
কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’
খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’

কার্ড বিলি করাতেই যেন গতকাল ব্যস্ত ছিলেন রেফারি সিজার সোতো। একটু পর পরই পকেট থেকে কার্ড বের করছিলেন। এমনকি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও কার্ড দেখতে হয়েছে। রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন জাভি।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে দুই দল। দুই দলই করছিল একের পর এক ফাউল। সব মিলিয়ে ৩১ ফাউল হয়েছে এই ম্যাচে, যার মধ্যে হেতাফে ফাউল করেছে ২০টি ও ১১টি ফাউল করেছে বার্সেলোনা। যেখানে বার্সার আবদেসসামাদ এজাজ্জুলিকে ফাউল করার ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলেছেন জাভি। বার্সা কোচকে দেখানো হয়েছে লাল কার্ড। সিজারের রেফারিং নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘আমাকে লাল কার্ড দেখানো হয়েছে। কারণ আমি বলছিলাম যে রেফারি হেতাফেকে অনেক ফাউল করায় সাহায্য করছেন। কিন্ত আমাদের সঙ্গে ভিন্ন আচরণ করছিলেন রেফারি।’
খেলা শুরুর ১৫ মিনিটের সময় হেতাফের স্তেফান মিত্রোভিচকে হলুদ কার্ড দিয়ে ম্যাচে কার্ড দেখানো শুরু হয়। এই ম্যাচে ১০টি কার্ড পেয়েছেন ফুটবলাররা। যার মধ্যে বার্সেলোনার রাফিনহা ও হেতাফের হেইম মাতা-দুজনে লাল কার্ড পেয়েছেন। এই দুজনই প্রথমে হলুদ কার্ড দেখেছিলেন। যেখানে রাফিনহা প্রথমে হলুদ কার্ড পেয়েছিলেন হেতাফের মিডফিল্ডার কার্লেস অ্যালেনার থেকে বল দখল করতে গিয়ে। এমন রেফারিং লা লিগার দর্শক কমে যাওয়ার কারণ মনে করছেন জাভি। বার্সা কোচ বলেন, ‘এটা যদি লা লিগার ম্যাচ হয়, তাহলে তো খুবই লজ্জাজনক। বুলতে পেরেছি কেন লোকেরা আমাদের ফুটবল দেখেন না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
২৯ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে