জানুয়ারির দলবদলের উত্তাপ জমে উঠতে শুরু করেছে। এই দলবদলে চোখ থাকবে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার দিকেও। সেই উত্তাপেই হয়তো বছরটা দারুণভাবে শুরু করতে উন্মুখ হয়ে ছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) এই তারকা ফরোয়ার্ড। আর বছরের প্রথম ম্যাচেই এমবাপ্পের আগুনে পুড়ল ভেনে।
ফ্রান্স কাপে নিচের সারির এই দলের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেছেন ফরাসি তারকা এমবাপ্পে। প্রতিপক্ষের মাঠে পিএসজির জয় ৪-০ গোলের বড় ব্যবধানে। এ জয়ে ফরাসি কাপের শেষ ষোলোও নিশ্চিত করেছে পিএসজি।
ভেনের মাঠে পিএসজির হয়ে এদিন শুরুটা করেন অবশ্য প্রেসনেল কিমপেম্বে। প্রথমার্ধে এই এক গোলই ছিল পিএসজির সম্বল। আর পরের অর্ধের গল্পটা শুধুই এমবাপ্পের। লিওনেল মেসি ও নেইমারের অভাব বুঝতে না দিয়ে প্রতিপক্ষের ওপর একই ছড়ি ঘুরিয়েছেন এই ফরোয়ার্ড। ৫৯ মিনিটে প্রথম লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। পরে ৭১ ও ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি।
এদিকে এমবাপ্পের দলবদল নিয়ে নতুন করে আলোচনা জমে উঠতে শুরু করেছে। এমবাপ্পের রিয়ালে যাওয়ার ইচ্ছের কথা নতুন কিছু নয়। এর আগে গত মৌসুমেও তাঁর রিয়ালে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল, তবে দরদামে না মেলায় আরও এক মৌসুম পিএসজিতেই থাকতে হচ্ছে তাঁকে। তবে ২০২২ সালে এমবাপ্পে রিয়ালের হয়ে খেলবেন বলে নিশ্চিত করেছেন এক বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক।
জোসেফ পেডরিরোল নামে সেই সাংবাদিক করিম বেনজেমা ও এমবাপ্পে এক সঙ্গে খেলবেন বলেও মন্তব্য করেন। তবে এই শীতকালীন দলবদলে এমবাপ্পের রিয়ালে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অনেক দলবদল বিশেষজ্ঞ। এমবাপ্পেকে রিয়ালে দেখার অপেক্ষা তাই বাড়তে পারে গ্রীষ্মের দলবদল পর্যন্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
৩২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
৩ ঘণ্টা আগে