
আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়—কদিন আগে আল নাসরের জার্সিতে রেকর্ড গড়ার পর এমন পোস্ট দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ক্লাব ফুটবলই নয়, আন্তর্জাতিক ফুটবলেও অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের ২০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেছে গত রাতে।
তুরস্কের জার্সিতে আর্দা গুলারের অভিষেক ২০২২-এর নভেম্বরে। এ বছরের ফেব্রুয়ারিতে ১৯ বছর পূর্ণ করেছেন গুলার। ১৯ বছর বয়সী তরুণ এই তুর্কি ফুটবলারই ভেঙে দিলেন রোনালদোর বহু পুরোনো এক রেকর্ড। ইউরোর ‘এফ’ গ্রুপের ম্যাচে সিগনাল ইদুনা পার্কে গত রাতে মুখোমুখি হয়েছে তুরস্ক-জর্জিয়া। ম্যাচ যখন ৬৫ মিনিটে পৌঁছাল, তখনই এল সেই মাহেন্দ্রক্ষণ। কান আয়হানের পাস থেকে বল রিসিভ করে গুলার দারুণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন। তাতে ইউরোর মূল পর্বে অভিষেক ম্যাচে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের কীর্তি গড়লেন গুলার। গোল করার সময় তুরস্কের ফুটবলারের বয়স ১৯ বছর ১১৪ দিন। এত দিন ইউরোর মূল পর্বে অভিষেকে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড ছিল রোনালদোর। ২০০৪ ইউরোতে পোর্তোতে গ্রিসের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোল করেন তিনি।পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর ১২৮ দিন।
২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙার রাতে গুলারের গোলে জর্জিয়ার বিপক্ষে ১-১ সমতা থেকে ২-১ করে তুরস্ক। শেষ পর্যন্ত সিগনাল ইদুনা পার্কে ৩-১ গোলের জয় পেয়েছে তুর্কিরা। ২৫ মিনিটে প্রথমে ডিফেন্ডার মার্ট মুলদুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। জর্জিয়াকে ৩২ মিনিটে সমতায় ফেরান জর্জেস মিকাউতাদজি।
নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৭ মিনিটে তুরস্কের তৃতীয় গোল করেন মুহাম্মদ কেরেম আকতুরকোগলু।
গুলারের কীর্তির রাতে জয় পেয়েছে পর্তুগালও। রেড বুল অ্যারেনায় চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। ৬২ মিনিটে প্রথমে লুকাস প্রভোদের গোলে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র। পর্তুগালকে সমতায় ফিরিয়েছেন চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন রানাক। ৬৯ মিনিটে রানাক করেন আত্মঘাতী গোল। ম্যাচ ১-১ গোলে ড্র হওয়া যখন সময়ের ব্যাপার ছিল, তখন ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার ফ্রান্সিসকো কনসেইকাও।

আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়—কদিন আগে আল নাসরের জার্সিতে রেকর্ড গড়ার পর এমন পোস্ট দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু ক্লাব ফুটবলই নয়, আন্তর্জাতিক ফুটবলেও অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়েছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের ২০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেছে গত রাতে।
তুরস্কের জার্সিতে আর্দা গুলারের অভিষেক ২০২২-এর নভেম্বরে। এ বছরের ফেব্রুয়ারিতে ১৯ বছর পূর্ণ করেছেন গুলার। ১৯ বছর বয়সী তরুণ এই তুর্কি ফুটবলারই ভেঙে দিলেন রোনালদোর বহু পুরোনো এক রেকর্ড। ইউরোর ‘এফ’ গ্রুপের ম্যাচে সিগনাল ইদুনা পার্কে গত রাতে মুখোমুখি হয়েছে তুরস্ক-জর্জিয়া। ম্যাচ যখন ৬৫ মিনিটে পৌঁছাল, তখনই এল সেই মাহেন্দ্রক্ষণ। কান আয়হানের পাস থেকে বল রিসিভ করে গুলার দারুণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন। তাতে ইউরোর মূল পর্বে অভিষেক ম্যাচে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের কীর্তি গড়লেন গুলার। গোল করার সময় তুরস্কের ফুটবলারের বয়স ১৯ বছর ১১৪ দিন। এত দিন ইউরোর মূল পর্বে অভিষেকে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড ছিল রোনালদোর। ২০০৪ ইউরোতে পোর্তোতে গ্রিসের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের ৪ মিনিটে গোল করেন তিনি।পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের বয়স তখন ছিল ১৯ বছর ১২৮ দিন।
২০ বছরের পুরোনো রেকর্ড ভাঙার রাতে গুলারের গোলে জর্জিয়ার বিপক্ষে ১-১ সমতা থেকে ২-১ করে তুরস্ক। শেষ পর্যন্ত সিগনাল ইদুনা পার্কে ৩-১ গোলের জয় পেয়েছে তুর্কিরা। ২৫ মিনিটে প্রথমে ডিফেন্ডার মার্ট মুলদুরের গোলে এগিয়ে যায় তুরস্ক। জর্জিয়াকে ৩২ মিনিটে সমতায় ফেরান জর্জেস মিকাউতাদজি।
নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত ৭ মিনিটে তুরস্কের তৃতীয় গোল করেন মুহাম্মদ কেরেম আকতুরকোগলু।
গুলারের কীর্তির রাতে জয় পেয়েছে পর্তুগালও। রেড বুল অ্যারেনায় চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। ৬২ মিনিটে প্রথমে লুকাস প্রভোদের গোলে এগিয়ে গিয়েছিল চেক প্রজাতন্ত্র। পর্তুগালকে সমতায় ফিরিয়েছেন চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডার রবিন রানাক। ৬৯ মিনিটে রানাক করেন আত্মঘাতী গোল। ম্যাচ ১-১ গোলে ড্র হওয়া যখন সময়ের ব্যাপার ছিল, তখন ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে জয়সূচক গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার ফ্রান্সিসকো কনসেইকাও।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২৭ মিনিট আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটিতে তিন দিনের ভ্রমণ শেষে আজ ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত অনুষ্ঠানে কাচঘেরা ট্রফির ওপর কালো কাপড় সরিয়ে উপস্থিত সবাইকে ট্রফি দেখার সুযোগ করে দেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। সেখানে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
৩ ঘণ্টা আগে