
ম্যাচ শেষ হতেই উত্তেজনা। টাচলাইনেই ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে চেলসি কোচ থমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তোনিও কন্তের মাঝে। হাত মেলাতে গিয়ে প্রায় হাতাহাতিতেই জড়িয়ে পড়েন দুই কোচ। একপর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দুজনকেই। এর আগে ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি চেলসি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে পাশার দান উল্টে দেয় টটেনহাম। ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে।
স্ট্যামফোর্ড ব্রিজে এদিন শুরু থেকেই দাপট ছিল চেলসির। টটেনহামকে চাপে রেখে একের পর এক আক্রমণে যায় তারা। আক্রমণের ধারায় ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক ভলিতে চেলসিকে এগিয়ে দেন নতুন রিক্রুট কালিদু কোলিবালি। চেলসির দাপটেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহাম। ৬৮ মিনিটে সমতাও ফেরায় তারা। তবে ৯ মিনিট পরেই আবার এগিয়ে যায় চেলসি। রিচ জেমস স্বাগতিকদের দ্বিতীয় গোলটি এনে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় চেলসি। অন্য দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় টটেনহামও।
এরপর চেলসি যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই বাজিমাত করে টটেনহাম। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে স্টামফোর্ড ব্রিজকে স্তব্ধ করে দেন হ্যারি কেন। তাঁর এই গোলে হার এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। তবে ম্যাচের উত্তেজনা এরপর ডাগআউটেও ছড়িয়ে পড়ে। যার ধারাবাহিকতায় লাল কার্ড দেখেন দুই কোচ।

ম্যাচ শেষ হতেই উত্তেজনা। টাচলাইনেই ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়ে চেলসি কোচ থমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তোনিও কন্তের মাঝে। হাত মেলাতে গিয়ে প্রায় হাতাহাতিতেই জড়িয়ে পড়েন দুই কোচ। একপর্যায়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দুজনকেই। এর আগে ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি চেলসি। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের গোলে পাশার দান উল্টে দেয় টটেনহাম। ম্যাচ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে।
স্ট্যামফোর্ড ব্রিজে এদিন শুরু থেকেই দাপট ছিল চেলসির। টটেনহামকে চাপে রেখে একের পর এক আক্রমণে যায় তারা। আক্রমণের ধারায় ম্যাচের ১৯ মিনিটে দারুণ এক ভলিতে চেলসিকে এগিয়ে দেন নতুন রিক্রুট কালিদু কোলিবালি। চেলসির দাপটেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহাম। ৬৮ মিনিটে সমতাও ফেরায় তারা। তবে ৯ মিনিট পরেই আবার এগিয়ে যায় চেলসি। রিচ জেমস স্বাগতিকদের দ্বিতীয় গোলটি এনে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় চেলসি। অন্য দিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় টটেনহামও।
এরপর চেলসি যখন জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায়, তখনই বাজিমাত করে টটেনহাম। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করে স্টামফোর্ড ব্রিজকে স্তব্ধ করে দেন হ্যারি কেন। তাঁর এই গোলে হার এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টটেনহাম। তবে ম্যাচের উত্তেজনা এরপর ডাগআউটেও ছড়িয়ে পড়ে। যার ধারাবাহিকতায় লাল কার্ড দেখেন দুই কোচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে