
লিওনেল মেসি, সার্জিও বুসকেতস বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এক যুগেরও বেশি সময়। বার্সাকে দুজনে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। বার্সায় এখন কেউ না থাকলেও দুজনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টার মিয়ামিতে। প্রতিযোগিতামূলক ফুটবল খেলাই মেসি-বুসকেতসের লক্ষ্য বলে মনে করেন জেরার্দো মার্টিনো।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে ২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) চলে যান মেসি। দুই মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে পিএসজির পথচলা শেষ হয় এ বছরই। আর বুসকেতস ২০২২-২৩ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন। বার্সায় তিনি খেলা শুরু করেন ২০০৫ থেকে। মেসি, বুসকেতস দুজনের গন্তব্য যে ইন্টার মিয়ামি, তা অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক চুক্তিটাই বাকি।
অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। মেসি, বুসকেতস বার্সেলোনায় খেলে জিতেছেন একের পর এক শিরোপা। লা লিগা মেসি জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস। অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। এ ছাড়া মেজর লিগ ক্লাব আটলান্টা ইউনাইটেডেও তাঁর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। মার্টিনো বলেন, ‘সফলতা ও কীভাবে আরও ভালো প্রতিযোগিতা করা যায় তা নিয়েই লিও ও সার্জিওর সঙ্গে কথা বলেছি। মাঝেমধ্যে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তারা ছুটি কাটাতে এসেছে। আসলে ব্যাপারটা তা নয়। আমরা প্রতিযোগিতা করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করবে না এমন ফুটবলার তারা না।’
চলতি মৌসুম থেকে ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই ফুটবল লিগ। ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স—দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই ২৯ ক্লাব। ইস্টার্নে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্নে। ইস্টার্নের ১৫ ক্লাবের মধ্যে মিয়ামি আছে ১৫ নম্বরে। তবু আশা হারাচ্ছেন না মার্টিনো। মিয়ামি কোচ বলেন, ‘আমি বেশ আশাবাদী। অবশ্যই অনেক কাজ করার আছে। অন্যান্য টুর্নামেন্টেও দল বেশ উপভোগ করছে এবং ভালোই প্রতিযোগিতা করছে।’

লিওনেল মেসি, সার্জিও বুসকেতস বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এক যুগেরও বেশি সময়। বার্সাকে দুজনে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। বার্সায় এখন কেউ না থাকলেও দুজনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টার মিয়ামিতে। প্রতিযোগিতামূলক ফুটবল খেলাই মেসি-বুসকেতসের লক্ষ্য বলে মনে করেন জেরার্দো মার্টিনো।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষে ২০২১ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) চলে যান মেসি। দুই মৌসুম শেষে আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে পিএসজির পথচলা শেষ হয় এ বছরই। আর বুসকেতস ২০২২-২৩ মৌসুম শেষে বার্সেলোনা ছেড়েছেন। বার্সায় তিনি খেলা শুরু করেন ২০০৫ থেকে। মেসি, বুসকেতস দুজনের গন্তব্য যে ইন্টার মিয়ামি, তা অনেকটাই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক চুক্তিটাই বাকি।
অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। মেসি, বুসকেতস বার্সেলোনায় খেলে জিতেছেন একের পর এক শিরোপা। লা লিগা মেসি জিতেছেন ১০টি এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন ৪টি। আর ৯টি লা লিগা ও ৩টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন বুসকেতস। অন্যদিকে মেসি, বুসকেতসকে আগেও কোচিং করিয়েছেন মার্টিনো। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনার কোচ ছিলেন মার্টিনো। এ ছাড়া মেজর লিগ ক্লাব আটলান্টা ইউনাইটেডেও তাঁর কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। মার্টিনো বলেন, ‘সফলতা ও কীভাবে আরও ভালো প্রতিযোগিতা করা যায় তা নিয়েই লিও ও সার্জিওর সঙ্গে কথা বলেছি। মাঝেমধ্যে মনে হতে পারে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে তারা ছুটি কাটাতে এসেছে। আসলে ব্যাপারটা তা নয়। আমরা প্রতিযোগিতা করতে চাই। প্রতিদ্বন্দ্বিতা করবে না এমন ফুটবলার তারা না।’
চলতি মৌসুম থেকে ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই ফুটবল লিগ। ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স—দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই ২৯ ক্লাব। ইস্টার্নে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্নে। ইস্টার্নের ১৫ ক্লাবের মধ্যে মিয়ামি আছে ১৫ নম্বরে। তবু আশা হারাচ্ছেন না মার্টিনো। মিয়ামি কোচ বলেন, ‘আমি বেশ আশাবাদী। অবশ্যই অনেক কাজ করার আছে। অন্যান্য টুর্নামেন্টেও দল বেশ উপভোগ করছে এবং ভালোই প্রতিযোগিতা করছে।’

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৯ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১২ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১৩ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১৪ ঘণ্টা আগে