
ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কঠিন শাস্তি দেওয়া হয়েছিল এই ক্লাবকে। পরে শাস্তি কমানো হয়েছে এই ক্লাবের।
গত রোববার মেস্তায়ায় লা লিগায় মুখোমুখি হয় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মারিও কেম্পেস স্ট্যান্ড থেকে ভিনিসিয়ুসের উদ্দেশ্যে বর্ণবাদী কটুক্তি করা হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি ক্লাবকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ৫২ লাখ ৫৪ হাজার টাকা। মারিও কেম্পেস স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আপিল করে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার আপিলের পর শাস্তি কমিয়েছে আদালত। এবার জরিমানা করা ২৫ হাজার পাউন্ড (৩৩ লাখ ৮ হাজার টাকা) এবং পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচ বন্ধ থাকবে মারিও কেম্পেস স্ট্যান্স।
বর্ণবাদের ঘটনার পরই টুইটারে পাল্টাপাল্টি জবাব চলে ভিনিসিয়ুস ও লা-লিগার মধ্যে। আর নিজের ইনস্টাগ্রামে কয়েক দিন আগে একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন। ব্রাজিলের এই স্ট্রাইকার বলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে।’ আর গত মঙ্গলবার ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা বানানোর ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের এক হাইওয়েতে ব্রাজিলের এই তারকার ঝুলন্ত মূর্তি দেখা গিয়েছিল।

ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। কঠিন শাস্তি দেওয়া হয়েছিল এই ক্লাবকে। পরে শাস্তি কমানো হয়েছে এই ক্লাবের।
গত রোববার মেস্তায়ায় লা লিগায় মুখোমুখি হয় ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে মারিও কেম্পেস স্ট্যান্ড থেকে ভিনিসিয়ুসের উদ্দেশ্যে বর্ণবাদী কটুক্তি করা হয়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কম্পিটিশন কমিটি ক্লাবকে ৪৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ৫২ লাখ ৫৪ হাজার টাকা। মারিও কেম্পেস স্ট্যান্ডকে পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর আপিল করে ভ্যালেন্সিয়া। ভ্যালেন্সিয়ার আপিলের পর শাস্তি কমিয়েছে আদালত। এবার জরিমানা করা ২৫ হাজার পাউন্ড (৩৩ লাখ ৮ হাজার টাকা) এবং পাঁচ ম্যাচের পরিবর্তে তিন ম্যাচ বন্ধ থাকবে মারিও কেম্পেস স্ট্যান্স।
বর্ণবাদের ঘটনার পরই টুইটারে পাল্টাপাল্টি জবাব চলে ভিনিসিয়ুস ও লা-লিগার মধ্যে। আর নিজের ইনস্টাগ্রামে কয়েক দিন আগে একটি ভিডিও পোস্ট করে গত এক বছরে কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন। ব্রাজিলের এই স্ট্রাইকার বলেন, ‘হোমের বাইরে অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেই দেখা যায় অপ্রীতিকর চমক। এই মৌসুমে এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যু কামনা, কুশপুত্তলিকা বানানো…. . তবে সব সময় তা বলা হয় ‘বিচ্ছিন্ন ঘটনা’। না এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো নিয়মিত ঘটনা এবং স্পেনের বিভিন্ন শহরে এটা হয়ে আসছে (এমনকি টেলিভিশন অনুষ্ঠানেও)। ভিডিওতে প্রমাণসহ আছে।’ আর গত মঙ্গলবার ভিনিসিয়ুসের কুশপুত্তলিকা বানানোর ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে স্প্যানিশ পুলিশ। এ বছরের জানুয়ারিতে মাদ্রিদের এক হাইওয়েতে ব্রাজিলের এই তারকার ঝুলন্ত মূর্তি দেখা গিয়েছিল।

প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৫ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
৩৫ মিনিট আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
২ ঘণ্টা আগে