
দারুণ সাড়া ফেলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের জীবনী নিয়ে বানানো ‘আই এম জর্জিনা’ নামের ডকু সিরিজটি। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজের দ্বিতীয় পর্বও। ইতিমধ্যে দ্বিতীয় পর্ব নিয়ে নেটফ্লিক্সের সঙ্গে জর্জিনার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সানস্পোটর্সের সূত্রমতে, নতুন পর্বে দেখা যাবে রোনালদোর দ্বিতীয়বার ম্যানইউতে ফেরার গল্পও। পাশাপাশি থাকছে জর্জিনার যমজ সন্তান গর্ভধারণ করার প্রসঙ্গও।
সানস্পোর্টস বলছে, গত সপ্তাহ থেকে দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেছে, ‘এই সিরিজের দ্বিতীয় পর্ব হওয়ার সম্ভাবনা সব সময় ছিল। কিন্তু প্রথমটি ভালো করার পর নেটফ্লিক্স অগ্রাধিকার দিয়ে এটিকে সামনে নিয়ে এসেছে।’
কী থাকবে সিরিজের দ্বিতীয় পর্বে, জানাতে গিয়ে সেই সূত্র সানকে বলেছে, ‘ইংল্যান্ডে তার নতুন জীবনের সঙ্গে যমজ সন্তান গর্ভধারণ করার বিষয়টিও এখানে থাকছে। জর্জিনা এটিকে দেখছে দারুণ একটি সুযোগ হিসেবে, যেখানে বিশ্বকে দেখিয়ে দেবে সে আসলে কেমন। পাশাপাশি কীভাবে রোনালদোর ভালোবাসা ও সমর্থনে তার জীবনকে বদলে যাওয়ার বিষয়টিও এখানে থাকছে।’
এর আগে প্রথম পর্বে দেখানো হয়েছিল কীভাবে কঠিন পথ পাড়ি দিয়ে জর্জিনা ওপরে ওঠে এসেছেন সেই গল্প। যেখানে রোনালদোর সঙ্গে তাঁর রসায়নও দেখানো হয়েছে দারুণভাবে। সেই পর্বে রোনালদো প্রেমিকা জর্জিনাকে বিয়ে করার ব্যাপারে ১০০০ ভাগ নিশ্চয়তা দিয়েছেন। এবার রোনালদো ভক্তরা অপেক্ষা থাকতে পারেন, তাঁর ম্যানইউতে আসার ভেতরে গল্প জানার জন্য।
আরও পড়ুন:

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে