
দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’
দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’

দুই বছর আগে ট্রেবল জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সিটির। কাছাকাছি গিয়েও কোচ পেপ গার্দিওলার দ্বিতীয় ক্লাবের হয়ে ট্রেবল জেতা আর হলো না। আজ গার্দিওলার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। ইন্টার মিলানের বিপক্ষে কামাল আতাতুর্ক স্টেডিয়ামে ইতিহাস গড়তে তাঁর ভরসা এবার আর্লিং হালান্ড।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই গার্দিওলা করেন বাজিমাত। লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়নস লিগ-তাঁর (গার্দিওলা) অধীনে ট্রেবল জিতেছিল বার্সা। বার্সার এই ট্রেবল জয়ের মৌসুমে লিওনেল মেসি ৫১ ম্যাচে করেছেন ৩৮ গোল এবং ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৪ বছর পর সিটির হয়ে গার্দিওলার সামনে রয়েছে ট্রেবল জয়ের হাতছানি। সিটিতে এসে প্রথম মৌসুমেই হালান্ড ৫২ ম্যাচে করেছেন ৫২ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে। গতকাল কামাল আতাতুর্ক স্টেডিয়ামে সফলতার কথা জিজ্ঞেস করতেই তিনি (গার্দিওলা) মেসি ও হালান্ডের নাম উল্লেখ করেছেন। স্প্যানিশ এই কোচ বলেন, ‘ভালো খেলোয়াড় অবশ্যই আছে। আগে ছিল মেসি। এখন আছে হালান্ড। এটাই আমার সফলতা। আমি কোনো মজা করছি না। যারা আমাকে অনুসরণ করেছে, তারা এখানে এসেছে। যারা করেনি, তারা এখানে আসেনি। প্রত্যেক সফল কোচের একটা ভালো প্রতিষ্ঠান এবং ভালো খেলোয়াড় থাকে।’
দারুণ ছন্দে থাকলেও নকআউট পর্বে গত কয়েক ম্যাচে হালান্ড গোল পাননি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দুই লেগ, এফএ কাপ ফাইনাল—তিন ম্যাচে ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার ছিলেন গোলশূন্য। তবু সিটির চ্যাম্পিয়নস লিগ জয়ের ক্ষেত্রে হালান্ডের ওপরই ভরসা রাখছেন গার্দিওলা। সিটি কোচ বলেন, ‘হালান্ডের গোল করার ব্যাপারে আমি আলোচনা করতে আসেনি। যদি আপনার সন্দেহ থাকে, তাহলে আপনি একাকিত্ব অনুভব করছেন। আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আগামীকাল (আজ) আমাদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে সে (হালান্ড) প্রস্তুত থাকবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৩৭ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে