিলবাওয়ের রক্ষণ ভেদ করে গাভি পাস দেন লামিনে ইয়ামালকে। বাকি কাজটুকু এরপর সারেন ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে বার্সা ২৭ বারের মতো উঠল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর লা লিগায় অলমো ও ভিক্টরের নিবন্ধন বাতিল হয়ে যায়। কারণ, লা লিগার আর্থিক সংগতি নীতির (এফএফপি) সঙ্গে মিল রেখে তাঁদের দলে রাখার ব্যাপারটি বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রমাণ করতে বার্সেলোনা ব্যর্থ হয়েছে। সিএসডির নতুন রায়ের পক্ষেও সায় দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। এখন আপিল করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগা।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা কাকে পাবে, সেটা জানা যাবে আজ। জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১টায টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মায়োর্কা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। স্প্যানিশ সুপার কাপে সর্বোচ্চ ১২ বার রানার্সআপ হওয়ার রেকর্ডও বার্সার।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা উঠলেও খেলার সুযোগ পাননি দানি অলমো ও পাউ ভিক্টর। কারণ, বার্সার জয়ে খেলার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র তাঁরা পাননি। অবশেষে গত রাতে এল সেই সুখবর। অলমো, ভিক্টরকে নিয়েই শুধু নয়, মাঠের খেলাতেও সুসংবাদ দিল কাতালানারা।
অলমো ও ভিক্টরকে অস্থায়ীভাবে খেলার ছাড়পত্র গত রাতে দিয়েছেন স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত কনসেজো সুপিরিয়র দে দেপোর্তেস (সিএসডি)। এক বিবৃতিতে সিএসডি জানিয়েছে বার্সেলোনা, অলমো ও ভিক্টরের অনুরোধে আদালত এই পদক্ষেপ নিয়েছেন। চূড়ান্ত কোনো রায় আসার আগপর্যন্ত বার্সার হয়ে তাঁরা খেলতে পারবেন বলে মনে করেন আদালত। অলমো, ভিক্টরকে নিয়ে সুখবরের রাতে বার্সা উঠেছে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে গত রাতে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনা খেলেছে আতলেতিক ক্লাব বিলবাওয়ের বিপক্ষে। সিএসডির রায় আসতে যেহেতু দেরি হয়েছে, তাই মাঠে নামতে পারেননি অলমো ও ভিক্টরের। দুই খেলোয়াড়ের অনুপস্থিতিতে বার্সেলোনা জিতেছে হেসেখেলে। বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।
অলমোর জায়গায় গত খেলতে নেমেছেন গাভি। বার্সেলোনার দুটি গোলেই অবদান রেখেছেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। ১৭ মিনিটে আলহান্দ্রো বালদের ক্রস থেকে গাভি বার্সাকে এনে দেন প্রথম গোল। প্রথমার্ধ বার্সা শেষ করে ১-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে দ্রুতই গোলের দেখা পায় বার্সা। ৫২ মিনিটে বিলবাওয়ের রক্ষণ ভেদ করে গাভি পাস দেন লামিনে ইয়ামালকে। বাকি কাজটুকু এরপর সারেন ইয়ামাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে বার্সা ২৭ বারের মতো উঠল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর লা লিগায় অলমো ও ভিক্টরের নিবন্ধন বাতিল হয়ে যায়। কারণ, লা লিগার আর্থিক সংগতি নীতির (এফএফপি) সঙ্গে মিল রেখে তাঁদের দলে রাখার ব্যাপারটি বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্রমাণ করতে বার্সেলোনা ব্যর্থ হয়েছে। সিএসডির নতুন রায়ের পক্ষেও সায় দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। এখন আপিল করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগা।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা কাকে পাবে, সেটা জানা যাবে আজ। জেদ্দায় বাংলাদেশ সময় রাত ১টায টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মায়োর্কা ও রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ বার শিরোপা জিতেছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টে ১৩ বার চ্যাম্পিয়ন হয়েছে। স্প্যানিশ সুপার কাপে সর্বোচ্চ ১২ বার রানার্সআপ হওয়ার রেকর্ডও বার্সার।
তৃতীয়বারের মতো চলছে মেয়েদের আইপিএল নামে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল)। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে দিল্লি ক্যাপিটালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ। ফুটবলে রাতে এএফসি চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১২ মিনিট আগেআইসিসি ইভেন্ট যখন আসি আসি করে, তখনই নিউজিল্যান্ডের দেখা যায় রুদ্রমূর্তি। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। কিউইরা এবার প্রস্তুতি ম্যাচেও ৩০০-এর বেশি রান তাড়া করে জিতেছে আফগানিস্তানের বিপক্ষে। বিপজ্জনক এই নিউজিল্যান্ডই পড়েছে বাংলাদেশের গ্রুপে।
৩৮ মিনিট আগেমাঠের পারফরম্যান্স যেমনই হোক, বাংলাদেশ ক্রিকেট দল বা বাংলাদেশি কোনো ক্রিকেটারকে নিয়ে পোস্ট দিলেই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প্রচারণাতেও সেটির ব্যত্যয় ঘটেনি। চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে দলগুলোকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে আইসিসি।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির আগে আজ পাকিস্তান শাহিনসের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুবাই সময় বেলা ১টায়, আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে। গতকাল দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল।
২ ঘণ্টা আগে