
সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর আর আর্জেন্টিনাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের ফাইনালে এখন লাতিন আমেরিকার দেশটি। তাতে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘প্রতিশোধ’ নিয়েছেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনার সামনে সুযোগ এখন ফ্রান্সের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার।
গত বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। নিঝনি নভগ্রোদ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। ৪ বছর পর কাতার বিশ্বকাপে আবারও মুখোমুখি হয় এই দুই দল। লুসাইলে এবার সেমিফাইনালে ক্রোয়াটদের ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি করেছেন ১ গোল এবং হুলিয়ান আলভারেজ করেছেন ২ গোল। যার মধ্যে এক গোলে অ্যাসিস্ট করেছেন মেসি।
২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সেরও মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কাজান এরিনাতে শেষ ষোলোর ম্যাচে ফরাসিদের কাছে ৪-৩ গোলে হেরেছিল আলবিসেলসেন্তেরা। এবার ফাইনালে খেলবে এই দুই দল। লুসাইলে ১৮ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। দুটো দলই নামবে তৃতীয় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে।
আর্জেন্টিনা, ফ্রান্স দুটো দলই আছে এবার দারুণ ছন্দে। মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেই করেছেন ৫টি করে গোল। মেসি করেছেন ৩ অ্যাসিস্ট এবং এমবাপ্পে ২ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন মেসি। বিশ্বকাপে ২৫ ম্যাচে করেছেন ১১ গোল করে বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। বিশ্বকাপে ৮ অ্যাসিস্ট করে পেলে, ম্যারাডোনার সঙ্গী এখন মেসি।
এমবাপ্পেও অনেক রেকর্ড ভেঙেছেন। ফরাসি এই তারকা ফুটবলার বিশ্বকাপে ২৩ বছর ৩৪৯ দিন বয়সে এই ৯ গোল করেন তিনি। বিশ্বকাপে বয়সের হিসাবে গোলের রেকর্ডে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন, তখন তাঁর বয়স ছিল ২৫ বছর ২৬২ দিন। আর্জেন্টিনা যে ছয় ম্যাচ খেলেছে, তাতে ‘ক্লিনশিট’ রাখতে পেরেছে ৩ ম্যাচে। আর ফ্রান্স রাখতে পেরেছে মাত্র ১ ম্যাচে। গতকাল মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা।

সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর আর আর্জেন্টিনাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা ম্যাচ জিতে কাতার বিশ্বকাপের ফাইনালে এখন লাতিন আমেরিকার দেশটি। তাতে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে ‘প্রতিশোধ’ নিয়েছেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনার সামনে সুযোগ এখন ফ্রান্সের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার।
গত বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। নিঝনি নভগ্রোদ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। ৪ বছর পর কাতার বিশ্বকাপে আবারও মুখোমুখি হয় এই দুই দল। লুসাইলে এবার সেমিফাইনালে ক্রোয়াটদের ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি করেছেন ১ গোল এবং হুলিয়ান আলভারেজ করেছেন ২ গোল। যার মধ্যে এক গোলে অ্যাসিস্ট করেছেন মেসি।
২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সেরও মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কাজান এরিনাতে শেষ ষোলোর ম্যাচে ফরাসিদের কাছে ৪-৩ গোলে হেরেছিল আলবিসেলসেন্তেরা। এবার ফাইনালে খেলবে এই দুই দল। লুসাইলে ১৮ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। দুটো দলই নামবে তৃতীয় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে।
আর্জেন্টিনা, ফ্রান্স দুটো দলই আছে এবার দারুণ ছন্দে। মেসি ও কিলিয়ান এমবাপ্পে দুজনেই করেছেন ৫টি করে গোল। মেসি করেছেন ৩ অ্যাসিস্ট এবং এমবাপ্পে ২ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে নতুন করে গড়েছেন মেসি। বিশ্বকাপে ২৫ ম্যাচে করেছেন ১১ গোল করে বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। বিশ্বকাপে ৮ অ্যাসিস্ট করে পেলে, ম্যারাডোনার সঙ্গী এখন মেসি।
এমবাপ্পেও অনেক রেকর্ড ভেঙেছেন। ফরাসি এই তারকা ফুটবলার বিশ্বকাপে ২৩ বছর ৩৪৯ দিন বয়সে এই ৯ গোল করেন তিনি। বিশ্বকাপে বয়সের হিসাবে গোলের রেকর্ডে ছাড়িয়ে গেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ১৯৬৬ বিশ্বকাপে পেলে যখন ৮ গোল করেন, তখন তাঁর বয়স ছিল ২৫ বছর ২৬২ দিন। আর্জেন্টিনা যে ছয় ম্যাচ খেলেছে, তাতে ‘ক্লিনশিট’ রাখতে পেরেছে ৩ ম্যাচে। আর ফ্রান্স রাখতে পেরেছে মাত্র ১ ম্যাচে। গতকাল মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
৩৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৪ ঘণ্টা আগে